টুকরো খবর |
দিনভর প্রতিবাদ কুড়ানকুলামে
সংবাদসংস্থা • কুড়ানকুলান |
|
সমুদ্রেই বিক্ষোভ। কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সামনে। ছবি: রয়টার্স। |
নৌকো নিয়ে কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ প্রকল্পের সামনের সমুদ্রে সারা দিন ধরে বিক্ষোভ দেখালেন পরমাণু কেন্দ্রের বিরোধীরা। তিরুনেলভেলি ও কন্যাকুমারী থেকে আজ প্রচুর মৎস্যজীবী জড়ো হয়েছিলেন সেখানে। বিক্ষোভ সামাল দিতে প্রচুর নিরাপত্তা রক্ষী ও র্যাফ মোতায়েন করা হয়েছিল সরকারের তরফে। সমুদ্রে পাহারা দিতে রাখা হয়েছিল উপকূল রক্ষী বাহিনীর পাঁচটি লঞ্চও।বিক্ষোভকারীদের সমর্থনে আজ কুড়ানকুলামে দোকানপাট বন্ধ ছিল। সমুদ্রে মাছ ধরতে বেরোননি তুতিকোরিনের মৎস্যজীবীরা। পরমাণু কেন্দ্রের বিরোধিতার পাশাপাশি বিক্ষোভকারীরা এ দিন দাবি জানায়- গ্রাম থেকে সমস্ত পুলিশ সরিয়ে নিতে হবে, মিথ্যে অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তাড়াতাড়ি তাদের মুক্তি দিতে হবে। ‘পরমাণু শক্তি বিরোধী জনগণের আন্দোলন’-এর নেতা এস পি উদয়কুমার জানান, বিধানসভার অধিবেশন শুরু হলে ২৯ অক্টোবর চেন্নাইয়ে তাঁরা নতুন করে বিক্ষোভ দেখাবেন। কুড়ানকুলাম পরমাণু কেন্দ্র নিয়ে এলাকার মানুষের বিক্ষোভ চলছে বহু দিন ধরেই। জলে নেমে মানব শৃঙ্খল গড়েও প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। |
হরিয়ানায় ধর্ষণ নিয়ে মতভেদ কংগ্রেসেই
নিজস্ব প্রতিবেদন |
হরিয়ানায় দলিত মহিলাদের ধর্ষণ ও দলিতদের উপরে অত্যাচারের অভিযোগ নিয়ে মতভেদ দেখা দিল কংগ্রেসের মধ্যেই। এক মাসে ১১টি ধর্ষণের অভিযোগ নিয়ে উত্তপ্ত হরিয়ানা। হরিয়ানার কংগ্রেস সরকারের দাবি, রাজ্যের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করা হয়েছে। ধর্ষণের অভিযোগগুলি তারই অঙ্গ। কিন্তু, তফসিলি জাতি ও উপজাতি কমিশনের চেয়ারম্যান ও কংগ্রেস সাংসদ পি এল পুনিয়ার বক্তব্য, হরিয়ানা বলাৎকার প্রদেশে পরিণত হয়েছে। দলিতদের উপরে অত্যাচারে হরিয়ানা দেশে শীর্ষস্থানে বলে দাবি তাঁর। কাল ঝিন্দে এক দলিত মহিলার পরিবারের সঙ্গে দেখা করবেন সনিয়া গাঁধী। গণধর্ষণের পরে ওই মহিলা আত্মঘাতী হন বলে জানিয়েছে পুলিশ। সনিয়ার সফরের আগে কংগ্রেসে মতভেদ তাৎপর্যপূর্ণ বলে ধারণা রাজনৈতিক শিবিরের একাংশের। বিতর্ক বাড়িয়েছে খাপ পঞ্চায়েতের এক সদস্যের বক্তব্য। তাঁর দাবি, ধর্ষণ আটকাতে বাল্যবিবাহ চালু করা উচিত। |
বিজেপিকে নিয়েও প্রশ্ন কেজরিওয়ালের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বঢরা দম্পত্তির সম্পত্তি নিয়ে বিতর্কে বিজেপি-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতির বিরুদ্ধে কেজরিওয়ালের লড়াইয়ের প্রশংসা করে একটি চিঠি লিখেছিলেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার। ওই রাজ্যেও প্রিয়ঙ্কা গাঁধীর সম্পত্তি রয়েছে। শান্তা কুমারের বক্তব্য, ওই সম্পত্তি নিয়ে তাঁর কাছে পুরো তথ্য নেই। তবে সম্পত্তিটির দাম কয়েক কোটি টাকা। বিষয়টি নিয়ে কেজরিওয়ালের সরব হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কেজরিওয়াল বলেন, হিমাচলপ্রদেশে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাই প্রিয়ঙ্কার সম্পত্তি নিয়ে তথ্য পাওয়া তাদের পক্ষে সুবিধাজনক। |
জৈন মন্দির চত্বরেই নিহত প্রবীণ কর্তা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
