তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে মারধর করার অভিযোগে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত লক্ষ্মীকান্ত বাউরির বাড়ি রঘুনাথপুরের উখারডাঙ্গা গ্রামে। রবিবার দুপুরে তাঁকে ধরার পরে সোমবার রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে জামিনে ছাড়া পান ওই সিপিএম কর্মী।
মারধরের ঘটনায় সিপিএমের খাজুরা লোকাল কমিটির সম্পাদক আশিস মুখুটি-সহ আরও পাঁচ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে খাজুরা পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য তারাপদ বাউরির স্ত্রী। স্থানীয় কিছু তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে সিপিএম-ও। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মধুতটি গ্রামে রবিবার সিপিএমের কৃষকসভার সম্মেলন হচ্ছিল। তারাপদবাবুর স্ত্রী উর্মিলাদেবীর অভিযোগ, সম্মেলনে আসা কয়েক জন সিপিএম কর্মী পুকুর ঘাটে তাকে উদ্দেশ করে কটূক্তি করে। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গ্রামে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা পুলিশকর্মীদের ঘেরাও করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। রঘুনাথপুর ১ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদীপ মাজি বলেন, “সিপিএম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের পঞ্চায়েত সদস্যের স্ত্রীর উপরে হামলা করেছে। আমাদের কর্মীরা সংযম দেখানোয় সংঘর্ষ হয়নি।” অভিযোগ অস্বীকার করে সিপিএম নেতা আশিসবাবু বলেন, “ঘটনার সাথে রাজনৈতিক কোনও যোগাযোগই নেই। যখন ঘটনা ঘটে, সেই সময় আমরা সম্মেলনের জায়গায় ছিলাম।” তাঁর দাবি, লক্ষ্মীকান্তকে তৃণমূলের কর্মীরাই সম্মেলনের স্থান থেকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। পাশাপাশি ওই মহিলাকে মারধরের ঘটনায় এলাকারই কিছু তৃণমূল সমর্থক জড়িত বলে দাবি সিপিএমের। |