নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) ডানকুনি এবং পালসিট টোলপ্লাজায় গাড়ি থেকে টাকা নেওয়া (টোল) বন্ধ করে দিল। শনিবার সংস্থার পক্ষ থেকে এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এর ফলে, পুজোর মুখে ওই দু’টি টোলপ্লাজায় কর্মরত কয়েকশো শ্রমিক বিপাকে পড়লেন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন দু’টি টোলপ্লাজার শ্রমিকেরা।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক কর্তা জানান, এ বার মুম্বইয়ের একটি সংস্থাকে টাকা আদায়ের বরাত দেওয়া হচ্ছে। তারা দেশের ১৩৬টি টোলপ্লাজার দায়িত্ব নেবে। তার মধ্যে ডানকুনি ও পালসিটও থাকছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প আধিকারিক (দুর্গাপুর) কৃষ্ণ মুরারি বলেন, “পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত টোল প্লাজা দু’টি থেকে টাকা তোলা বন্ধ থাকবে।”
পালসিট টোলপ্লাজার শ্রমিক সংগঠনের সভাপতি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, “দু’টি টোলপ্লাজায় গড়ে প্রতিদিন ১০ থেকে ১৩ লক্ষ টাকা আদায় হত গাড়ি থেকে। এই সিদ্ধান্তের ফলে শ্রমিকেরা কাজ হারাবেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? আমি প্রকল্প আধিকারিকের সঙ্গে কথা বলব।” ডানকুনি টোলপ্লাজার শ্রমিক সংগঠনের সভাপতি সুবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, “নতুন সংস্থার সঙ্গে গোপন বোঝাপড়ায় কম টাকার চুক্তি করা হয়েছে। এতে দু’টি টোলপ্লাজায় মাসিক অন্তত ১০ কোটি টাকা ক্ষতি হবে।”
শ্লীলতাহানির নালিশ। এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উলুবেড়িয়ার করাতবেড়িয়া গ্রামের বাসিন্দা পলাশ ঘুঘু নামে ওই যুবককে ধরা হয়। শনিবার সকালে উলুবেড়িয়া কলেজের প্রথম বর্ষের বাংলা অনার্সের ওই ছাত্রী ক্লাসরুমের বারান্দায় দাঁড়িয়েছিলেন। অভিযোগ, পলাশ আচমকা কলেজে ঢুকে তাঁর হাত ধরে টানাটানি করতে থাকে। বাধা দেওয়ায় ওই ছাত্রীর এক বান্ধবীকে পলাশ মারধর করতে উদ্যত হয়। অন্য ছাত্র-ছাত্রীরা পলাশকে ধরে ফেলেন।
|