টুকরো খবর
পঞ্চায়েতে একশো দিনের খতিয়ান দাবি
একশো দিনের কাজ প্রকল্পে কোথায় কী কাজ হয়েছে তার বিস্তারিত তথ্যের দাবিতে বারাবনির সিপিএম পরিচালিত জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জামগ্রাম যুব তৃণমূল আঞ্চলিক কমিটির নেতৃত্বে তাঁরা এই বিক্ষোভ দেখান। গ্রামপ্রধান জবা মণ্ডলের হাতে লিখিত দাবিপত্র তুলে দেন তাঁরা। তাঁদের দাবি, চার বছরের আয়-ব্যয়ের হিসাব চাই। এছাড়াও বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার তালিকা, ইন্দিরা আবাস যোজনার উপভোক্তাদের নাম, চাষীদের বরাদ্দ বীজ ও সারের হিসেবও চান তাঁরা। তাঁদের দাবি, এতদিন ধরে সেচের কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে, না নেওয়া হলে তা কেন নেওয়া হয়নি তার বিস্তারিত খতিয়ান পঞ্চায়েত কার্যালয়ে টাঙিয়ে দিতে হবে। যুব আঞ্চলিক কমিটির সম্পাদক নিমাই রাউতের বক্তব্য, “দ্রুত দাবি পূরণ করতে হবে।” জবাদেবী জানান, দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইঞ্জিনিয়ারিং হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ
বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল বর্ধমানের বুদবুদে। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম দেবাংশু সিংহ (২১)। বাড়ি বিহারের পটনায়। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ নম্বর জাতীয় সড়কের পাশে ওই কলেজের হস্টেলে তৃতীয় তল নির্মাণ হচ্ছে। এ দিন সকালে সেখানেই একটি রড থেকে গলায় টাইয়ের ফাঁস লাগানো অবস্থায় দেবাংশুর দেহ মেলে। কানে ছিল মোবাইলের হেডফোন। আবাসিকদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বারান্দায় হেডফোন লাগিয়ে উত্তেজিত হয়ে কথা বলছিলেন দেবাংশু। রাতে তিনি ঘরে ফিরেছিলেন কি না, তা তাঁরা জানেন না বলে দেবাংশুর রুমমেটদের দাবি। পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেবাংশুর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। কার বা কাদের সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দেবাংশুর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল কি না, আবাসিকদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা চলছে। কলেজ কর্তৃপক্ষ জানান, দেহ মেলার পরে দেবাংশুর বাড়িতে খবর পাঠানো হয়। সন্ধ্যায় তাঁর বাবা-মা বুদবুদে পৌঁছন। তবে এ দিন তাঁরা এই ঘটনা নিয়ে কোনও কথা বলতে চাননি।

নিয়ামতপুরে আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম বিশ্বরূপ দেবরাজ ও ভোলা পাসোয়ান। বাড়ি হিরাপুর থানার রাধানগর এলাকায়। মঙ্গলবার রাতে ওই দুই দুষ্কৃতীকে সীতারামপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পাইপগান ও তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানায়, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরবাইক চুরি, ছিনতাই-সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এই দু’জনকে ধরা হয়েছে।

বকেয়া বেতন দাবি, বিক্ষোভ
বকেয়া পাওনার দাবিতে বুধবার ইসিএলের সালানপুর এরিয়ার কার্যালয়ে বিক্ষোভ দেখালেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। আইএনটিটিইউসি নেতা পাপ্পু উপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। এরিয়ার জেনারেল ম্যানেজার একে সিংহকে একটি অভিযোগপত্র দেওয়া হয়। পাপ্পুবাবুর অভিযোগ, এই নিরাপত্তাকর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। বোনাসও পাননি। কোলিয়ারি কর্তৃপক্ষের অবশ্য আশ্বাস, যত দ্রুত সম্ভব এই কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

বধূহত্যায় দোষী
বধূ হত্যায় স্বামীকে দোষী সাব্যস্ত করল দুর্গাপুর আদালত। ২০০৯ সালের ১৪ জুলাই অন্ডালের পরাশকোলে পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের (২৭) অস্বাভাবিক মৃত্যু হয়। এর পর ওই তরুণীর বাবা, ভাতার থানার মাহাতা গ্রামের বাসিন্দা হারাধন গোস্বামী থানায় তাঁর মেয়ের স্বামী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও শ্বশুর-শাশুড়ি তরুণ বন্দ্যোপাধ্যায় ও শাশুড়ি লেখা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুন ও নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

কোথায় কী

আসানসোল

রামনাম সংকীর্তন। বিকাল সাড়ে ৪টা। মায়ের কথা পাঠ ও
ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.