টুকরো খবর
রিভলভার কার,অন্ধকারে পুলিশ
তাঁর আত্মহত্যার পর কেটে গিয়েছে গোটা একটা দিন। কিন্তু যে .৬ ক্যালিবার রিভলভার দিয়ে আত্মঘাতী হয়েছিলেন আশা ভোঁসলের মেয়ে বর্ষা, সেটির মালিকানা নিয়ে এখনও কিছু জানতে পারেনি মুম্বই পুলিশ। ফলে তদন্তের কাজে কিছুটা দেরিই হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। খুব শীঘ্রই বর্ষার প্রাক্তন স্বামী হেমন্ত কেঁকড়ের জবানবন্দি রেকর্ড করা হবে জানিয়েছে পুলিশ। জবানবন্দি নেওয়া হবে বর্ষার মা আশা ভোঁসলে এবং মাসি লতা মঙ্গেশকরেরও। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই বর্ষার আর এক মাসি ঊষা মঙ্গেশকর-সহ আরও ক’জনের জবানবন্দি নেওয়া হয়েছে। যদিও কেউই এখনও রিভলভারটির মালিকানা স্বীকার করেননি। গত কাল দক্ষিণ মুম্বইয়ের পেডার রোড এলাকার একটি আবাসনে নিজের মায়ের ফ্ল্যাটেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বর্ষাকে। গত কালই পুলিশ জানিয়েছিল, রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বছর পঞ্চাশের বর্ষা। পুলিশের ধারণা, অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও গুলির শব্দ বর্ষার প্রতিবেশীরা কেউ শুনতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। মেয়ের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুর থেকে তড়িঘড়ি চলে আসেন আশা ভোঁসলে। আজ চন্দনওয়াড়ি শ্মশানে বর্ষার শেষকৃত্য হয়।

টাকা আত্মসাৎ, দলিত মহিলাকে পুড়িয়ে হত্যা
ইন্দিরা আবাস যোজনায় ঘর তৈরির জন্য টাকা পেয়েছিলেন দলিত এক মহিলা। গয়া জেলার মোহনপুরের ভমুয়ার গ্রামের বাসিন্দা ওই মহিলাকে ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা হাতিয়ে নেয় গ্রামেরই এক মাতব্বর। ঘরও হয়নি, টাকাও ফেরত পাননি পুটকওয়া দেবী নামে ওই মহিলা। বারবার ওই টাকা ফেরত চাওয়ায় রবিবার রাতে সুবেদার যাদব নামে ওই মাতব্বর কেরোসিন ঢেলে ওই মহিলার গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। কাল গয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে পুটকওয়া দেবীর। পুলিশ জানিয়েছে, ২০০৮ সালে ইন্দিরা আবাস যোজনায় টাকা পেয়েছিলেন ওই মহিলা। গ্রামের মাতব্বর সুবেদার যাদব ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার কাছ থেকে সব টাকাটাই হাতিয়ে নেয়। কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর তৈরি না হওয়ায় বারবার টাকা চেয়েও তা ফেরত পাননি পুটকওয়া দেবী। এ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত। শেষ পর্যন্ত রবিবার রাতে সুবেদার তার দুই ভাইপো যোগেশ এবং মুকেশকে সঙ্গে নিয়ে পুটকওয়া দেবীর বাড়িতে যায়। মহিলার স্বামী বরহান মাঝি কাজের সূত্রে বাইরে থাকেন। তাঁদের চারটি সন্তান। ওই রাতে চার শিশুসন্তানকে ঘর থেকে বের করে দিয়ে সুবেদাররা তিন জন মিলে মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন পুটকওয়া। তাঁকে গয়ার হাসপাতালে ভর্তি করিয়ে চম্পট দেয় সুবেদার ও তার দুই ভাইপো।