অহিংস জৈন তীর্থক্ষেত্রে হিংসা। গিরিডির মধুবনে বিখ্যাত জৈন মন্দিরে কাল সন্ধ্যায় আততায়ীর গুলিতে নিহত হয়েছেন দিগম্বর জৈন তীর্থ কমিটির জেনারেল ম্যানেজার। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম প্রকাশচন্দ্র শর্মা (৮৩)। মধুবনে সান্ধ্যকালীন প্রার্থনা শেষ করে বেরিয়ে আসার পথে আততায়ীরা খুব কাছ থেকে তাঁকে একাধিক গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার তদন্তে নেমে খুনের কোনও সূত্র পুলিশ এখনও পায়নি। আজ বিকেলে গিরিডি জেলার পুলিশ সুপার ওঙ্কার অমল বেনুকান্ত বলেন, “কে বা কারা, কী উদ্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও অপরিস্কার। এই অবস্থায় খুনের সম্ভাব্য সমস্ত কারণই খতিয়ে দেখা হচ্ছে।” তবে একটি ব্যাপারে পুলিশ নিশ্চিত, হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। আততায়ীরা নিহত ব্যক্তির অপরিচিত নয় বলেও পুলিশের ধারণা। |
রাঁচিতে ধৃত তিন জাল ডিএসপি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জাল সার্টিফিকেট, নকল পানীয়, ভেজাল খাবারের পর এ বার রাঁচিতে ধরা পড়ল তিন জাল ডিএসপি। কাল রাতে নামকুমের কাছে নিজেদের ‘মোবাইল ডিএসপি’ পরিচয় দিয়ে রাস্তায় ট্রাক থামিয়ে টাকা আদায় করছিল সাদা পোশাকের তিন যুবক। তাদের চাহিদা মতো পাঁচ হাজার টাকা করে দিতে রাজি না-হওয়ায় তিনটি ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছ থেকে লাইসেন্স-সহ গাড়ির কাগজপত্র কেড়ে নেয় তারা। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ট্রাক চালকদের সঙ্গে স্বঘোষিত ওই তিন ডিএসপির তর্ক চলার সময় ঘটনাস্থলে হাজির হয় নামকুম থানার নৈশ টহলদারি ভ্যান। ধরা পড়েন তিন নকল ডিএসপি। |
দিল্লিতে শান্তি চুক্তি, কার্ফু হাফলঙে
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
দিল্লিতে ডিমাসা জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের ঠিক আগের রাতে, হাফলং শহর সাক্ষী রইল তিনটি গ্রেনেড বিস্ফোরণের। যার জেরে উদ্বিগ্ন প্রশাসন হাফলঙে কার্ফু জারি করল। বাড়ানো হয়েছে নজরদারিও। এ দিকে, আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে, অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ উপস্থিতিতে দুই ডিমাসা জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে, সাবেক উত্তর কাছাড় পার্বত্য জেলা তথা বর্তমান ডিমা হাসাও জেলায় প্রস্তাবিত স্বশাসিত পরিষদে ডিমাসা-অ-ডিমাসা প্রত্যেকেরই স্বার্থ সুরক্ষিত হবে। |
কনভয়ে বিস্ফোরণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আধা সেনার কনভয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটালো মণিপুরি জঙ্গিরা। তবে অল্পের জন্য বেঁচে গেল জওয়ানরা। আজ সকালে পশ্চিম ইম্ফলে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মোইদাংপক এলাকায় আসাম রাইফেল্স-এর কনভয়কে নিশানা বানানো হয়েছিল। |
সমঝোতায় মাদক, কার্তুজ
সংবাদসংস্থা • ওয়াঘা |
১০১ কেজি হেরোইন ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হল সমঝোতা এক্সপ্রেস থেকে। সোমবার ওয়াঘা সীমান্তেই আটক করা হয় এগুলি। লাহৌর থেকে দিল্লি আসছিল ট্রেনটি। |
জল বন্ধ
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
তামিলনাড়ুকে কাবেরী নদীর জল দেওয়া বন্ধ করল কর্নাটক। জল বণ্টন নিয়ে তীব্র বিবাদ চলছে দুই রাজ্যে। হস্তক্ষেপ করতে রাজি নন প্রধানমন্ত্রীও। |
দিল্লিতে গোলাগুলি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিনেদুপুরে গুলি চালিয়ে ডাকাতির চেষ্টা হল রাজধানীতে। জাকির হুসেন কলেজের কাছে। জনতা বাধা দিলে ডাকাতের গুলিতে নিহত হন ১ জন। জখম ১। |
হেরোইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পটনা |
কাল রাতে সীমাঞ্চল এক্সপ্রেস থেকে দেড় কিলোগ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। কাস্টমস্ দফতর সূত্রে খবর, বাজারে এর দাম অন্তত আট কোটি টাকা। আরারিয়া জেলার ফরবিসগঞ্জ স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে এই মাদক। |
জরুরি অবতরণ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী একটি বিমান যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে আমদাবাদে। ১০৭ জন যাত্রী-সহ ১১৫ জনের সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। |
|