টুকরো খবর |
এফডিআই নিয়ে প্রচারে কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
|
ছবি: তাপস ঘোষ। |
খুচরো ব্যবসায় বিদেশি পুঁজির উপকারিতা বোঝাতে সোমবার শ্রীরামপুরে এক আলোচনা সভার আয়োজন করল কংগ্রেস। পুরসভার টাউনহলে ওই সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা আবদুল মান্নান, হুগলি জেলা কংগ্রেস সভাপতি দিলীপ নাথ, অধ্যাপক সুমন মুখোপাধ্যায় প্রমুখ। প্রদীপবাবু বলেন, “খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে অন্যায় করছে।” তৃণমূল যদি এই বিরোধিতা থেকে সরে না আসে, তবে বাংলার মানুষ তাদের ‘ক্ষমা করবে না’ বলেও মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদীপবাবুর আক্ষেপ, দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে যখনই কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ হচ্ছে, কোনও না কোনও সরকার তার বিরোধিতা করছে। সভায় শ’দুয়েক কংগ্রেস কর্মী-সমর্থক এসেছিলেন।
|
স্কুলের বারান্দায় যুবকের মৃতদেহ |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
প্রাথমিক স্কুলের বারান্দা থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগের সালেপুরে। পুলিশ জানায়, গ্রামের প্রাথমিক স্কুলের বারান্দায় অভিজিৎ সানা (২৩) নামে ওই যুবকের গলায় দড়ি বাঁধা দেহ বসানো অবস্থায় ছিল। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। নির্দিষ্ট কারও নামে অভিযোগ হয়নি পুলিশের কাছে। দেহ ময়না-তদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিতের বাড়ি স্থানীয় মানিকপাট গ্রামে। তাঁর দেহের পাশ থেকে দু’টি মোবাইল ফোন, একটি মোটর বাইক উদ্ধার হয়েছে। পকেটে ছিল নগদ ১১ হাজার টাকা এবং এটিএম কার্ড। ডোঙ্গলে একটি টেলিকম সংস্থায় কাজ করতেন তিনি। মৃতের বাবা অকিন্তনবাবু বলেন, “কাজ থেকে প্রতি দিনের মতোই দুপুরে খেতে এসেছিল ছেলে। তারপর বিকেলের দিকে বেরোয়। রাতে ফেরেনি। মাঝে মধ্যেই বন্ধুবান্ধবদের সঙ্গে এ দিক ও দিক যেত। সে জন্য রাতে বিশেষ খোঁজ-খবরও করা হয়নি। তবে দু’টি ফোন বেজে যাওয়ায় দুশ্চিন্তা হচ্ছিল। সকালে খবর পেলাম ওর দেহ পাওয়া গিয়েছে স্কুলে। দেহ যে ভাবে ছিল, তাতে আত্মহত্যা বলে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন করেছি। এই ঘটনার পিছনে প্রণয়ঘটিত কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
হাসপাতালে হুজ্জতি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
হাসপাতালে ঢুকে এক আয়ার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সুপারকে তিনি হুমকি দেন বলেও অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ধনঞ্জয় ঘোষ নামে গোঘাটের কৃষ্ণপুরের বাসিন্দা ওই ব্যক্তিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা ১২টা নাগাদ ধনঞ্জয়বাবু আরামবাগ মহকুমা হাসপাতালে আসেন। সুপার নির্মাল্য রায়ের কাছে তিনি অভিযোগ করেন, হাসপাতালের এক আয়া তাঁকে ‘প্রেমের ফাঁদে’ ফেলে প্রায় ২ লক্ষ টাকা ধার নিয়েছেন। সেই টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে এবং ওই আয়াকেও হাসপাতাল থেকে তাড়াতে হবে বলে জোরজবরদস্তি শুরু করেন তিনি। সুপার তাঁকে পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ধনঞ্জয়বাবু তাঁকে ‘দেখে নেওয়া’র হুমকি দেন বলে অভিযোগ। নির্মাল্যবাবু ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। ওই আয়াকে সামনে পেয়ে তাঁকে গালিগালাজ করেন ধনঞ্জয়বাবু। এ দিকে, আয়ার তরফে কিছু লোকজন জুটে গিয়ে ধনঞ্জয়বাবুকে মারধর করেন বলেও অভিযোগ। ধৃত ব্যক্তি বলেন, “গত ন’বছর ধরে প্রেমের অভিনয় করে ওই মহিলা আমাকে আর্থিক ভাবে সর্বস্বান্ত করেছে।” অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ওই আয়া। সুপার বলেন, “হাসপাতালে আয়া বলেই কেউ নেই। রোগীর আত্মীয়া হিসাবে কিছু মহিলা কাজ করেন। তাঁদের কয়েক জনের বিরুদ্ধে নানা দুষ্কর্মের অভিযোগ আছে। তাঁদের হাসপাতালে ঢুকতে নিষেধ করা হচ্ছে।”
