টুকরো খবর |
স্ত্রী খুনে গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কম্পিউটার কেনার টাকা না পেয়ে এক গৃহবধূকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফাঁসিদেওয়া থানার চটেরহাটের মিলনগড় এলাকায় এক ব্যসিক্তর বাড়িতে থাকা সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতার দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই গৃহবধূর নাম তাসনারা খাতুন (১৯)। গত ২ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁকে শ্বাসরোধ করে খুন করে ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয় বলে পুলিশের অনুমান। ধৃতের নাম মহম্মদ সোহরাব আলি। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “ওই ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা ঘটনার সঙ্গে যুক্ত আছেন তাদের গ্রেফতার করা হবে।” পুলিশ সূত্রের খবর, ২ অক্টোবর রাত ১২টা নাগাদ শোওয়ার ঘর থেকে নিখোঁজ হয়ে যান তাসনারা। সে সময় তাঁর স্বামী পুলিশকে জানান, শৌচাগারে যাওয়ার কথা বলে তাঁর স্ত্রী ঘর থেকে বের হন। এর পর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তিনি দেখেন তাসনারা নেই। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তাসনারা বাড়ির অভিযোগের ভিত্তিতে গত রবিবার সোহরাবকে গ্রেফতার করে পুলিশ। তাসনারার মামা মহম্মদ আলাউদ্দিনের অভিযোগ, ৩ মাস আগে চোপড়ার তাসনারার সঙ্গে সোহরাবের বিয়ে হয়। সে সময় দাবি মেনে তারা পণের ব্যবস্থা করেন। সোহরাবের মোবাইলের দোকান রয়েছে। মাস খানেক আগে কম্পিউটার কিনবে বলে শ্বশুরবাড়ির কাছে টাকা দাবি করেন তিনি। সে সময় তাকে ৩ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু তাঁর দাবি মতো টাকা না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন সোহরাব। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে জানতে পেরেছে, ওই দিন শ্বাসরোধ করে খুন করা হয় তাসনারাকে খুন করা হয়। এর পরে দেহ প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। |
হেনস্থার নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক মহিলা আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠেছে শিলিগুড়ি থানার আইসি এবং এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। সোমবার ওই দুই অফিসারের বিরুদ্ধে সিভিল জজ সিনিয়র ডিভিশন সঞ্জয় পালের এজলাসে অভিযোগ করা হয়। শিলিগুড়ি আদালতের আইনজীবী রতন বণিক জানান, গত ২৮ সেপ্টেম্বর শিলিগুড়ি আদালতের মহিলা আইনজীবী সায়ন্তী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল। সে কারণে তিনি দুই বন্ধুর সঙ্গে হিলকার্ট রোডের একটি রেস্টুরেন্টে যান। রাত সাড়ে ১০টা নাগাদ সেখান থেকে বেরোতে গেলে রেস্টুরেন্টের ম্যানেজার বাইরে গণ্ডগোল হচ্ছে জানিয়ে পরে বেরোতে বলেন। রাত ১১টা নাগাদ তিনি সেখান থেকে বেরোলে পুলিশ তাঁকে জোর করে জিপে তোলে বলে অভিযোগ। তিনি আইনজীবী পরিচয় দিয়ে গোটা ঘটনা জানালেও তা শোনা হয়নি বলে তিনি দাবি করেন। রতনবাবু বলেন, “মহিলা পুলিশ ছিল না। জিপে তুলে কিছু পুলিশকর্মী আইনজীবীকে মারধর করেন। গালি দেন।” বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলা কমিশনেও জানানো হয়েছে বলে তিনি জানান। পুলিশ সূত্রের খবর, ২৮ সেপ্টেম্বর হিলকার্ট রোডে মদ্যপ অবস্থায় গণ্ডগোল করায় ৬ তরুণ-তরুণী গ্রেফতার হন। ওই গ্রেফতারের তালিকায় মহিলা আইনজীবী ছিলেন। |
