অবশেষে আদালতের বাইরেই ব্যবসা নিয়ে আইনি বিবাদ মিটিয়ে নিলেন বিজয় মাল্য ও কে আর ছাবরিয়া। দেশের সমস্ত আদালত থেকে নিজেদের মামলা তুলে নিতে দু’পক্ষই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ছাবরিয়া গোষ্ঠী। এ জন্য মাল্যর ইউনাইটেড ব্রুয়ারিজ-কে ৮ কোটি টাকা দেবে তারা। হুইস্কির একটি ব্র্যান্ড-সহ ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ২০ বছর মামলা চলছিল দু’পক্ষের মধ্যে। এখন সমস্যা মেটায় ব্যবসা বাড়ানোয় মন দেওয়া যাবে বলে ছাবরিয়া গোষ্ঠীর কর্ণধার কিশোর ছাবরিয়ার দাবি।
|
আর্থিক সঙ্কট কাটাতে এয়ার ইন্ডিয়ার ঋণ পাওয়ার পথ সুগম করার জন্য এ বার তাদের গ্যারান্টার হবে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থাটিকে ইতিমধ্যেই বাজার থেকে ৭,৪০০ কোটি টাকা ঋণ নিতে অনুমতি দিয়েছে তারা। সংস্থার দাবি, ওই টাকা দিয়ে শোধ করা হবে বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া স্বল্পমেয়াদি ঋণ।
|
ভারতের বৃদ্ধির পূর্বাভাস প্রায় এক শতাংশ নামিয়ে আনল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। ২০১২ এবং ২০১৩ সালে তা যথাক্রমে ৪.৯ ও ৬ শতাংশ হবে বলে মনে করছে তারা। চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৫-৬ শতাংশের মধ্যে থাকবে বলেও তাদের দাবি। যা এপ্রিলের পূর্বাভাসের তুলনায় প্রায় এক শতাংশ কম।
|
দেশ জুড়ে বিতর্কের কেন্দ্রে কয়লা। এই শিল্পের সমস্যা নিয়ে বৃহস্পতিবার বণিকসভা অ্যাসোচ্যামের সঙ্গে যৌথ উদ্যোগে আলোচনা সভা আয়োজন করছে ফিনান্সিয়াল জার্নালিস্টস ক্লাব। থাকবেন কোল ইন্ডিয়ার সিএমডি এস নরসিংহ রাও, বিদ্যুৎ সচিব মলয় কুমার দে, অ্যাসোচ্যামের ডিরেক্টর জেনারেল ডি এস রাওয়াত প্রমুখ।
|
পুজো উপলক্ষে আইসক্রিমের নয়া সম্ভার আনল মাদার ডেয়ারি। তা জনপ্রিয় হবে বলে কর্তা শুভাশিস বসুর দাবি। |