টুকরো খবর
অপহরণ-কাণ্ডে চার্জ গঠন আরও ছ’জনের বিরুদ্ধে
খাদিম-কর্তা পার্থ রায়বর্মণ অপহরণ মামলার দ্বিতীয় পর্যায়ের বিচারে ছ’জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর আদালত। শনিবার জেল হাজত থেকে পুলিশ পাহারায় অভিযুক্তদের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজের এজলাসে হাজির করানো হয়। এই মামলার প্রথম পর্যায়ের বিচার চলাকালীন তারা ফেরার ছিল। চার্জশিটে তাদের ‘ফেরার’ দেখানো হয়। ওই অভিযুক্তরা হল, নুর মহম্মদ ওরফে শাহবাজ, আরশাদ খান, তারিক মেহমুদ, ইশাক আহমেদ, মোজাম্মেল শেখ এবং আখতার হোসেন। খাদিম-কর্তা পার্থ রায়বর্মণকে মুক্তিপণের জন্য অপহরণ করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের খসড়া প্রস্তাব দেন সরকারি আইনজীবী নবকুমার ঘোষ। বিচারক কাজি সফিউর রহমান তা মঞ্জুর করেন। ৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সে দিন থেকে আলিপুর সেন্ট্রাল জেলের বিশেষ আদালতে দ্বিতীয় পর্যায়ের বিচার শুরু হবে। নবকুমারবাবু জানান, ২০০৮ সালের ২০ মে ওই বিশেষ আদালতেই এই মামলার প্রথম পর্যায়ের বিচারের রায় দেওয়া হয়। আফতাব আনসারি-সহ পাঁচ অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সেই সময় পার্থ রায়বর্মণ-সহ ১৩৯ জন সাক্ষ্য দিয়েছিলেন। ২০০১ সালের ২৫ জুলাই তিলজলার সি এন রায় রোডে ওই অপহরণের ঘটনা ঘটে।

সাংবাদিকতা বিভাগের প্রাক্তন প্রধানকে নোটিস
পিএইচ ডি-তে বেআইনি ভাবে ছাত্রভর্তি, আর্থিক তছরুপ ইত্যাদি অভিযোগে ইতিমধ্যেই বিভাগীয় প্রধানের পদ ত্যাগ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা তপতী বসু। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট দিয়েছিল রাজ্য উচ্চশিক্ষা সংসদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সেই রিপোর্ট গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে এ বার তপতীদেবীকে শো-কজ করে তাঁর ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস। এ দিন তিনি বলেন, “নিয়ম না মেনে যে ছাত্রদের পি এইচ-তে ভর্তি করা হয়েছিল, সেই তালিকা বাতিল করার সুপারিশ করেছে উচ্চশিক্ষা সংসদ। কিন্তু এই ব্যবস্থা নেওয়ার আগে কিছু আইনি বিষয় খতিয়ে দেখা দরকার। তাই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আগে ওই শিক্ষিকার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি এ নিয়ে অ্যাডভোকেট জেনারেলের মতামতও জানা হবে।” তপতীদেবী বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক অভিজিৎ মিত্রের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের যে অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টে তা প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। এই রিপোর্টটিও এ দিনের বৈঠকে গৃহীত হয়েছে বলে উপাচার্য জানান।

অপহরণ করে শিশু বিক্রির চেষ্টা, গ্রেফতার
এক শিশুকে অপহরণ ও বিক্রি করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল এক দম্পতিকে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ নিমতায়। পুলিশ জানিয়েছে, নিমতার মাঝেরহাটি লেনের বাসিন্দা বছর তিনেকের লক্ষ্মণ রায়কে অপহরণ করে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রির ছক কষেছিল ওই এলাকারই রাজকুমার মণ্ডল ওরফে গোপাল ও তার স্ত্রী সরস্বতী। এ দিন রাতে শিশুটিকে কেনার টোপ দিয়ে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ লক্ষ্মণকে ঘুম পাড়িয়ে তার মা পিঙ্কিদেবী অন্যান্য কাজ সারছিলেন। বিকেলের দিকে ঘরে ঢুকে তিনি দেখেন ছেলে সেখানে নেই। শনিবার নিমতা থানায় নিখোঁজ ডায়েরি করেন পিঙ্কিদেবী ও তাঁর স্বামী লাল্টুবাবু।

প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিজের কলেজেই হবে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা ছাত্রছাত্রীদের নিজের কলেজেই হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এত দিন প্র্যাক্টিক্যাল পরীক্ষা হত অন্য কলেজে। উপাচার্য সুরঞ্জন দাস এ দিন বলেন, “পরীক্ষার সময় দু’জন বহিরাগত এবং ওই কলেজের একজন শিক্ষক পরীক্ষক হিসেবে থাকতেন।” ছাত্রছাত্রীরা নিজেদের কলেজে এক রকম যন্ত্রপাতি নিয়ে প্র্যাক্টিক্যালের কাজ করতে অভ্যস্ত। পরীক্ষার সময় অন্য কলেজে গিয়ে অন্য যন্ত্রপাতি নিয়ে গবেষণার ক্ষেত্রে তাঁদের অনেক সময় সমস্যা হত। মূলত সেই কারণে এই পরিবর্তন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

বাড়তি মেট্রো পুজোর আগে
পুজোর আগের দু’টি শনিবার অর্থাৎ ১৩ ও ২০ অক্টোবর মেট্রো পরিষেবা বাড়ানো হচ্ছে। শনিবার যেখানে সাধারণ অবস্থায় ২০৫টি ট্রেন চলে, সেখানে ওই দু’টি শনিবার ট্রেন চালানো হবে ২৭০টি। পুজোর আগের দু’টি শনি ও রবিবার পুজোর বাজারের ভিড়ের কথা মাথায় রেখেই বিশেষ পরিষেবা দিচ্ছে মেট্রো।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক
চেতলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুব্রত নস্কর। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে চেতলা লকগেট এলাকার বাড়িতে একা ছিল ওই বালিকা। সেই সময় সুব্রত টিভি দেখার নাম করে বাড়িতে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ।

পোস্তায় চুরির দায়ে ধৃত ১
পোস্তার একটি বাড়ি থেকে চুরির ঘটনায় উত্তরপ্রদেশের থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম ছবিলা ঠাকুর। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০লক্ষ টাকার সোনার গয়না।

দুধ উদ্ধার
ডানকুনির গুদামে হানা দিয়ে কলকাতার জোড়াসাঁকো থানার পুলিশ শনিবার ৪৯ ব্যারেল ‘কনডেন্সড’ দুধ উদ্ধার করেছে। হরিয়ানা থেকে কলকাতায় আসার পথে ওই দুধ চুরি হয়েছিল।

বাড়ি ভেঙে আহত
রাসবিহারী এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে আহত হল দুই শিশু। পুলিশ জানিয়েছে, অন্যজন এসএসকেএমে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.