একসঙ্গে উধাও ৫ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সপ্তম শ্রেণির পাঁচ ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ায় হইচই পড়েছে। তাদের মধ্যে ৪ জনের বাড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে। অপর জন লাগোয় ৩৭ নম্বর ওয়ার্ডে সুকান্তনগরে থাকেন। পুলিশ জানায়, বৈশালি সরকার, অর্পিতা দে, স্নেহা সরকার, লক্ষী নাগ, রিম্পা রায়। তাঁরা বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ে পড়ে। এ দিন তাদের মধ্যে এক ছাত্রী স্কুলে গিয়েছিল। পরে সে ফিরে এসে বান্ধবীদের সঙ্গে নিখোঁজ হয়। অন্যরা বাড়ি থেকে স্কুলে বইপত্র নিয়ে বার হলেও কেউ স্কুলে যায়নি। তারা স্কুলের পোশাকে ছিল না বলেও জানানো হয়েছে। এক ছাত্রীর বাড়িতে তারা বইপত্র রেখে গিয়েছে। ওই বাড়িতে ছাত্রী এবং তার মা ছাড়া কেউ থাকেন না। মা পরিচারিকার কাজে এ দিন দুপুরে বাড়ির বাইরে ছিলেন। সে সময় অন্য ৩ ছাত্রী তাদের ওই বান্ধবীর বাড়িতে যায়। ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্ত বলেন, “একসঙ্গে ৫ জন ছাত্রী কোথায় নিখোঁজ হলেন তা বোঝা যাচ্ছে না। তারা কাউকে কিছু বলেওনি। কেউ ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছে কি না তাও স্পষ্ট নয়। পরিবারের লোকেরা এ দিন রাত পর্যন্ত অপেক্ষা করে ফিরছে না দেখে পুলিশে অভিযোগ জানিয়েছেন।”বিষয়টি নিয়ে অন্ধকারে পুলিশও। অভিযোগ পেয়ে তারাও তদন্তে নেমেছে। |
কথা রাখেনি সরকার
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
বাগান খোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও নয়া সরকার কথা রাখেনি অভিযোগ তুলে আন্দোলনের কথা জানালেন ঢেকলাপাড়া বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার বন্ধ ঢেকলাপাড়া, দলমোড় ছাড়া চালু থাকা রামঝোরা চা বাগানের পরিস্থিতি দেখতে যান। সেখানে শ্রমিকেরা তাঁদের দুদর্সার কথা তাঁর সামনে তুলে ধরেন। তার পরেই তাঁরা আন্দোলনের বিষয়টি জানান। তিনি বলেন, “বাগানগুলির মানুষের পরিস্থিতি করুণ। তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বন্ধ বাগান যাতে দ্রুত চালু হয় তা সরকারের দেখা প্রয়োজন। বাগানেখাবারের সমস্যা প্রকট হচ্ছে। কলকাতা ও বিভিন্ন মহলে বিষয়গুলি জানাব।” জেলাশাসক বলেন, “ঢেকলাপাড়ায় সহায় প্রকল্প চালু হবে। বাগানের বিষয়টি হাইকোর্টের বিচারাধীন।” |
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
টাকা জমা দিয়েও সংযোগ পাননি দক্ষিণ মেন্দাবাড়ির বাসিন্দারা। মঙ্গলবার দ্রুত বিদ্যুৎ সংযোগ ও বাঁশের সাঁকোর দাবিতে প্রধানকে স্মারকিলিপি দেন স্থানীয় বাসিন্দারা। কালচিনির মেন্দাবাড়ি পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নার্জিনারি জানান, বাসিন্দারা টাকা জমা দিয়েও বিদ্যুৎ পাননি বলে অভিযোগ। দক্ষিণ মেন্দাবাড়ি বনবস্তি বর্ষায় যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে। চিলাপাতা রেঞ্জের অধীন ওই বনবস্তির বাসিন্দাদের জঙ্গলের ভেতর প্রায় ৩ কিলোমিটার রাস্তা পেরিয়ে মেন্দাবাড়ি বিট হয়ে লোকালয়ে যাতায়াত করতে হয়। প্রতি বছর বাঁশের সাঁকো তৈরি হলেও বর্ষার সময় তা জলের তোড়ে উড়ে যাওয়ায় সমস্যা হয়। পাকা সেতু তৈরির ক্ষমতা পঞ্চায়েতের নেই। |
তিনপক্ষের বৈঠক ব্যর্থ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
