অবশেষে অচলাবস্থা কাটতে চলেছে সাঁইথিয়া লাউতোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির। দীর্ঘদিন ধরে এই সমবায় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ, বহু লগ্নিকারি তাঁদের টাকা ফেরত পাননি। তারই জেরে সমবায় দফতর কয়েক মাস আগেই পুরনো পরিচালন সমিতির বোর্ড ভেঙে দিয়ে সেখানে স্পেশাল অফিসার নিয়োগ করে। গত রবিবার ওই সমবায়ের পরিচালন সমিতির নির্বাচন ছিল। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) কৃষ্ণকান্ত সরকার বলেন, “সমবায়ের অবস্থা ভয়ঙ্কর খারাপ। আগের বোর্ডের কয়েক জনের বিরুদ্ধে মামলা চলছে। এ বার পরিচালন সমিতির নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্দিষ্ট দিনে ৩১ জন মনোনয়ন পত্র তোলেন এবং ৩১ জনই জমা দেন। ফলে গত রবিবার ভোট হওয়ার কথা থাকলেও তার আর প্রয়োজন হয়নি।” দু’ মাসের মধ্যেই ওই ৩১ জনকে নিয়ে বোর্ড গড়া হবে। সাঁইথিয়া শহর তৃণমূলের সভাপতি মানস সিংহের দাবি, “এতদিন এই সমবায় সমিতি বামফ্রন্টের দখলে ছিল। এ বার আমরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছি।”
|
একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বারোদঘাটন ও বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বোলপুরের গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনে অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। |