ঈদ-পুজোয় মুখ্যমন্ত্রীর উপহার

‘‘স্বাধীনতা সংগ্রাম থেকে নন্দীগ্রাম আন্দোলনবারবার এই জেলা পথ দেখিয়েছে। আগামী দিনেও বাংলাকে পথ দেখাবে পূর্ব মেদিনীপুর।’’
 
উদ্বোধন শিলান্যাস প্রতিশ্রুতি
• পাঁশকুড়া ১ ব্লকে ভূমি-রাজস্ব দফতরের ভবন।
• হলদিয়া উন্নয়ন পর্ষদের গেঁওখালি, চৈতন্যপুর, বাসুদেবপুরে নলবাহিত জল সরবরাহ প্রকল্প।
• তমলুকে পশুচিকিৎসা কেন্দ্র।
• হলদিয়ার ধানসিঁড়ির একটি কারখানার সম্প্রসারিত প্রকল্প।
• চকদ্বীপায় বেসরকারি সংস্থার লজিস্টিক হাব।
• দেভোগে ভোজ্যতেল কারখানা।
• ইটাবেড়িয়া-গোবর্ধনপুর রাস্তায় সেতু।
• কোলাঘাটের খড়িচক খালে সেতু।
• পাঁশকুড়ার ক্ষীরাই খালে সেতু।
• ময়না গার্লস, কোলাঘাটের পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠে তফসিলি ছাত্রীদের জন্য হস্টেল।
• নন্দকুমারের ঠেকুয়াচক, মহিষাদলের গয়েশ্বরী, নন্দীগ্রামের বিএমটি গার্লস হাইস্কুলে ৫০ শয্যার ছাত্রী নিবাস।
• নিমতৌড়িতে সংখ্যালঘু ভবন।
• হলদিয়ায় হাজার আসনের অডিটোরিয়াম।
• হলদিয়ায় ট্রমা সেন্টার।
• রসুলপুরে গভীর সমুদ্র বন্দর।
• হলদিয়া বন্দর থেকে রেলপথ।
• হলদিয়ায় শিল্প-বাণিজ্য মেলা।
• হলদিয়ায় আইটি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
• হলদিয়ায় সাংস্কৃতিক অ্যাকাডেমি।
• নন্দকুমারে ইকো-ট্যুরিজম।
• নন্দীগ্রাম, এগরা, পাঁশকুড়ায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল।
• রামনগরে পান-মাণ্ডি।
• কাজুবাদাম শিল্পের ক্লাস্টার।
• ব্লকে-ব্লকে আইআইটি।
 
‘‘উনি যে সব উদ্বোধন, শিলান্যাস করছেনতার অধিকাংশই আমাদের আমলে তৈরি। টাকা না থাকলে কল্পতরুর মতো এসব করছেন কী করে?’’




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.