নৌকা উল্টে মৃত্যু ৫ পড়ুয়ার
অসমের মরিগাঁও জেলায় আজ সকালে দু’টি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ৫ ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ ২ জন। পুলিশ জানায়, আজ সকাল ৮টা নাগাদ মায়াং থানা এলাকার অন্তর্গত ভালুকাজুরিতে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকজনকে উদ্ধার করলেও তিনজন ছাত্র তলিয়ে যায়। এরপর পৌনে ৯টা নাগাদ একই থানায় বুরগাঁও পাটেকিবরি এলাকায় উল্টে যায় আর একটি নৌকা। এই নৌকায় ছিল বুরগাঁও হাইস্কুলের ১১ জন ছাত্রছাত্রী। ৭ জনকে উদ্ধার করা গেলেও চার জন ভেসে যায়। উদ্ধারকার্যে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্টোগপূর্ণ আবহাওয়ার দোহাই দিয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করতেই দেরি করেছে। সন্ধ্যা অবধি চেষ্টা চালিয়ে উদ্ধার করা হয়েছে দুই ছাত্রী ও তিন ছাত্রের দেহ। এদের মধ্যে সৈয়দ ফরিদ (৫), নূর জামান (৮) ও সামসুমা নেসা (৬) কুটুয়াহোটা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী। বাকি দুইজন, হাবিবুর রহমান ও আখতারা বেগম ভালুকাজুরি প্রাথমিক স্কুলে পড়ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বন্যার তোড়ে রাস্তা ভেসে যাওয়ায় ছাত্রছাত্রীরা নৌকাতেই যাতায়াত করছিল। দুটি নৌকার মাঝিও ছিল কিশোর। তারা তীব্র জলের টান ও হাওয়ায় নৌকার নিয়ন্ত্রণ রাখতে পারেনি।

ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু
জামতাড়ার মিহিজামে আজ দুপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম সাইকেলের আরোহী আরও দুজন। ক্ষিপ্ত জনতা জামতাড়া-মিহিজাম রোড অবরোধ করে। সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলে। জামতাড়ার পুলিশ সুপার সুনীল ভাস্কর জানান, এ দিন বেলা একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মারা যান দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, মিহিজামের আমুই এবং ঢেঁকিপাড়ার মাঝামাঝি পিছন থেকে ছুটে আসা একটি ট্রাক দুটি সাইকেলকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর খালাসি এবং চালক পলাতক।

জিপ-অটো সংঘর্ষে মৃত ৩ জামুইয়ে
পুলিশের জিপগাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। জখম সাত পুলিশ কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে কাল রাতে বিহারে জামুই জেলায় ইসলামপুর মোড়ের কাছে। ডিএসপি (সদর) মহম্মদ আবদুল্লা আজ জানান, কাল জামুইয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভা ছিল। পুলিশের ওই জিপটি সভা শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ছেড়ে ফিরছিল। উল্টোদিক থেকে আসছিল অটোটি। সন্ধ্যা নেমে যাওয়ায় দু’টি গাড়ির চালকই ঠাহর করতে পারেননি মুখোমুখি এসে গিয়েছে গাড়ি দু’টি। ফলে জিপ ও অটোর মধ্যে ঘটে মুখোমুখি সংঘর্ষ। তাতেই মৃত্যু হয় অটোচালক বীরেন্দ্র ও অটোর দুই সওয়ারির। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনার পরে আজ সকালে স্থানীয় অধিবাসীরা মৃতদের ক্ষতিপূরণের দাবিতে সিকান্দারা-জামুই সড়ক অবরোধ করেন। জেলা আধিকারিকদের আশ্বাস পাওয়ার পরে অবরোধ ওঠে।

জেলে তল্লাশি, মিলল সেলফোন
হাজারিবাগ সেন্ট্রাল জেলে তল্লাশি চালিয়ে বন্দিদের কাছ থেকে উদ্ধার করা হল পাঁচটি মোবাইল সেট, কিছু সিমকার্ড এবং আপত্তিকর নানা কাগজপত্র। জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের ধারণা, কারাকর্মীদের একাংশের সঙ্গে রীতিমতো দহরম মহরম আছে কিছু বন্দির। না হলে জেলের মধ্যে এ সব জিনিস ঢুকতে পারে না। কী ভাবে বন্দিদের হাতে সিম-সহ মোবাইল সেট এবং আপত্তিকর কাগজপত্র পৌঁছল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন হাজারিবাগ সেন্ট্রাল জেলের আধিকারিকেরা। জেলের আধিকারিকদের কাছে সমস্ত ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

রাঁচিতে বাস উল্টে জখম ৫০ জন
রাঁচির বুটি মোড়ে আজ ভোরে যার্ত্রীবোঝাই বাস উল্টে জখম হয়েছেন চালক-সহ ৫০ জন যাত্রী। পুলিশ জানায়, আহতদের সাতজনের মাথায় চোট লেগেছে। তাদের চিকিৎসা চলছে রাঁচির রিমস-এ। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ভোর সাড়ে চারটা নাগাদ দুঘর্টনাটি ঘটে। রাঁচির পুলিশ সুপার (শহর) বিপুল শুক্ল জানান, বাসের যাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা। ওড়িশা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন যাত্রীরা।

