মাটিতেই স্বর্গ বনাম দশাবতার

চিত্তরঞ্জন ছয়ের পল্লি সর্বজনীনওস্তাদের বয়স ৬১ বছর (রিটায়ার নেই)
পুজো প্লাস
আশপাশের কয়েকটি স্কুলের দুঃস্থ ছাত্রছাত্রীদের নতুন পোশাক দেওয়া হবে। ঢাকঢোল না পিটিয়েই।
প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট
বুড়ো হাড়ের নলেজ। তার উপরে মণ্ডপ সাজাচ্ছেন এলাকারই শিল্পী। সারা বছর নিজেই খেটেখুটে মালমশলা জোগাড় করেছেন। ফলে ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে’ ধরনের তাড়াহুড়োও করতে হচ্ছে না। শিল্পীর ভাড়াও লাগছে না। আর চাই কী! ঝাড়খন্ড সীমানায় পাণ্ডববর্জিত একটেরে এলাকায় শিল্পকর্ম দেখবে ক’জন? যাতায়াতের রাস্তাও তেমন ভাল নয় যে লোকে দূর-দূরান্ত থেকে এসে দেখে যাবে। প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে ওদের তো বস্তাপচা চিন্তা। একেবারে সেকেলে। ভাড়াটে শিল্পী দিয়ে এর চেয়ে ভাল কী হবে!
সুকন্যা দেব দ্বিতীয় বর্ষ বাপ্পা কুণ্ডু সম্পাদক ছবিরানি কুণ্ডু পাড়াবাসী

মণ্ডপে নাচের জলসায় ঋত্বিক রোশন এলে ষোল তবেই কলা পূর্ণ হত!

আমাদের থিম আমাদেরই আবিষ্কার।
ধারে-কাছে কেউ নেই।

প্রতি বছরই নতুন সাজের মণ্ডপ হয়। দিন ক’টার জন্য বছরভর মুখিয়ে থাকি।
থিম
জীবদ্দশাতেই স্বর্গ হাতের মুঠোয়। কৈলাস অধিপতির দেখা তো মিলবেই, দেবরাজ ইন্দ্রের সভাকক্ষেও প্রবেশ ফ্রি। কর্মকর্তাদের দাবি, রাতের দিকে আসুন, স্বর্গ কী জিনিস বিলক্ষণ টের পেয়ে যাবেন।
তুরুপের টেক্কা
পিচবোর্ড, জলের বোতল, ময়লা, ছেঁড়া কাপড়ের মতো হাজারো বাতিল জিনিস দিয়েই গড়া হচ্ছে মণ্ডপ। কর্মকর্তাদের দাবি, শহরের আবর্জনা সাফ করে সত্যিই স্বর্গ গড়া হচ্ছে।
ট্যাঁকের জোর
কর্মকর্তারা ইনিয়ে-বিনিয়ে বলছেন, চার লাখ ছুঁই-ছুঁই। তাঁদের বিশ্বাস, আরও লাগলে দেবেন ‘গৌরী সেন’ হাজার বারোশো রেল আবাসিক।
সংকলন: সুশান্ত বণিক। ছবি: শৈলেন সরকার।
 



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.