বোনাস নিয়ে সমস্যার জেরে বন্ধ হওয়া সামসিং ও বামনডাঙা চা বাগান খোলার সমাধানসূত্র মিলল না প্রশাসনের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে। মঙ্গলবার মালবাজারের সহকারি শ্রম কমিশনারের দফতরে বৈঠক ডাকা হলেও বাগানের মালিকপক্ষ এবং মোর্চার প্রতিনিধিরা উপস্থিত হননি। এই অবস্থায় আগামী ১২ অক্টোবর শিলিগুড়ি যুগ্ম শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকের দিন ধার্য হয়েছে। এরই মধ্যে বামনডাঙা চা বাগানে শ্রমিকরা নিজ উদ্যোগে মঙ্গলবার কাজ শুরু করলেও দুপুরে বাগানের ম্যানেজার চন্দ্রশেখর দাবে নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করলে কাজ বন্ধ হয়। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, “বাগান দুটি খোলার বিষয়ে আমরা আশাবাদী। দ্রুত চা বাগান দুটি খোলা যাবে। মলিক যাতে বৈঠকে উপস্থিত থাকে সেই চেষ্টা করা হচ্ছে।” |
চাঙড় ভেঙে আতঙ্ক শিলিগুড়ির স্কুলে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুলের চাঙড় ভাঙার শব্দে ভয় পেয়ে হুড়োহুড়ি করে ক্লাস থেকে বেরোতে গিয়ে ২ স্কুল ছাত্রী ও এক শিক্ষিকা জখম হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি হিন্দি বালিকা বিদ্যালয়ে। স্কুল সূত্রে খবর, জখম সপ্তম শ্রেণির ছাত্রীর নাম আলিশা সাহানি, অঞ্জলি প্রসাদ, শিক্ষিকার নাম সীমা গুপ্তা। তিন মাস আগে ওই স্কুলে একই ধরনের ঘটনায় বেশ কয়েকজন ছাত্রী জখম হন। |
অজ্ঞান যাত্রী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
ট্রেনের সাধারণ কামরা থেকেক অচৈতন্য অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করা হল। মঙ্গলবার মালবাজারের নিউ মাল জংশনে ডাউন ক্যাপিটাল এক্সপ্রেস থেকে দুইজনকে উদ্ধার করে রেল পুলিশ। ওই দুই যাত্রীর নাম আশিস সাহা এবং খেমবাহাদুর কার্কি। আশিসবাবু অসমের গোয়াল পাড়া এবং খেমবাহাদুর গুয়াহাটি থেকে ক্যাপিটাল এক্সপ্রেসে চাপেন। দু’জনই এনজেপি যাচ্ছিলেন। তাঁরা মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। |
মদনকে মনোনীত করলেন ক্রীড়ামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস ও স্পোর্টস-এর দার্জিলিং জেলার চেয়ারম্যান মনোনীত হলেন মদন ভট্টাচার্য। ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের অনুমোদনের পর সোমবার কাউন্সিলের তরফে মদনবাবুকে চিঠি দিয়ে তা জানানো হয়। জেলার পাহাড়, সমতলের সব স্কুলে খেলার প্রসার ঘটাতে নতুন চেয়ারম্যানকে কাউন্সিলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। মদনবাবু দীর্ঘদিন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্য ছিলেন। জানুয়ারিতে শিলিগুড়িতে রাজ্যস্তরের স্কুল ক্রীড়ার বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেন বলে মদনবাবু জানান। |
গ্রেফতার দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আগাম খবর পেয়ে জাতীয় সড়কে ডাকাতির চেষ্টা বানচাল করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কালচিনি থানা এলাকার চেকো বিটের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে ডাকাত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাম বিমল দাস ও নৃপেন রায়। বাড়ি আলিপুরদুয়ার উত্তর জিপুর এলাকায়। |
দেহ উদ্ধার |
বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার ডুয়ার্সের নাগরাকাটা থানার নয়া সাইলি চা বাগানের ঘটনাটি ঘটে। তাঁর নাম লছমন তেলি (৫৬)। তাঁর বাড়ি ফাঁসিদেওয়ার হাঁসখাওয়ায়। |
|