সংস্কৃতি যেখানে যেমন...

নাট্যোৎসব
শান্তিপুর পুরসভার উদ্যোগে তৃতীয় বর্ষ আন্তঃবিদ্যালয় নাট্যোৎসবের সূচনা হল মঙ্গলবার। চার দিন ধরে লাইব্রেরির মঞ্চে উৎসব চলবে। পুরসভার ১৩টি হাইস্কুলের ছাত্রছাত্রীরা অভিনয় করবেন। এ বছর নাট্যোৎসব দ্বিজেন্দ্রলালের নামে উৎসর্গ করা হয়েছে। উদ্যোক্তাদের অন্যতম নাট্যকর্মী কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “সব নাটকই একাঙ্ক। প্রাথমিকের ছাত্রছাত্রীদের নিয়ে নাটকের ওয়ার্কশপ করানো হচ্ছে। সেই ওয়ার্কশপ থেকেই মঞ্চে উপস্থাপিত হবে নতুন নাটক।”

অঙ্গাঙ্গি
কান্দির ‘২১ ফেব্রুয়ারি উদযাপন কমিটি’র মুখপাত্র ‘অঙ্গাঙ্গি’র শারদীয় সংখ্যা প্রকাশিত হল গত ২ অক্টোবর। অপরেশ চট্টোপাধ্যায় ও কুণালকান্তি সিংহ রায় সম্পাদিত অষ্টম বর্ষের প্রথম সংখ্যা এটি। দু’টি প্রবন্ধ, তিনটি গল্প ও কবিতা ছাড়াও রয়েছে কবি সব্যসাচী দেবের উপর বিশেষ ক্রোড়পত্র।

ছড়ার মুলুক
প্রকাশিত হল ‘ছড়ার মুলুক’-এর শারদ সংখ্যা। সুজিতকুমার পাত্র সম্পাদিত আজিমগঞ্জ থেকে প্রকাশিত ওই পত্রিকায় পবিত্র সরকার, শ্যামলকান্তি দাস থেকে শুরু করে সুজিতকুমার পাত্র পর্যন্ত ৬২ জনের লেখা ছড়া। এ ছাড়াও দু’টি নিবন্ধ ও শুভজিৎ বরকন্দাজের ছড়ার বই ‘ইষ্টিকুটুম’-এর উপর আলোচনা।

রূপচিন্তন
গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৭ দিন ধরে কলকাতার ‘আকাদেমি অব ফাইন আর্টস’-এ বহরমপুর শহরের ‘রূপচিন্তনে’র ৯ জন চিত্রশিল্পী তাঁদের আঁকা ছবির প্রদর্শনী করলেন। ‘রূপচিন্তনে’র সুদীপ্ত হালদার জানান, এ বার প্রদর্শনীতে ছিল মোট ৪৫টি ছবি।” এঁকেছেন সুদীপ্তবাবু ছাড়াও গৌরগোপাল ভৌমিক, সুশান্ত মণ্ডল, অভিজিৎ চট্টোপাধ্যায়, অমল সিংহ, কমলেন্দু সরকার, সোমদত্তা হালদার, মৈত্রেয়ী মিত্র ও অমিত সরকার।

সবুজের কবিতা
করিমপুর থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে অশোককুমার সাহা সম্পাদিত শিশু-কিশোরদের পত্রিকা ‘সবুজের কবিতা’। সপ্তম বর্ষের অষ্টম সংখ্যাটির বিষয় সহজপাঠ। অনেকেই ছড়া, কবিতা ও নিবন্ধ লিখেছেন। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বংশলতিকা।

সুকান্তের জন্মদিন
ভারতীয় গণনাট্য সংঘের নবদ্বীপ দিশারী শাখা এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নবদ্বীপ আঞ্চলিক শাখার আয়োজনে কবি সুকান্ত ভট্টচার্যের ৮৭তম জন্মদিন পালন করা হয়। গত শনিবার ও রবিবার দু’দিন ধরে নবদ্বীপ পোড়ামাতলায় ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের দু’শোর বেশি ছাত্রছাত্রী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.