দিন কয়েক আগে তৃণমূলের বিরুদ্ধে অনুমতি না নিয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ করার অভিযোগ দায়ের করেছিলেন রানিগঞ্জের সিপিএম পুর প্রধান অনুপ মিত্র। সোমবার এর পাল্টা হিসেবে অন্য ‘অবৈধ নির্মাণ’ বন্ধ করতে পুরপ্রধান কী ব্যবস্থা নিচ্ছেন তা জানতে চাইল তৃণমূল। তৃণমূলের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বাসুদেব গোস্বামীর দাবি, “তিন দিন আগে রানিগঞ্জ থানার ওসি স্কুলপাড়ায় একটি অবৈধ নির্মাণের কারণ জানতে চেয়ে তাঁকে একটি বিজ্ঞপ্তি দেন। ওসি তাঁকে জানিয়েছেন, পুরপ্রধানের অভিযোগের ভিত্তিতেই তিনি এমন বিজ্ঞপ্তি দিয়েছেন।” সোমবার তাঁরা পুর প্রধানের কাছে লিখিত ভাবে দাবি করেন, সিহারশোল চাষাপাড়া, আমরাসোঁতা গ্রাম, পূর্ব কলেজপাড়া, কুমারবাজার-রাজারবাঁধ, স্কুলপাড়া এবং মহাবীর কোলিয়ারি এলাকায় সিপিএমের ছ’টি কার্যালয় এবং অশোকপল্লিতে যুব কল্যাণ কেন্দ্র তৈরির সময়ে পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি? এর জবাব পুরপ্রধান দিতে না পারলে তাঁরা পুরপ্রধানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের মামলা দায়ের করবেন। পুরপ্রধান অনুপ মিত্র জানান, অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
দীর্ঘ দিন ধরে পড়ুয়াদের মিড-ডে মিলে মেলে না সব্জি ও ডিম। পরিবর্তে দেওয়া হয় খিচুড়ি। জামুড়িয়ার কেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন দফতরে এই অভিযোগ জানালেন প্রাক্তন সিপিএম পঞ্চায়েত সমিতির সদস্য গামা তিওয়ারি। তাঁর দাবি, “এভাবে খাবার বিলি করলে শিশুদের অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে মিড জে মিল বন্ধ করে দেওয়া উচিত।” এ প্রসঙ্গে জামুড়িয়ার বিডিও জয়ন্তকুমার দাস জানান, বিষয়টি দেখছেন কেন্দা পঞ্চায়েতের জব অ্যাসিস্ট্যান্ট গৌড়কুমার মণ্ডল। যা বলার তিনিই বলবেন। গৌড়বাবুর দাবি, “তহবিল অনুমোদিত না থাকায় এমন বিপত্তি হচ্ছে।” ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী চিন্তা গোপের কথায়, “কার কাছে গেলে প্রতিকার মিলবে জানি না। তাঁর আশঙ্কা, “এভাবে মিড-ডে মিল চললে এলাকাবাসীর রোষের মুখে পড়তে হবে, এই ভেবে আমরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি।”
|
বধূ নির্যাতনের অভিযোগে পালতোড়িয়া এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা আফরিন বানু কুলটি থানায় অভিযোগ করেন, ২০১১ সালের ২৫ জুন তাঁর সঙ্গে মহম্মদ জাভেদ আনসারির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ। তার ভিত্তিতে পুলিশ ওই মহিলার দুই দেওরকে গ্রেফতার করে। তবে তাঁর স্বামী পলাতক।
|
বিদ্যুৎ বণ্টন কোম্পানির নিয়ামতপুর অফিসে ভাঙচুরের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সামসুর, ভিকি খান ও মহম্মদ চাঁদ। বাড়ি যথাক্রমে ঝাড়খণ্ডের মধুপুর ও কুলটি থানার বেজডিহি এলাকায়। তাদের কাছ থেকে ৩০ সেপ্টেম্বর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা থেকে চুরি যাওয়া কম্পিউটার ও কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
|
বেসরকারি খনির নিরাপত্তারক্ষীদের মারধর করে মজুত করে রাখা কয়লা লুঠের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেখ ইয়াসিন আরাফত ও শেখ হাসমত। |