দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ কলেজে
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
কলেজের সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক তাঁর সই জাল করে টাকা তুলে নিয়েছেন বলে অধ্যক্ষের কাছে অভিযোগ করলেন ছাত্রীদের কমনরুমের সেক্রেটারি সুজাতা দাস। শুক্রবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের ঘটনা। এই কলেজে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে টিএমসিপি। এ দিন স্মারকলিপি দেওয়ার পাশাপাশি টিএমসিপির একটি গোষ্ঠী অধ্যক্ষের ঘরের সামনে প্রায় ঘণ্টা দেড়েক বিক্ষোভ দেখায়। অধ্যক্ষ লক্ষ্মীনারায়ণ দাস বলেন, “ছাত্রীদের কমনরুমের সেক্রেটারি সুজাতা দাস অভিযোগ করেছে, তার সই জাল করে কমনরুম সংস্কারের জন্য ২ হাজার টাকা তুলে নিয়েছে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক। যদি অভিযোগের সত্যতা মেলে তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্র সংসদের মোট আসন ৪৬। এর মধ্যে ২৯টি আসন টিএমসিপির। বাকি আসন সিপির। সুজাতা দাসের দাবি, “এ ব্যাপারে গত ২৭ সেপ্টেম্বর অধ্যক্ষের কাছে লিখিত ভাবে জানিয়েছিলাম। তখন আশ্বাস দিলেও এখনও তিনি ব্যবস্থা নেননি।” এদিকে কলেজের কালচারাল সেক্রেটারি মঙ্গলময় দাসের অভিযোগ, “গত দু’তিন মাস থেকে সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ কানে আসছিল। এ বার হাতেনাতে প্রমাণ পাওয়া গেল। অধ্যক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় এ দিন বিক্ষোভ দেখানো হয়েছে।” অভিযুক্ত সাধারণ সম্পাদক গোপীনাথ দাস বলেন, “মিথ্যা অভিযোগ। আমাদের ফাঁসানোর জন্যই এমনটা করা হচ্ছে।”
|
খালাসিকে মার, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
তোলা দিতে না চাওয়ায় এক ট্রাকের খালাসিকে মারধরের অভিযোগ উঠল রামপুরহাটে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে আড়াআড়ি ভাবে ট্রাক রেখে আধঘণ্টার বেশি সময় অবরোধ করলেন চালকেরা। ট্রাক চালকেরা প্রতিবাদ করায় তোলাবাজরা মোটরবাইক ফেলে পালিয়ে যায়। সাধারণ মানুষ ও ট্রাক চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই জাতীয় সড়কে একটি অসাধু চক্র তোলা আদায় করছে। পুলিশ সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। ট্রাক চালক মির্জা বসির আলির অভিযোগ, “প্রকাশ্য যে ভাবে তোলা আদায় চলছে তাকে ছিনতাই বলাই ভাল।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “খোঁজ নিয়ে দেখছি।”
|
খাদান থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
পাথরখাদান এলাকা থেকে শুক্রবার ভোরে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শেখ মোজাম্মেল (৩৫)। বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল থানার উদয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাপাসডাঙার একটি পাথর কলের কাজ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠনো হয়েছে। যে পাথর কলের কাছে মৃতদেহটি পাওয়া গিয়েছে, সেই পাথরকলটির নৈশপ্রহরী আবুল বাশার বলেন, “নমাজ পড়ে ফিরে আসার সময় দেখি আমাদের গুদামের কাছে একটি মৃতদেহ পড়ে রয়েছে। তারপর লোকজন ডেকে পুলিশে খবর দেওয়া হয়।” জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানান, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
রজতজয়ন্তী উৎসব
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
রজতজয়ন্তী অনুষ্ঠান নলহাটির কলেজে। ছবি: সব্যসাচী ইসলাম। |
রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে নলহাটি হিরালাল ভকত কলেজে। দু’দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিন শুক্রবার উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায় প্রমুখ। উপাচার্য বলেন, “কলেজ কর্তৃপক্ষ এখানে আরবি ও সাম্মানিক ভূগোল পড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন। আমি তাঁদের এ ব্যাপারে লিখিত আবেদন জানাতে বলেছি।” শনিবার কলেজে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। |
স্কুল পরিদর্শনে জোর ব্রাত্যর
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
স্কুল পরিদর্শনে জোর দিতে চাইছে রাজ্য সরকার। শনিবার বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলে এক অনুষ্ঠানে এমনই জানান, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি স্কুল পরিদর্শকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ দিন মন্ত্রী বলেন, “জেলা স্কুল পরিদর্শকেরা এখন স্কুল পরিদর্শনে যান না। তাঁরা শুধুমাত্র আধিকারিক হয়ে গিয়েছেন। আমরা স্কুল ইনস্পেকশন সেলের পুনরুজ্জীবন ঘটাতে চাইছি। প্রত্যেকটি স্কুলে আবার পরিদর্শন চালু করব।”
স্কুল পরিদর্শনের বেহাল দশার কথা কার্যত মেনে নিয়েছে ‘পশ্চিমবঙ্গ পরিদর্শক সমিতি’। তবে সমিতির এক নেতা বলেন, “এত দিন পরিদর্শনের কাজে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। নতুন সরকার এ ব্যাপারে কিছু আগ্রহ দেখাচ্ছে ঠিকই। কিন্তু পরিদর্শনের কাজকে পুনরুজ্জীবিত করার জন্য আরও বেশি উদ্যোগী হতে হবে।” তিনি জানান, ২১০০ পরিদর্শক পদের মধ্যে ৮৫০টি খালি। এক একজন পরিদর্শকের উপরে ১৫০-২০০টি স্কুল পরিদর্শনের দায়িত্ব। শূন্য পদ পূরণ না করে এই কাজে গতি আনা যাবে না।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, রাজ্যের স্কুলগুলির তথ্য সংবলিত মানচিত্র তৈরি করেছে শিক্ষা দফতর। কম্পিউটারে স্কুলের নাম লিখলেই ওই স্কুলের পড়ুয়া, শিক্ষক থেকে স্কুলছুটের সংখ্যাও নিমেষে পাওয়া যাবে। |