আজ পূর্বে মুখ্যমন্ত্রী, কাল জনসভা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফর শুরু হচ্ছে আজ। সোমবার বিকেলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অতিথিশালায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে উন্নয়ন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি তমলুকে নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন তিনি।
রাজ্যে পালাবদলের আগে যে দু’টি জেলা পরিষদের ক্ষমতা দখল করেছিল তৃণমূল, তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর। জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতেও ক্ষমতায় তৃণমূল। প্রায় সাড়ে চার বছর ধরে ক্ষমতায় থাকার পরেও অবশ্য উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় খুব একটা এগিয়ে থাকার নজির নেই এই জেলার।

কড়া নিরাপত্তা হলদিয়ার অতিথিশালায়।
তাই জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য নতুন কী প্রকল্পের ঘোষণা করবেন তা নিয়ে জল্পনা বাড়ছে ক্রমশ।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সোমবার বিকেলে কোলাঘাটে উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকের পর চলে যাবেন হলদিয়ায়। সেখানে রাত্রিবাসের পর মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী হলদিয়ায় পেট্রো-কেমিক্যাল লিঙ্ক রোডের পাশে একটি বেসরকারি সংস্থার (জে ভি এল) নতুন ভোজ্যতেলের কারখানা ও দুপুর ১২টা নাগাদ ধানসিঁড়ি গোষ্ঠীর একটি পেট্রো-রাসায়নিক কারখানার সম্প্রসারিত প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর দুপুর ২টো নাগাদ তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ সংলগ্ন প্রস্তাবিত জেলা প্রশাসনিক অফিস চত্বরে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

পেট্রোকেমিক্যাল লিঙ্ক রোডে তোরণদ্বার।
ওই সভায় নতুন জেলা প্রশাসনিক ভবন, জেলা পরিষদ অফিস, সংখ্যালঘু ভবন, বেশ কয়েকটি সেতু, রাস্তা, স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন, তমলুক স্টেডিয়ামের আধুনিকীকরণ, রামনগরে মডেল স্কুল ও আইটিআই কলেজ প্রতিষ্ঠার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই সভাতেই কৃষক, তাঁত শিল্পীদের ক্রেডিট কার্ড, সংখ্যালঘু-তফসিলি ছাত্রছাত্রীদের বৃত্তি, জমির পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তমলুকে নতুন বিশ্ববিদ্যালয়, কাঁথিতে একটি মহিলা কলেজ ও নন্দকুমারে কৃষি কলেজ তৈরির দাবি জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। প্রশাসনিক সভা শেষে মুখ্যমন্ত্রী ফের কলকাতায় ফিরে যাবেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য ও জেলা পুলিশ।

—নিজস্ব চিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.