ফের উগো চাভেসকেই দেশের প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ভেনিজুয়েলাবাসী। এই নিয়ে তৃতীয় দফায় নির্বাচিত হয়ে তাঁর প্রেসিডেন্ট পদের মেয়াদ আরও ছ’বছর বেড়ে গেল। উগো চাভেসকে জয়ের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী এনরিকে ক্যাপ্রিলেসও। ভোটের ফল বিরোধীরা মেনে নেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন চাভেসও।
তাঁকে পুনর্নির্বাচিত করার জন্য দেশবাসীকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি চাভেস প্রতিশ্রুতি দিয়েছেন, আরও ভাল প্রেসিডেন্ট হয়ে দেখাবেন তিনি। নিজের বাসভবনের বারান্দায় দাঁড়িয়ে তিনি বলেন, “সত্যি কথা বলতে এ বারের নির্বাচনে একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঠিক যেমনটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত। এই একুশ শতকে ভেনিজুয়েলা গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছনোর যাত্রা জারি রাখবে।”
তবে অন্যান্য বারের তুলনায় এ বার অনেকটাই কম ব্যবধানে জিতেছেন চাভেস। এখনও পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। তার মধ্যে ৫৪ শতাংশ পেয়ে জিতেছেন চাভেস। অন্য দিকে, এনরিকে পেয়েছেন প্রায় ৪৫ শতাংশ ভোট। গত বার অর্থাৎ ২০০৬ সালের নির্বাচনে প্রায় ৬৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন চাভেস। |
জিতব। কারাকাসে ভোটের দিনই সমর্থকদের আশ্বাস দিচ্ছেন উগো চাভেস। ছবি: এ এফ পি |
ভেনিজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রেসিডেন্ট টিবিসে লুসেনা জানিয়েছেন, এই নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পড়েছে। ১৯০ লক্ষ ভোটারের মধ্যে ৮১ শতাংশই ভোট দিয়েছেন। তবে ভোটগ্রহণ এখনও শেষ হয়নি। নানা জায়গায় এখনও ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে লম্বা লাইন রয়েছে। যত ক্ষণ পর্যন্ত না লাইনে অপেক্ষারত ভোটারদের প্রত্যেকে ভোট দিচ্ছেন তত ক্ষণ কেন্দ্রগুলি খোলা থাকবে। যদিও কতগুলি ভোটগ্রহণ কেন্দ্র খোলা থাকবে সে কথা অবশ্য স্পষ্ট জানাননি লুসেনা।
সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের কাজ বন্ধ হওয়ার পরেই ঘোষণা করা হবে এ বারের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল। যদিও তাতে ফল বদলাতে পারে মনে করছে না উগো চাভেসের সমর্থকেরা। দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিজয়োৎসব। প্রেসিডেন্টের প্রাসাদের বাইরে পতাকা নিয়ে, নাচ-গান করে আনন্দে মেতেছেন চাভেস-সমর্থকেরা। রাজধানী কারাকাসের আকাশ ছেয়ে গিয়েছে রঙিন আতসবাজিতে।
উগো চাভেসের জয়ে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। বিশেষজ্ঞেরা মনে করছেন, ভেনিজুয়েলার নির্বাচনের এই ফলাফল কিউবা এবং নিকারাগুয়ার মতো দেশগুলিও সাদরে মেনে নেবে। উগো চাভেসের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে আর্জেন্তিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কির্শনারের। উগো চাভেসের তৃতীয় দফায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার খবর পেয়ে তিনি টুইটারেই অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আপনার জয় মানেই আমাদের জয়। আর একই সঙ্গে দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্রগুলিরও জয়।”
১০ জানুয়ারি থেকে শুরু হবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে উগো চাভেসের আগামী ছ’বছরের মেয়াদ। |