কাল উপনির্বাচন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, প্রস্তুতি তুঙ্গে


দুই প্রধান প্রতিদ্বন্দ্বী
মোজাফ্ফর হোসেন
নবগ্রামের শিবপুরের বাসিন্দা মোজাফ্ফর হোসনের স্কুল জীবনে বাম রাজনীতিতে হাতেখড়ি। নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি হন। ১৯৯৬ সালে বিধানসভা ভোটে কংগ্রসের জেলবন্দি অধীর চৌধুরির কাছে বিপুল ভোটে পরাজিত হন তিনি। সিপিএমের সর্বক্ষণের কর্মী মোজাফ্ফর রাজ্য কমিটির সদস্য। বামফ্রন্টের জামানায় রাজ্য আদিবাসী ও লোকসংস্কৃতির পরিষদের সম্পাদক ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রি-ইউনিভার্সিটি পাশ মোজাফ্ফরের স্ত্রী হামিদা বেগম রাজ্য সরকারের কর্মী। একমাত্র ছেলে কলকাতার একটি কলেজে ইংরাজি অনার্সের ছাত্র। এই প্রথম লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন মোজাফ্ফর।
অভিজিৎ মুখোপাধ্যায়
জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি। প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ ‘বাবুদা’ নামেই বেশি পরিচিত। ১৯৮৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। প্রথমে মারুতি, পরে ভেল ও সেল প্রভৃতি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করেছেন ২৬ বছর। স্ত্রী চিত্রলেখার সঙ্গে বিয়ে হয় ১৯৮৪ সালের ১৪ জুলাই। তাঁদের এক পুত্র ও এক কন্যা। ২০১১ সালে চাকরিতে ইস্তফা দিয়ে রাজনৈতিক জীবন শুরু নলহাটি বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে। ১৯৬৭ সাল থেকে ৪৪ বছর ফরওয়ার্ড ব্লকের দখলে থাকা নলহাটি আসনে তিনি জয়ী হন ১৬১৬০ ভোটের ব্যবধানে। বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তাঁর শূন্য আসন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।

প্রশাসনিক ব্যবস্থা
• ৭১৬টি বুথ স্পর্শকাতর হলেও আধা সামরিক বাহিনী থাকবে ১৩৪টি বুথে।
• ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ২৭৯টি বুথে মাইক্রো অবজারভার থাকবেন।
• ৪২টি বুথে ভিডিও ক্যামেরা রাখা হবে। ৬০টি বুথে স্টিল ক্যামেরা থাকবে।
পর্যবেক্ষক
• এসএম মারকুণ্ডে, সাধারণ পর্যবেক্ষক (সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি): ৯৪৩৪১১১৫৬১ ফ্যাক্স: ০৩৪৮৩-২৩৭০২৬
• পরমানন্দ ঝা, সাধারণ পর্যবেক্ষক (লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম): ৯৪৩৪১১১৫৬২
• পেরুমাল দেবরাজ (ব্যয় পর্যবেক্ষক): ৯৪৩৪১১১৫৬০
কন্ট্রোল রুম
১৮০০৩৪৫৩২৩১ (টোল ফ্রি)


দেওয়াল লিখন শেষ পর্যন্ত কে পড়তে পারলেন? ভোটের ফল প্রকাশ হবে ১৩ অক্টোবর।


২০০৯ লোকসভা নির্বাচনে ২০১১ বিধানসভা নির্বাচনে
বিধানসভা কেন্দ্র
সুতি
জঙ্গিপুর
রঘুনাথগঞ্জ
সাগরদিঘি
লালগোলা
নবগ্রাম
খড়গ্রাম
ব্যবধান এগিয়ে
২২২৮৭ কংগ্রেস
২৫৮৫৫ কংগ্রেস
১৬৭৯০ কংগ্রেস
২৫৫৭৯ কংগ্রেস
১৩০২৭ কংগ্রেস
১৩০৬০ কংগ্রেস
১১৬৫৪ কংগ্রেস
ব্যবধান জয়ী
১৭৪০৯ কংগ্রেস
৬৩৩৬ কংগ্রেস
১৫৫৪০ কংগ্রেস
৪৫৭৪ তৃণমূল
১৬১৮৪ কংগ্রেস
৭৫৫৬ সিপিএম
৮৯৭০ কংগ্রেস

মুর্শিদাবাদের জেলাশাসক রাজীবকুমার মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর
শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণের জন্য যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই লোকসভা উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২,৪১,৭৬৮ জন। তার মধ্যে এপিক কার্ড দেওয়া হয়েছে ৯৯.৮% জনকে। যাঁদের এপিক কার্ড নেই, তারা নিজেদের ফটো যুক্ত পরিচয়পত্র (উদাহরণ: ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাশপোর্ট প্রভৃতি) দেখালে ভোট দিতে পারবেন। মোট ১৫৩০টি বুথে ভোটগ্রহণ হবে। স্পর্শকাতর বুথ ৭১৬টি। উপনির্বাচন উপলক্ষে ১৪৪টি জায়গায় ১০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি বুথে সেন্ট্রাল আর্মড ফোর্স নিরাপত্তার দায়িত্বে থাকবে। ৩৯টি আরটিএ মোবাইল ভ্যান ১৭০টি সেক্টরে ঘুরবে। প্রতি থানায় হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের পাশাপাশি কুইক রেসপন্স টিমও রাখা হয়েছে। ভোটগ্রহণপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ৩২ জন ইন্সপেক্টর, ১৫ জন ডিএসপি এবং ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে।

ভোটের ফল সম্পর্কে কী ভাবছেন
• জয় সম্পর্কে যথেষ্ট আশাবাদী। সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে। গত ৮ বছর কোনও কাজ হয়নি। দ্রব্যমূল্য লাগামছাড়া। মানুষ এটা বুঝেছে।
• জয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত। বাবার অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্যেই প্রার্থী হয়েছি। উন্নয়নই আমার জয়কে সুনিশ্চিত করবে।
• দেওয়াল লিখন শেষ পর্যন্ত কে পড়তে পারলেন? ভোটের ফল প্রকাশ হবে ১৩ অক্টোবর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.