তফসিলি নিয়োগে শিল্পকে সময়সীমা স্থির করতে আর্জি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তফসিলি জাতি ও উপজাতিদের আরও বেশি করে চাকরিতে নিতে বেসরকারি সংস্থাগুলিকে নির্দিষ্ট সময়সীমা স্থির করে এগোতে বলল প্রধানমন্ত্রীর দফতর। এ নিয়ে আজ এক বৈঠকে বণিকসভাগুলিকে একটি তথ্যভাণ্ডার তৈরি করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, শিল্পের কাছে তফসিলিদের বেসরকারি ক্ষেত্রে নিয়োগের আর্জি আগেই জানানো হয়। ইতিমধ্যেই তার সুফল মিলছে। প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পুলক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই বৈঠকে তফসিলি নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হয়। হাজির ছিলেন অ্যাসোচ্যাম, সি আই আই, ফিকি-র মতো বণিকসভা ও বিভিন্ন মন্ত্রকের প্রতিনিধিরা। সমাজের দুর্বল শ্রেণির মানুষের কর্মযোগ্যতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিও ফল দিচ্ছে বলে জানায় প্রধানমন্ত্রীর দফতর। |
পেট্রোলের দাম কমলো
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পেট্রোলের দাম কমলো। মধরাত্রি থেকেই নতুন দাম চালু হয়েছে। ইন্ডিয়ান অয়েল সূত্রে জানানো হয়েছে, দাম কমেছে লিটারে ৫৬ পয়সা। কিন্তু করের হিসেব ধরে কলকাতায় দাম ৭০ পয়সা কমে হল ৭৫.৪৪ টাকা। আলাদা আলাদা ভাবে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ডলারে টাকার দাম বাড়ার হাত ধরেই এ বার দাম কমলো বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। কারণ, টাকার দাম বাড়ায় কমেছে ভারতের তেল আমদানির খরচ। তবে আন্তর্জাতিক বাজার এবং টাকার বিনিময় মূল্যের ওঠা-পড়ার উপর নির্ভর করে দাম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংস্থা উল্লেখ করেছে। প্রসঙ্গত, এর আগে পেট্রোলের দাম সংশোধিত হয়েছিল গত ২৪ জুন। তখন তা ৭০ পয়সা বেড়েছিল।
কলকাতা দর
ছিল ৭৬.১৪
কমলো (-৭০ পয়সা)
হল ৭৫.৪৪
আইওসি-র লিটার পিছু দর টাকায় |
কল্যাণ খাতে খরচ কমাচ্ছে ব্রিটেন
সংবাদসংস্থা • বার্মিংহ্যাম |
রাজকোষ ঘাটতি কমাতে কল্যাণমূলক খাতে ব্যয়সঙ্কোচের সিদ্ধান্ত নিল ব্রিটেন। এর মধ্যে রয়েছে বেকার ভাতা ইত্যাদি। আগামী বছরের মধ্যে তা ১ হাজার কোটি পাউন্ড (৮৬ হাজার কোটি টাকা) কমাবে ব্রিটেন। অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এ কথা জানিয়ে বলেন, সরকারি খরচ কমিয়েই সাশ্রয় করতে হবে, করের বোঝা বাড়িয়ে নয়। |
লাক্ষাচাষের আধুনিক পদ্ধতি, বাজার ও স্বনির্ভর দলের ভূমিকা নিয়ে রবিবার আলোচনাসভা হল বোরোয়। উপস্থিত ছিলেন জেলা লাক্ষা আধিকারিক গৌতম চৌধুরী-সহ বিশিষ্টজন। |