সংযোগ বাড়াতে ফোন নম্বর বিলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সাধারণ মানুষকে নিজেদের মোবাইল ফোনের নম্বর জানিয়ে দিলেন উত্তর ২৪ পরগনার পুলিশ কর্তারা। পুলিশের বক্তব্য, কোনও ঘটনা ঘটলে বা কোনও ঘটনা ঘটতে পারার খবর অনেক ক্ষেত্রে পুলিশের চেয়ে সাধারণ মানুষ আগে জানতে পারেন। সেই কারণেই বারাসতের বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে শনিবার পুলিশ কর্তারা তাঁদের ব্যক্তিগত মোবাইল নম্বর জানিয়ে দিয়েছেন। জেলার পুলিশ সুপার বলেন, “বারাসত পুরসভার প্রতিটি ওয়ার্ড, ব্লকে আর জি পার্টিও হবে।”
|
গুলিবিদ্ধ দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল খড়দহের রুইয়া নালির মাঠের কাছে রাস্তার ধার থেকে। শনিবার রাতে সঞ্জয় হালদার (২১) নামে ওই যুবকের দেহ নজরে আসার পরে তাঁকে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়।
|
গ্রেফতার প্রধান
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
জীবিত এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করার অভিযোগে বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের প্রধান সিপিএমের পালান সর্দারকে গ্রেফতার করল পুলিশ। শনিবার পানিখালি থেকে তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, ওই পঞ্চায়েতের চাতরাখালির ভুঁইয়াপাড়ার হালিমন বেওয়া নামে ওই বৃদ্ধার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই ধরা হয় প্রধানকে। |