টুকরো খবর
শিল্পী ও প্রযোজক বিবাদে রফার সূত্র
শিল্পী ও প্রযোজকদের মধ্যে গতকাল যে টানাপোড়েন শুরু হয়েছিল, তার রফাসূত্র মিলল। সোমবার সকালে প্রযোজক ও শিল্পী, দুই পক্ষই মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এক বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন দুই চ্যানেলের শীর্ষকর্তাও। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শিল্পীরা ঠিকমতো পারিশ্রমিক পাচ্ছেন কি না সে দিকে নজর রাখতে সাত সদস্যের এক কমিটি তৈরি হবে। এই সাত সদস্যের মধ্যে তিন জন প্রতিনিধি আর্টিস্ট ফোরামের, তিন জন প্রোডিউসারস গিল্ড এবং এক জন ফেডারেশনের। অরূপ বিশ্বাসের কথায়, “অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে যদি পারিশ্রমিক নিয়ে প্রযোজকদের মতানৈক্য হয় এই কমিটি তার মোকাবিলা করবে। মনে রাখতে হবে শু্যটিং কোনও মতেই বন্ধ করা যাবে না। আমরা বন্ধ সংস্কৃতির বিপক্ষে। আমরা চ্যানেলদের কাছেও তিনজন প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দিয়েছি। এটা হলে চ্যানেলকর্তারাও আমাদের সঙ্গে থাকবেন।” এই প্রতিনিধি দলে পরে চ্যানেলগুলির পক্ষ থেকেও তিন জন যোগ দেবেন বলে জানা গিয়েছে। আর্টিস্ট ফোরামের যুগ্ম সচিব দেবযানী চট্টোপাধ্যায় বলেন, “এই ধরনের কমিটি তৈরি হওয়ায় আমরা সঠিক দিকে এগোতে পারব বলে আশা করি। আমাদের এটা আরও ভাল লাগছে এই কারণে যে চ্যানেল কর্তৃপক্ষও প্রতিনিধি দলে থাকতে সম্মত হয়েছেন। অনেক সময়ই প্রযোজক শিল্পীদের টাকা দেন না। আর অজুহাত দেন যে চ্যানেল টাকা দিচ্ছে না। আশা করা যায় এই ধরনের বিশ্রি ঘটনা আর ঘটবে না।”

হাজতে প্রহার, সিপি-র তদন্ত রিপোর্ট তলব
এক অভিযুক্তকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে লালবাজারের গোয়েন্দা দফতরের বিরুদ্ধে। ওই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে তদন্ত রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য মানবধিকার কমিশন। সঞ্জীবকুমার জৈন নামে ওই অভিযুক্ত যুবকের প্রতিবন্ধী বাবা রতনচন্দ্র জৈন ও মা সুশীলাদেবীকে নিয়ে এপিডিআর-এর কয়েক জন প্রতিনিধি সোমবার রাজ্য মানবধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। কমিশন সূত্রের খবর, রতনবাবুর কাছ থেকে বিষয়টি শোনেন অশোকবাবু। তার পরে তিনি এই বিষয়ে তদন্ত করে ১০ দিনের মধ্যে একটি রিপোর্ট দিতে বলেন সিপি-কে। ৭ সেপ্টেম্বর বালির বাসিন্দা সঞ্জীবকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে ১২ কোটি টাকার শেয়ার প্রতারণার অভিযোগ রয়েছে। ন’দিন পুলিশি হাজতে থাকাকালীন ১৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে প্রথমে মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওই যুবক।

বিক্ষোভে কাজ বন্ধ
বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন পুলিশ ও পুরকর্তারা। বন্ধ হল কাজ। সোমবার, কড়েয়া থানা এলাকায়। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “সরকারি কাজে বাধাদানের অভিযোগ দায়ের হয়েছে।”

লুকিয়ে রেখে ধৃত
অভিযুক্তকে বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে সুহৃদ যাদব নামে এক ব্যক্তি বিহার থেকে গ্রেফতার হল। ৩ অক্টোবর এফ ডি ব্লকে একটি চুরিতে জড়িত ওই অভিযুক্ত, পরিচারক প্রমোদ যাদব। সোমবার সুহৃদের পুলিশি হেফাজত হয়।

তিন বন্দির অনশন
আলিপুর সেন্ট্রাল জেলে পিসিও বন্ধের প্রতিবাদে সোমবার থেকে অনশন শুরু করল আফতাব আনসারি ও তার দুই সঙ্গী। জেল সূত্রে খবর, বেসরকারি টেলিকম সংস্থার বুথটি লোকসানে চলায় সম্প্রতি বন্ধ করা হয়।

ব্যাগে মিলল হাড়
আবাসনের মাঠ পরিষ্কার করতে গিয়ে ব্যাগ-ভর্তি হাড়গোড় মিলল। সোমবার, মানিকতলা হাউজিংয়ের নিউ কমপ্লেক্সে। তদন্ত করছে পুলিশ।

আইনজীবী ধৃত
ভুয়ো নথিতে ঋণের অভিযোগে বরুণ দত্ত নামে ব্যাঙ্কের এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তিনি এক ব্যক্তিকে দু’কোটি টাকা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ।

নোট-বই
দেখতে বই। আসলে বাক্স। তাতে দেশি-বিদেশি নোট। ভারতীয় মুদ্রায় সাত লক্ষ টাকা। বিমানবন্দরে ধরা পড়ে গেলেন সৈয়দ আমির আব্দুল কাদির নামে এক ব্যবসায়ী।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.