|
টোলপ্লাজা নিয়ে অচলাবস্থা কাটেনি |
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
ডানকুনি ও পালসিট টোলপ্লাজা নিয়ে অচলাবস্থা কাটল না সোমবারও। যদিও এ দিন শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। সেখানে হাজির থাকার থাকার কথা ছিল টোলপ্লাজা কর্তৃপক্ষের। কিন্তু তাঁদের কোনও প্রতিনিধি আসেননি। শ্রমমন্ত্রী পরে বলেন, “চুক্তি বদলাতে পারে। সংস্থা বদলাতে পারে। কিন্তু সে জন্য শ্রমিকদের কোনও ক্ষতি বরদাস্ত করা হবে না। আমরা বিষয়টির উপর নজর রাখছি।” গত রবিবার থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ডানকুনি এবং পালসিটে টোলপ্লাজায় টাকা (টোল) নেওয়া বন্ধ করে দেয়। এর ফলে ওই দুই টোলপ্লাজার ৩১০ জন কর্মী অনিশ্চয়তার মুখে পড়েছেন। পালসিটে আইএনটিটিইউসি ইউনিটের সভাপতি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। যে সংস্থা ওই দুই টোলপ্লাজায় টাকা আদায় করত, সোমবার তাঁদের প্রজেক্ট-ডাইরেক্টর কৃষ্ণ মুরারিকে মহাকরণে বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন মলয়বাবু। মহাকরণ সূত্রের খবর, কৃষ্ণবাবু মন্ত্রীকে জানিয়েছেন তিনি দিল্লিতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে তিনি বুধবার মহাকরণে মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এ দিকে, দু’জায়গাতেই কাজ হারানো শ্রমিকেরা রবিবার থেকে মঞ্চ বেঁধে অবস্থান করছেন আইএনটিটিইউসি-র নেতৃত্বে। সোমবার সকাল থেকে ডানকুনিতে সিটুও অবস্থানে বসেছে।
|
জাল টাকা-সহ দুষ্কৃতী গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
জাল টাকা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতের নাম রঞ্জিত সিংহ ওরফে কেলো। জেলা পুলিশের অফিসারেরা জানান, সম্প্রতি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র-সহ একাধিক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। তদন্তকারীদের দাবি, ওই দুষ্কৃতীরা জেরায় কেলোর নাম জানায়। তার পরেই রবিবার কেলোকে ধরেন শ্রীরামপুর থানার আইসি তথাগত পাণ্ডে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কেলোর বিরুদ্ধে খুন-সহ সমাজবিরোধীমূলক নানা অভিযোগ রয়েছে। তার দাদা শ্রীরামপুরের দাগি দুষ্কৃতী। বিভিন্ন সময়ে তারা রাজনৈতিক ছত্রছায়ায় ছিল বলে অভিযোগ। পুলিশের একাংশের সঙ্গেও ‘ঘনিষ্ঠতা’ ছিল বলে নালিশ আছে বহু মহলে।
|
কৃষি সমবায়ে জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
বামফ্রন্টকে হারিয়ে হুগলির বৈঁচির কৃষি সমবায় সিএডিপিএফএসসিএস-এর পরিচালন সমিতির ক্ষমতা দখল করল তৃণমূল। রবিবার ওই সমবায়ের নির্বাচন হয়। মোট ৪৪টি আসনের মধ্যে ২৩টি পায় তৃণমূল। ২১টিতে জেতে সিপিএম। প্রশাসন সূত্রের খবর, বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই ওই সমবায় বামেদের দখলে ছিল। অন্য দিকে, পাণ্ডুয়ার পাকরি কেদারময়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনেও সিপিএমকে হারিয়ে জিতেছে তৃণমূল। রবিবার ওই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন হয়। ৬টি আসনের প্রত্যেকটিতেই জয়লাভ করেন তৃণমূলের প্রার্থীরা।
