প্রয়াত সুরকার বিদিতলাল দাস
নিজস্ব সংবাদদাতা • ঢাকা |
মারা গেলেন বাংলাদেশের জনপ্রিয় সুরকার বিদিত লাল দাস। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ২২ সেপ্টেম্বর থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, ফুসফুসে সংক্রমণ-সহ আরও নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বিদিত। ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’, ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘প্রাণ কান্দে মন কান্দে রে’-র মতো বহু জনপ্রিয় গানের সুর দিয়েছিলেন তিনি। |
সর্বজিতের সঙ্গে সাক্ষাতে সায়
সংবাদসংস্থা • লাহৌর |
সর্বজিৎ সিংহকে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিল পাক আদালত। বিচারক জানান, তাঁরা মোটেও মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চান না। |
দুর্ঘটনায় সেনা
সংবাদসংস্থা • কায়রো |
ইজরায়েল সীমান্তে যাওয়ার পথে ট্রাক উল্টে মারা গিয়েছেন মিশরের ১৯ জন সেনা। জখম ৬ জন। ইসলামি জঙ্গিদের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছিলেন তাঁরা। |
বিস্ফোরণে মৃত্যু
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
কোয়েটা শহরের ভিড় বাজারে রাখা একটি সাইকেল-বোমা বিস্ফোরণে নিহত হয়েছে এক শিশু। ৪ পুলিশ-সহ আহত ১৫ জন। দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। |
১৩২ বছরে
সংবাদসংস্থা • লন্ডন |
মারা গেলেন ১৩২ বছর বয়সী আন্তিসা কিচভা। তাঁর দাবি ছিল, তিনিই নাকি বিশ্বের প্রবীণতম। জর্জিয়ার এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। |
জঙ্গির খোঁজ
সংবাদসংস্থা • প্যারিস |
ফ্রান্সে এখনও শতাধিক জঙ্গি লুকিয়ে আছে বলে আশঙ্কা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর। জোরকদমে জঙ্গির খোঁজ চলছে। গ্রেফতার হয়েছে ১২ জন। নিহত ১ জন। |
ডাকাতকে আমন্ত্রণ
সংবাদসংস্থা • লন্ডন |
একটি সমীক্ষায় জানা গিয়েছে, এক তৃতীয়াংশ মানুষ বেড়াতে যাওয়ার পরিকল্পনা জানিয়ে দেন ফেসবুক বা টুইটারে। এটাই অনেকাংশে সাহায্য করে ডাকাতদের। |
কমছে বিয়ে
সংবাদসংস্থা • লন্ডন |
‘বিরল প্রজাতি’ হিসেবেই গণ্য হতে চলেছেন ব্রিটিশ দম্পতিরা, বলছে সমীক্ষা। পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষের মধ্যে বিবাহিত জীবন যাপন করার অনিহাই এর জন্য দায়ী। |
গ্রেফতার নাসিদ
সংবাদসংস্থা • মালে |
আদালতে গরহাজিরার কারণে গ্রেফতার হলেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ। ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। |
জরুরি অবতরণ
সংবাদসংস্থা • বেজিং |
তুরস্ক থেকে চিনের শিনজিয়াং প্রদেশে যাওয়ার পথে জরুরি অবতরণ করল একটি চিনা বিমান। জঙ্গি হানার ভয়েই এই অবতরণ। |