ফের বিক্ষোভ নীতীশের সভায়
বাড়তি নিরাপত্তা ছিল। কিন্তু, তা সত্ত্বেও বিক্ষোভকারীদের চপ্পল, চেয়ারের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। আজ এই ঘটনা হয়েছে বিহারের নওয়াদায়। আগে নীতীশের অধিকার যাত্রায় একের পর এক বিক্ষোভ হয়েছে। পার্শ্বশিক্ষকেরা নিয়মিত শিক্ষকদের সমান বেতন পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর সভায় বিক্ষোভ প্রদর্শন করছিলেন। মধেপুরা ও খগাড়িয়ায় চপ্পল ও ইটপাটকেলের মুখে পড়েছিলেন নীতীশ। তার পরই সতর্ক হয় পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পরবর্তী সভায় কালো জামা বা কালো ছাতা নিয়ে আসাও নিষিদ্ধ করা হয়। আজ অধিকার যাত্রায় নওয়াদা জেলায় যান নীতীশ। বক্তৃতা শেষ করে তিনি মঞ্চ থেকে নামার সময়ে চেয়ার ও চপ্পল ছোড়া হয়। এক জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের পিছনে বিরোধীদের হাত রয়েছে বলে অভিযোগ প্রশাসনের।

কৃষক আত্মহত্যার হার কমছে: পওয়ার
দেশে কৃষকদের আত্মহত্যার হার কমছে। আজ এই দাবি করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার। তাঁর দাবি, ফসল নষ্ট হওয়ার মতো কারণে ২০০৬ সালে ১,০৩৫ জন কৃষক আত্মঘাতী হন। ২০০৮ সালে সংখ্যাটি কমে দাঁড়ায় ৮০০ জনে। ২০১২ সালে সংখ্যাটি এখনও পর্যন্ত ১৬৮ জন। অন্ধ্রেও কমেছে আত্মঘাতী কৃষকের সংখ্যা।

বিস্ফোরণে জখম তিন জওয়ান
মেরি কমের সংবর্ধনা সভায় যোগ দিতে আসার পথে বিস্ফোরণে জখম হলেন তিন বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে মণিপুরের ইম্ফলে। পুলিশ জানায়, ইম্ফল-ডিমাপুর রোডে লুয়াংসাংবাম মায়াই লেইকাই এলাকায় রাস্তায় বিস্ফোরক পুঁতে রেখেছিল জঙ্গিরা। বিএসএফ-এর কনভয় ওই এলাকা পেরনোর সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ধর্ষিতার বাড়িতে সনিয়া-হুডা
একের পর এক ধর্ষণের অভিযোগ নিয়ে বিপাকে পড়েছে হরিয়ানার কংগ্রেস সরকার। ধর্ষণের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে চক্রান্তের অঙ্গ বলেও দাবি করেছে হরিয়ানা কংগ্রেস। কিন্তু, আজ এক আত্মঘাতী ধর্ষিতার মহিলার বাড়িতে দাঁড়িয়ে ‘বর্বর’ অপরাধের উপযুক্ত শাস্তি চাইলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। আজ সকালে জিন্দের সাচা খেরা গ্রামে এক মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে যান সনিয়া। ওই দলিত মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন তিনি। সনিয়ার মতে, এই ধরনের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত। সাচা খেরার পরিবারটিকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ধর্ষণ আটকাতে বাল্যবিবাহ চালু করার পক্ষে সওয়াল করেছিল খাপ পঞ্চায়েতের এক সদস্য। সেই মন্তব্যকেও গুরুত্ব দিতে রাজি হননি সনিয়া। দিল্লি থেকে জিন্দ গাড়িতে সাড়ে তিন ঘণ্টার পথ। সনিয়া আসার আগে দলিত পরিবারটির বাড়িতে আনা হয় মাদুর ও খাটিয়া। যথা সম্ভব পরিচ্ছন্ন করে ফেলা হয় চার দিক। কংগ্রেস নেত্রী চলে যাওয়ার পরে অবশ্য দ্রুত উধাও হয়ে যায় মাদুর আর খাটিয়াগুলি। ঘটনার পরে ওই পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ বা সময় পাননি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা। আজ সনিয়ার সফরের সময়ে অবশ্য হাজির ছিলেন তিনি।