|
চলচ্চিত্র উৎসব আরামবাগে |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আন্তর্জাতিক সমাজ-সংযোগ বিষয়ক চলচ্চিত্র উৎসব হল আরামবাগের মহকুমাশাসকের অফিসের প্রেক্ষাগৃহে। দু’দিনের প্রদর্শনীতে ১৭টি ছবি দেখানো হয়। শুক্রবার দেখানো হয়, ‘দ্য গ্লোবাল ডাস্ক’, ‘ইনকিউরেবল ইন্ডিয়া’, ‘লাইফ অ্যান্ড মেসেজ অফ স্বামী বিবেকানন্দ’ ইত্যাদি ছবি। শনিবার প্রদর্শিত হয় ‘পজিটিভ লিভিং’, ‘দ্য ওয়ে টু ডাস্টি ডেথ’, ‘ইচ্ছে’, ‘একটি কাকতালীয় গল্প’-সহ কিছু ছবি। সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। এই উৎসবে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অরিন্দম রায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস রায়, মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক ভাস্করজ্যোতি বেরা, আরামবাগ হাসপাতালের সুপার নির্মাল্য রায়, চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায় প্রমুখ।
|
সমবায় ব্যাঙ্ক বাঁচানোর পথ দেখাচ্ছে কোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার রামকৃষ্ণপুর কো-অপারেটিভ ব্যাঙ্কের টাকা তছরুপের তদন্ত এবং সেই সঙ্গে তার পুনরুজ্জীবনের সম্ভাবনা উজ্জ্বল হল। কলকাতা হাইকোর্ট ওই ব্যাঙ্কে লিকুইডেটর নিয়োগ করেছিল। কিন্তু সোমবার হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ বলে, আবেদনকারীরা রাজি থাকলে ব্যাঙ্কটিকে বাঁচিয়ে তোলা এবং তছরুপের দোষীদের চিহ্নিত করা দু’টি কাজই সমান্তরাল ভাবে চালানোর জন্য স্পেশ্যাল অফিসার নিয়োগ করা যায়। এ দিন এই মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ওই সমবায় ব্যাঙ্কের বিপুল অঙ্কের টাকার সন্ধান নেই। সঞ্চয়কারীরা টাকা পাচ্ছেন না। হাইকোর্টে মামলা হয়। কোর্ট ব্যাঙ্কের চেয়ারম্যানকে তদন্ত করতে বলে। তিনি বিশেষ কিছু করতে না-পারায় হাইকোর্ট লিকুইডেটর নিয়োগ করে। আবেদনকারীরা ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন। তাঁদের বক্তব্য, লিকুইডেটর নিয়োগ মানেই ব্যাঙ্কের মৃত্যু এবং তছরুপে অভিযুক্তেরা তাতে বেঁচে যাবেন। আজ, মঙ্গলবার অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই ব্যাঙ্কের ব্যাপারে চূড়ান্ত নির্দেশ দেবে।
|
মেলা গোঘাটে |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
শীতলা ও কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার মেলা বসে গোঘাটের বালিবাজারে। পাশাপাশি পাঁচটি গ্রামের বালক-বালিকাদের ভোজনের আয়োজন করে বাজার এবং মন্দির কমিটি। প্রসঙ্গত দুর্গাপুজোর দশমীর দিন অকাল রথের জন্য প্রসিদ্ধ ওই দেবীরা। ওই দিন গ্রামের হালদারপাড়া থেকে রথ এসে বালিবাজার মন্দির চত্বরেই সাত দিন থাকার রেওয়াজ রয়েছে দীর্ঘদিন ধরেই। বাজার কমিটির পক্ষে শ্রীমন্ত দত্ত বলেন, মন্দিরটি সংস্কার করেই নতুন মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে।
|
বিশেষ লঞ্চ |
সপ্তমী থেকে নবমী বেলুড় মঠে যাতায়াতে বিশেষ লঞ্চ চালাবে ভূতল পরিবহণ নিগম। সকাল ৮টা থেকে রাত ৮টা আধ ঘণ্টা অন্তর বাগবাজার-বেলুড় ও সকাল ১০টা থেকে ৫টা এক ঘণ্টা অন্তর হাওড়া-বেলুড় চলাচল করবে মোট ৮টি লঞ্চ।
|
ধৃত আরও এক |
হাওড়ায় পার্সেলবোমা বিস্ফোরণে সোমবার বুলবুল হালদার নামে আরও এক যুবক গ্রেফতার হল। এ নিয়ে ধৃত মোট পাঁচ জন। বুলবুলের বিরুদ্ধে অভিযোগ, সে-ই কৌটোয় বিস্ফোরক ভরে বোমাটি তৈরি করে। |
|