টুকরো খবর
দলীয় কর্মীদের হাতেই জখম নেতা
নিজেরই সংগঠনের কর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলেন শান্তিপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছাত্র পরিষদের নেতা তুষার প্রামাণিক। তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, ছাত্র পরিষদেরই কলেজের প্রাক্তণ সাধারণ সম্পাদক প্রলয় রায়ের নেতৃত্বে বর্তমান ফিরোজ আলি শেখ ও রহমান আলি শেখ-সহ কয়েকজন ছাত্র পরিষদের নেতাকর্মী কলেজেই তুষারবাবুর উপর চড়াও হয়। হাসপাতালের বেডে শুয়ে তুষারবাবু বলেন, “ভর্তি নিয়ে প্রলয় রায় সহ বেশ কয়েকজন আর্থিক দুর্নীতি করছিল বলে সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ওরা তৃণমূল ছাত্র পরিষদে যোগ দেয়। মূলত দুর্নীতিতে বাধা দেওয়ার জন্যই ওরা আমাকে মারধর করে।” অন্যদিকে প্রলয় রায় বলেন, “আমি ছাত্র পরিষদই করি। অন্য কোনও সংগঠনে যোগ দেওয়াটা মিথ্যা রটনা। তুষার আমাদের সঙ্গে কোনও রকম যোগাযোগ না রেখেই কাজ করছে।”

যাবজ্জীবন স্বামীর
দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগে কালীগঞ্জের বড় চাঁদঘরের বাসিন্দা আসরাফ মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ শম্ভুনাথ চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি এই রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম কনকজান বিবি (৫২)। বাড়ি চাঁদঘর। কনকজানের প্রথম পক্ষের স্বামী বছর ১৫ আগে মারা গেলে তিনি গ্রামেরই আসরাফ মোল্লাকে বিয়ে করেন। ২০১২ সালের ২১ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৫ মার্চ তাঁর মৃতদেহ গ্রামের এক পুকুর থেকে উদ্ধার হয়।

বিয়ে রুখল প্রশাসন
নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। শুক্রবার নওদা থানার শিবনগরে নওদা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হচ্ছিল। খবর পেয়ে ব্লক প্রশাসনের পক্ষে যুগ্ম বিডিও ও নওদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে আটকায়। নওদার বিডিও মানস মণ্ডল বলেন, “প্রথমে ওই নাবালিকার বাবা বিয়ে বন্ধ করতে চাননি। পরে নাবালিকার ক্ষতির কথা শুনে এখন মেয়ের বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।’’

টাকা আত্মসাৎ, ধৃত
বেসরকারি এক কোম্পানির কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছিল এক কর্মী। ফিরোজ শেখ নামে ওই কর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করে কোম্পানি কর্তৃপক্ষ। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বহরমপুরের এক হোটেল থেকে ওই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বজ্রাঘাতে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন তাঁর বাবা। মৃতের নাম প্রশান্ত পাল (১৯)। বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার পালপাড়ায়। শুক্রবার সন্ধ্যায় কান্দি থানার বাহাদুরপুরের ঘটনা। ওই দিন সন্ধ্যায় তুহিন ও তাঁর বাবা নীলরতন পাল আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় বাজ পড়ে মারা যান প্রশান্ত।

জঙ্গীপুরে খুন ভোটের মুখেই
জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের প্রস্তুতির সময়ে খুন হলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেতা। নিহতের নাম আব্দুল হামিদ (৪৫)। তিনি সিপিএমের পলষণ্ডা লোকাল কমিটির সদস্য ছিলেন। বাড়ি নবগ্রাম থানা এলাকার মুকুন্দপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই গ্রামেই শনিবার রাত ৮টা নাগাদ গুলি-বোমা ছুড়ে, কুপিয়ে তাঁকে খুন করা হয়। এই ঘটনায় কংগ্রেসকে দায়ী করে আজ, রবিবার ১২ ঘণ্টা নবগ্রাম বন্ধের ডাক দিয়েছে সিপিএম। কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। জঙ্গীপুর কেন্দ্রের সাংসদ প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার কারণে ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে।

নদিয়ায় আটক দুই
পুলিশের ভাই সেজে গয়না চুরির অভিযোগে নদিয়া থেকে দুই ব্যক্তিকে আটক করল গোয়েন্দা পুলিশ। ২৭ সেপ্টেম্বর, ৩ অক্টোবর গড়িয়াহাট থেকে ওই দু’জন গয়না চুরি করেছিল বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.