চলন্ত বাস থেকে নামতে গিয়ে সেই বাসেরই চাকায় পিষ্ট হল এক স্কুলছাত্র। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বৌবাজার থানার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। ওই ছাত্রের নাম শরিফ জামাল (১৬)। তার বাড়ি জোড়াসাঁকোর শম্ভুনাথ চ্যাটার্জি লেনে। ফিয়ার্স লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল শরিফ। তার বাবা ফল ব্যবসায়ী। পুলিশ ও স্কুল সূত্রে খবর, এ দিন সকাল দশটা নাগাদ স্কুলেই অসুস্থ হয়ে পড়ে শরিফ। স্কুল-কর্তৃপক্ষ তার বাবা মহম্মদ জামালকে ফোন করে অসুস্থতার খবর জানান। জামাল এসে ছেলেকে কলাবাগানে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে বেরিয়ে শরিফ বাবাকে জানায়, তাকে ফের স্কুলে যেতে হবে। জামাল বলেন, “আমাকে ও বলে, এক বন্ধুর কাছে একটি দরকারি জিনিস রাখা রয়েছে। তাই স্কুলে ফিরতে হবে। তবে কী জিনিস, বলেনি।” পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার জন্য সে এস-১১ রুটের একটি সরকারি বাসে ওঠে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সামনে চলন্ত বাস থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে পিছনের চাকায় পিষে যায়। মেডিক্যাল কলেজে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্য দিকে, এ দিনই ভি আই পি রোডে তেঘরিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। মৃতার নাম মনোয়ারা বিবি(৪০)। পুলিশ জানায়, ওই মহিলা বিমানবন্দরের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে। গাড়ি-সহ চালক পলাতক।
|
নতুন পুজোয় টিকবে না পুলিশি আপত্তি |
কলকাতার কোনও এলাকায় নতুন করে দুর্গাপুজোর আয়োজনে পুলিশ আপত্তি করতে পারে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ঠাকুরপুকুরের একটি ক্লাব সেখানকার থানা সংলগ্ন এলাকায় ফাঁকা মাঠে এ বছরই প্রথম পুজো করার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে। আবেদনপত্রের প্রতিলিপি তারা এলাকার কাউন্সিলরকেও দেয়। কাউন্সিলর সেটি থানায় পাঠিয়ে দেন। কিন্তু পুলিশ সেই ব্যাপারে ক্লাবকর্তাদের কিছু জানায়নি। পুজো এসে গেলেও মণ্ডপ তৈরি করা যাচ্ছিল না। এই অবস্থায় ওই ক্লাবটি হাইকোর্টে মামলা করে। মঙ্গলবার মামলার শুনানির শেষে বিচারপতি দীপঙ্কর দত্ত পুলিশ কমিশনারকে ওই আবেদনপত্র বিবেচনা করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ, যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার কোনও অফিসারকে দিয়ে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। দেখতে হবে, ওই অফিসার যাতে ঠাকুরপুকুর থানার দ্বারা প্রভাবিত না-হন। এমনকী ঠাকুরপুকুর থানার আইসি পর্যবেক্ষণ করে যে-রিপোর্ট দিয়েছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারের তা দেখারও দরকার নেই। হাইকোর্ট আরও বলেছে, নতুন পুজোর জন্য যদি আইনশৃঙ্খলার সমস্যা হয়, তা হলে অন্য কথা। শনিবারের মধ্যে পুজো কমিটির আবেদন বিবেচনা করে সংগঠকদের জানাতে হবে। পুলিশ যদি পুজোর অনুমতি না-দেয়, তা হলে ঠেক কোন কারণে দেওয়া হল না, তা-ও জানাতে হবে হাইকোর্টকে।
|
টেলিফিল্ম অ্যাকাডেমি রাজারহাটে |
রাজ্যে একটি সরকারি টেলিফিল্ম অ্যাকাডেমি তৈরি হচ্ছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, রাজারহাটে হবে ওই অ্যাকাডেমি। সেখানে টেলিফিল্ম নিয়ে পড়াশোনা ও হাতেকলমে টেলিফিল্ম তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি ওই অ্যাকাডেমির জন্য গড়া উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। অরূপবাবু বলেন, “টেলিফিল্ম খুবই জনপ্রিয়। ভাল টেলিফিল্ম তৈরিও হচ্ছে। তার মান আরও ভাল করতেই এই প্রয়াস।”
|
বেহালার একটি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনল দ্বাদশ শ্রেণির ছাত্রী। রবিবার দায়ের করা অভিযোগে সে জানায়, শনিবার অধ্যক্ষের ঘরে গেলে তিনি দরজা বন্ধ করে অশালীন আচরণ করেন। বিষয়টি অস্বীকার করেছেন অধ্যক্ষ।
|
গেটের বাইরে ট্রলিতে পড়ে কালো পিঠ-ব্যাগ। তা নিয়ে বোমাতঙ্ক। মঙ্গলবার, কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরীণ বিল্ডিং-এর বাইরে। ব্যাগে মিলেছে খাবারের খালি কৌটো। কার ব্যাগ, জানতে পারেনি পুলিশ। |