সংস্কারকে স্বাগত মার্কিন অর্থসচিবের
নয়াদিল্লিতে পা দিয়ে ভারতের সংস্কারকে স্বাগত জানালেন টিমোথি গেইথনারও। মার্কিন অর্থসচিবের দাবি, এর ফলে ভারতের অর্থনীতির প্রতি আস্থা ফিরবে অন্যান্য দেশের। গত বেশ কয়েক মাসে এস অ্যান্ড পি এবং ফিচের মতো মূল্যায়ন সংস্থাগুলি ভারতের আর্থিক বৃদ্ধি শ্লথ হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। সংস্কার কার্যকর হলে সেই আশঙ্কা কেটে যাবে বলে এ দিন আশা প্রকাশ করেন গেইথনার।

সম্মান রক্ষার্থে খুন দিল্লিতে
সম্মান রক্ষার্থে খুন এ বার খাস রাজধানীতে। প্রতিবেশীর সঙ্গে পালিয়ে গিয়েছিল একটি মেয়ে। পরিবারের চাপে ঘরে ফিরলে ঝগড়া বাধে ভাইয়ের সঙ্গে। দিদির বুকে ছুরি বসিয়ে পালিয়ে যায় ভাই।

ভর্তুকির দায়
ওএনজিসি-সহ ৩ তেল সংস্থাকে ব্যারেলে ৫৬ ডলার ভর্তুকির দায় বওয়ার জন্য দিতে হবে, জানাল কেন্দ্র। ব্যারেল ১০০ ডলারে বিক্রি হলে ৪৪ ডলার রাখতে পারবে তারা।

২৪ ঘণ্টা বিদ্যুৎ
আগামী ৫ বছরের মধ্যে সব বাড়িতে ২৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকবে, আশ্বাস প্রধানমন্ত্রীর। সস্তাও হবে বিদ্যুৎ। গ্রামে গ্রামে রান্নার গ্যাস পৌছে দেওয়ারও পরিকল্পনা তাঁর।

কাবেরী সমস্যা
কাবেরী নদীর জল ছাড়া বন্ধ করায় কর্নাটকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার সিদ্ধান্ত নিল তামিলনাড়ু। কর্নাটককে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

অবিশ্বাস্য রক্ষা
অবিশ্বাস্য ভাবে বেঁচে গেলেন ২৫ জন। নীলগিরির পাহাড়ি রাস্তার দেওয়ালে ধাক্কা মারে একটি বাস। গভীর খাদের সামনে ঝুলন্ত বাস থেকে সাবধানে নেমে পড়েন যাত্রীরা।

মাংসে পোকা
মাংসের একটি পদে মরা পোকা পাওয়া গিয়েছিল মার্কিন বহুজাতিক রেস্তোরাঁয়। খাদ্য সুরক্ষা বিভাগে অভিযোগ জানান ক্রেতা। বন্ধ করা হয়েছে রেস্তোরাঁটি।

ট্রেনে কাটা
সামালকোট স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন এক মহিলা ও তাঁর ২ বছরের মেয়ে। ঘটনাটি আত্মহত্যার কিনা, অনুসন্ধান করে দেখছে পুলিশ।

নিরুদ্দেশ কন্যারা
২০০১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত নিরুদ্দেশ প্রায় ৩০ লক্ষ ভারতীয় কন্যা সন্তান। জনগণনার এক সমীক্ষা থেকে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য।

প্রহরাবিহীন ক্রসিং
মধ্যপ্রদেশের ভাজিপানি এলাকায় প্রহরাবিহীন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন ৩ জন। ট্রেন চলাচল ৪ ঘণ্টা বন্ধ ছিল।

গুলিতে হত ২ গারো জঙ্গি
মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে মেন্দিপাথারের গাইরং ওয়াগিসি এলাকায় পুলিশের গুলিতে দুই জিএনএলএ জঙ্গির মৃত্যু হল। পুলিশ জানায়, দুই জঙ্গি মোটরবাইকে চেপে যাচ্ছিল। তাদের ভাবগতিক সন্দেহজনক ঠেকায় পুলিশ তাদের থামতে বলে। কিন্তু, জঙ্গিরা গুলি চালিয়ে পালাতে গেলে গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.