স্কুলভোটে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পরিচালন সমিতির ভোটে রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের ওয়ার্ড কমিটির আহ্বায়ক অজয় মণ্ডল জানান, ১৯৭৭ সালের পরে প্রথম এই স্কুলের পরিচালন সমিতি বামফ্রন্টের হাতছাড়া হল। ওই স্কুলের শিক্ষক তথা তৃণমূল শিক্ষা সেলের নেতা স্নেহাশিস ভট্টাচার্য বলেন, “এর আগে শিক্ষক ও শিক্ষাকর্মী নির্বাচনে মনোনয়ন দাখিল করেও সিপিএম সমর্থিতেরা তা প্রত্যাহার করে নিয়েছে।” স্কুলের শিক্ষক তথা সিপিএম নেতা কল্লোল ঘোষের অবশ্য দাবি, “তৃণমূলের লোকেরা প্রকাশ্যে হুমকি দেওয়ায় শিক্ষক ও শিক্ষাকর্মীরা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।” অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারি কর্মী সমবায়ের পরিচালন সমিতির ভোট হয় শুক্রবার। ৯টি আসনের সব ক’টিতেই জয়ী হন সিটু সমর্থিত প্রার্থীরা। আইএনটিটিইউসি সমর্থিত ৯ জন ও বিএমএস সমর্থিত দু’জন প্রার্থী হয়েছিলেন।
|
বধূ নির্যাতন, ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী, শ্বশুর ও দেওরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১১ বছর আগে রানিগঞ্জের কৃষাণ কেডিয়ার মেয়ে সুনন্দাদেবীর বিয়ে হয়েছিল দুর্গাপুরে বেনাচিতির রমেশ অগ্রবালের ছেলে অমিতের সঙ্গে। সুনন্দাদেবী বৃহস্পতিবার রানিগঞ্জ থানায় অভিযোগ করেন, নানা দাবিতে শ্বশুরবাড়িতে তাঁর উপরে অত্যাচার চালানো হত। শেষ পর্যন্ত তিনি বাপের বাড়ি চলে আসেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেনাচিতির বাড়ি থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে পাঠান। |