টুকরো খবর |
জবর-দখলে ঢেকে যাছে পথ, যানজটে ফালাকাটা |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
একে দুর্বল ট্রাফিক ব্যবস্থা। তার উপরে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। ওই জাঁতাকলে আটকে পুজোর আগে তীব্র যানজটে নাকাল ফালাকাটাবাসী। কয়েকবার প্রশাসনকে জানিয়ে ফল না-মেলায় এবার সরব হয়েছেন তাঁরা। আলিপুরদুয়ারের এসডিপিও বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “ফালাকাটার ট্রাফিক ব্যবস্থা দ্রুত ঢেলে সাজানোর পরিকল্পনা হয়েছে।” ক্ষুব্ধ বাসিন্দারা জানান, শহরের ব্যস্ততম এলাকা নেতাজি রোড, পুরনো চৌপথী ও নতুন চৌপথীতে এক শ্রেণির ব্যবসায়ী দোকানের বাইরে শেড তৈরি করে রাস্তা দখল করছেন। জিনিসপত্র রাখছেন। বাধ্য হয়ে পথচারীদের ৩১ নম্বর জাতীয় সড়ক বা পূর্ত সড়কের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। নেতাজি রোডে পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তার উপরে যানবাহন রেখে কেনাকাটা করতে বাধ্য হচ্ছেন অনেকে। যানজটে ভোগান্তি বাড়ছে। যান সামলাতে রাস্তায় ট্রাফিক ইন্সপেক্টরের দেখা মেলে। কয়েকজন হোমগার্ড দায়িত্ব সামাল দিচ্ছেন। সন্ধ্যার পরে তাঁদেরও দেখা মিলছে না। জাতীয় সড়কে যত্রতত্র যাত্রী ওঠা নামা চলছে। ফালাকাটা হাই স্কুলের সামনে যানজট তীব্র হচ্ছে। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে সেখানে। ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেন বলেন, “পর্যাপ্ত কর্মী না থাকায় সমস্যা হচ্ছে। ফুটপাত দখলমুক্তির জন্য পঞ্চায়েতের সাহায্য প্রয়োজন।” ফালাকাটা-১ পঞ্চায়েত প্রধান পরেশ সরকার বলেন, “কয়েক দিনের মধ্যে পুলিশের সঙ্গে বসে ফুটপাত দখলমুক্ত করানোর অভিযান শুরু হবে।” ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ দত্ত বলেন, “সমস্যার সমাধান হলেই ভাল।”
|
ভর্তুকি চেয়ে বাম বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বছরে ১২টি গ্যাস সিলিণ্ডারে ভর্তুকির দাবি করে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। সোমবার সকাল ১১টা থেকে প্রায় দুই ঘন্টা ধরে মাটিগাড়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসি) অফিসের সামনে। প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখানে মিছিলও করা হয়। বিক্ষোভের পরে সিপিএমের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক জীবেশ সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আইওসি’র শিলিগুড়ি অফিসের কর্তাদের কাছে স্মারকলিপি জমা দেন। তাঁরা স্থানীয় কিছু সমস্যার কথাও তুলে ধরেন। বাম নেতাদের অভিযোগ, গ্যাসের মূল্যবৃদ্ধি যেভাবে করা হয়েছে তাতে সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ৬টি গ্যাস সিলিণ্ডারের উপরে ভর্তুকি দেওয়া হচ্ছে অথচ বছরে একটি পরিবারের ১২টি সিলিণ্ডার প্রয়োজন। বেশ কিছু রাজ্য সরকার অতিরিক্ত ৩টি সিলিণ্ডারের উপরে ভর্তুকি দিচ্ছে অথচ তৃণমূল সরকার কেন তা দিচ্ছে না সে প্রশ্ন তুলেছেন বাম নেতারা। এ ছাড়া গ্যাসের সিলিণ্ডার পাওয়া নিয়ে হয়রানি এবং অনলাইনে বুকিং নিয়েও সমস্যার কথা জানিয়েছেন তারা। বর্তমানে ভতুর্কিযুক্ত গ্যাস সিলিণ্ডার ৬টি পাওয়া যাবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সে সংখ্যা বাড়িয়ে ১২টি করার দাবি জানিয়েছেন বাম নেতারা। অশোকবাবু বলেন, “গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকার দায় এড়াতে পারেন না। তারা ৩৬ মাস কেন্দ্রীয় সরকারে শরিক ছিলেন। এ ছাড়া বেশ কিছু রাজ্যে গ্যাস সিলিণ্ডারের উপর ভতুর্কি দিচ্ছে তৃণমূল কেন তা দেবেন না।” জীবেশবাবু বলেন, “ভর্তুকির দাবিতে লাগাতার আন্দোলন করা হবে।” মাটিগাড়ার আধিকারিকরা জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
