ক্রিকেটে আবার গড়াপেটা বিতর্ক। ক্রিকেটাররা নয়, এ বার কাঠগড়ায় আম্পায়াররা। একটি ভারতীয় টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়েছে, শ্রীলঙ্কা-পাকিস্তান-বাংলাদেশের ছ’জন আম্পায়ার অর্থের বিনিময়ে টিম এবং পিচ সংক্রান্ত গোপন খবর দেওয়ার পাশাপাশি ইচ্ছে মতো এলবিডব্লিউ এবং কট বিহাইন্ড দিতেও তৈরি ছিলেন। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ওয়ার্ম ম্যাচের সঙ্গে জড়িত ছিলেন অভিযুক্ত এই আম্পায়াররা।
এই প্রসঙ্গে আইসিসি-র তরফে বলা হয়েছে, অভিযুক্ত আম্পায়াররা কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে ছিলেন না। আইসিসি এও বলেছে, তারা সংশ্লিষ্ট টিভি চ্যানেলের কাছ থেকে যাবতীয় প্রমাণ চায়। দোষ প্রমাণ হলে কঠোর শাস্তি হবে অভিযুক্তদের। |
স্টিং ১: বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ পরিচয় গোপন করে আসা টিভি রিপোর্টারদের বলেন, আন্তর্জাতিক থেকে শুরু করে যে কোনও ম্যাচ গড়াপেটা করতে তিনি প্রস্তুত। তাঁর আরও অভিযোগ, পাকিস্তানের নাসির জামশিদ নাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক ম্যাচ গড়াপেটা করেছেন।
স্টিং ২: শ্রীলঙ্কার প্যানেলে থাকা আম্পায়ার সাগর গালাগে ১৭ সেপ্টেম্বর ভারত-পাক ওয়ার্ম আপ ম্যাচে চতুর্থ আম্পায়ার ছিলেন। ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি পিচ রিপোর্ট, টস রিপোর্ট, দু’দলের প্লেয়িং ইলেভেন আগে ভাগে জানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গালাগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে আউট না হলেও ইমরান নাজিরকে আউট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বৃষ্টির কারণে ম্যাচটা হয়নি।
স্টিং ৩: পাকিস্তানের আম্পায়ার নাদিম ঘাউড়ি ভারতকে সব রকম সাহায্য করবেন বলেছিলেন। বদলে কালো টাকা চেয়েছিলেন।
স্টিং ৪: ১৭ সেপ্টেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ার্ম আপ ম্যাচে দু’দলের প্রথম এগারো-সহ যাবতীয় তথ্য ৫০ হাজার টাকার বিনিময়ে ফাঁস করতে রাজি হন শ্রীলঙ্কার আম্পায়ার মরিস উইনস্টন।
স্টিং ৫: শ্রীলঙ্কার আম্পায়ার গামিনি দিসানায়েকে ক্যামেরার সামনে বলেন, দাবি মতো টাকা পেলে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ করতে তৈরি। এমনকী এই আম্পায়ার এও বলেন, মদ এবং পিকনিকের লোভ দেখিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের কাছ থেকে যে কোনও রকম কাজ আদায় করা যায়।
স্টিং ৬: পাকিস্তানের আম্পায়ার আনিস সিদ্দিকিও একই ভাবে টাকার বিনিময়ে ভারতের পক্ষে সিদ্ধান্ত দিতে রাজি হয়ে যান। সিদ্দিকি এও বলেন, পাক বোর্ড কর্তাদের ‘ম্যানেজ’ করতে তাঁর সমস্যা হবে না।
স্টিং ৭: বাংলাদেশের আম্পায়ার শারফুদৌল্লাহর কাছেও ম্যাচ গড়াপেটার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু বাংলাদেশি আম্পায়ার পরিষ্কার জানিয়ে দেন, তিনি এর মধ্যে নেই।
|
তির যাঁদের দিকে |
নাদির শাহ: বাংলাদেশ। ৪০-এর বেশি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলিয়েছেন। ছ’টেস্টে টিভি আম্পায়ার।
সাগর গালাগে: শ্রীলঙ্কার প্রিমিয়ার প্যানেলের আম্পায়ার।
নাদিম ঘাউড়ি: পাকিস্তান। আইসিসি আন্তর্জাতিক প্যানেলের সদস্য।
মরিস উইনস্টন: শ্রীলঙ্কার প্রিমিয়ার প্যানেলের আম্পায়ার।
গামিনি দিসানায়েকে: শ্রীলঙ্কা।
আনিস সিদ্দিকি: পাকিস্তানের এলিট প্যানেলের সদস্য।
নাসির জামশিদ: পাকিস্তানের ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন নম্বরে নামতেন। |
|