• পাঁশকুড়া ১ ব্লকে ভূমি-রাজস্ব দফতরের ভবন।
• হলদিয়া উন্নয়ন পর্ষদের গেঁওখালি, চৈতন্যপুর, বাসুদেবপুরে নলবাহিত জল সরবরাহ প্রকল্প।
• তমলুকে পশুচিকিৎসা কেন্দ্র।
• হলদিয়ার ধানসিঁড়ির একটি কারখানার সম্প্রসারিত প্রকল্প।
• চকদ্বীপায় বেসরকারি সংস্থার লজিস্টিক হাব।
• দেভোগে ভোজ্যতেল কারখানা। |
• ইটাবেড়িয়া-গোবর্ধনপুর রাস্তায় সেতু।
• কোলাঘাটের খড়িচক খালে সেতু।
• পাঁশকুড়ার ক্ষীরাই খালে সেতু।
• ময়না গার্লস, কোলাঘাটের পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠে তফসিলি ছাত্রীদের জন্য হস্টেল।
• নন্দকুমারের ঠেকুয়াচক, মহিষাদলের গয়েশ্বরী, নন্দীগ্রামের বিএমটি গার্লস হাইস্কুলে ৫০ শয্যার ছাত্রী নিবাস।
• নিমতৌড়িতে সংখ্যালঘু ভবন।
• হলদিয়ায় হাজার আসনের অডিটোরিয়াম। |
• হলদিয়ায় ট্রমা সেন্টার।
• রসুলপুরে গভীর সমুদ্র বন্দর।
• হলদিয়া বন্দর থেকে রেলপথ।
• হলদিয়ায় শিল্প-বাণিজ্য মেলা।
• হলদিয়ায় আইটি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
• হলদিয়ায় সাংস্কৃতিক অ্যাকাডেমি।
• নন্দকুমারে ইকো-ট্যুরিজম।
• নন্দীগ্রাম, এগরা, পাঁশকুড়ায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল।
• রামনগরে পান-মাণ্ডি।
• কাজুবাদাম শিল্পের ক্লাস্টার।
• ব্লকে-ব্লকে আইআইটি। |