তিস্তার চরে মিলল ইঞ্জিনিয়ারের দেহ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তিস্তায় গাড়ি দুর্ঘটনায় নিখোঁজ ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌমেন বন্দ্যোপাধ্যায়ের (৪০) দেহ পাওয়া গিয়েছে। সোমবার জলপাইগুড়ির কাঠামবাড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকায় তাঁর দেহ পাওয়া যায়। রবিবার মংপং থেকে ওই দুর্ঘটনায় নিখোঁজ রিয়াং ফাঁড়ির ওসি শিবসাগর ছেত্রীর দেহের খোঁজ পাওয়া যায়। দুর্ঘটনায় নিখোঁজ জিপের চালক গৌতম ছেত্রীর খোঁজ এখনও পাওয়া যায়নি। গত ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলার বৈঠক সেরে কালিম্পং শহর থেকে বাড়ি ফিরছিলেন ওসি। তাঁর সঙ্গে ছিলেন গৌতমবাবু। রম্ভি জিপ তিস্তায় পড়ে চালক সহ তিন জন নিখোঁজ হন। তার পর থেকে তিস্তায় টানা তল্লাশি চালাচ্ছে পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “নিখোঁজ ২ জনের জনের দেহ পাওয়া গিয়েছে। অপরজনের খোঁজে তল্লাশি চলছে।”
|
চালপাচারে ধৃত শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
মিড ডে মিলের চাল পাচারের অভিযোগে এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার রাতে ময়নাগুড়ির ঝাঝাঙ্গি এলাকা থেকে এক বস্তা চাল সহ ওই শিক্ষককে ধরা হয়। আটক করা হয়েছে শিক্ষকের ছোট গাড়ি। ধৃত শিক্ষকের নাম শ্যামল বসুনীয়া। তিনি চুড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের রথেরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই শিক্ষক এ ভাবে এর আগেও মিড ডে মিলের চাল বাইরে পাচার করতেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।” ময়নাগুড়ির অবর বিদ্যালয় পরিদর্শক সর্বাণী দত্ত অবশ্য ওই বিষয়ে কিছু জানাতে পারেননি। তিনি বলেন, “ওই বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।” রবিবার রাতে শ্যামলবাবু নিজের গাড়িতে এক বস্তা চাল তুলে ঝাঝাঙ্গি এলাকায় বিক্রি করতে যান।
|
বিসর্জনে অনুমতি, ক্ষুব্ধ পুজো কমিটি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুজোর অনুমতি দিতে বিসর্জনে ব্যবহার গাড়ির নম্বর আগাম চাওয়ায় ক্ষুব্ধ বেশ কয়েকটি পুজো কমিটির কর্মকর্তা। গত রবিবার থেকে বাঘাযতীন পার্কে ক্যাম্প করে শিলিগুড়ির কমিশনারেট এলাকার পুজোগুলির অনুমতি দেওয়ার কাজ শুরু করা হয়। বেশ কয়েকটি পুজো কমিটির অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রায় ব্যবহার করা গাড়ির নম্বর এখনই চাওয়া হচ্ছে। ফলে এখন গাড়ি খুঁজতে বেরোতে হচ্ছে তাদের। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “বিষয়টি দেখা হচ্ছে।”
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রিচা জয়সওয়াল (১৭)-এর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবি করে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা কংগ্রেস। সোমবার দুপুরে তারা শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পালের কাছে ওই স্মারকলিপি দেয়। ৭ সেপ্টেম্বর ফুলেশ্বরী বাজারের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী রিচার।
|
দালাল দৌরাত্ম্য |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ফালাকাটা স্টেশনে দালালদের দৌরাত্ম্যে তৎকাল টিকিট কাটতে এসে নাজেহাল হওয়ার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। অভিযোগ, প্রতিদিন সকাল থেকে একাংশ দালাল বেনামে প্রচুর তৎকাল টিকিট কাটছেন। স্টেশন মাষ্টার পার্থসারথি রায় বলেন, “কারা দালাল তা আমাদের পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। তবুই বিষয়টি দেখছি।”
|
প্রতারণার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কসমেটিক বিক্রির সরঞ্জাম দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার আশ্রমপাড়া এলাকায়। ধৃতদের নাম বাপ্পা আলম এবং পবনকুমার মিস্ত্রি। তাদের বাড়ি চোপড়ায়। |
|