...গন্ধ এসেছে দূষণ বধে দুর্গা

চাঁদমারি রোড মন্দির কমিটি: হাঁসখালি পোল বকুলতলার এই পুজোর ভাবনা ডোকরা। মণ্ডপ সাজানো হবে ডোকরার কারুকার্যে। খেজুর গাছের ছাল, পাটের দড়ি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। সেখানেও থাকছে ডোকরার ছোঁয়া।

শিবপুর নবারুণ সঙ্ঘ: ৮৩তম বর্ষে এই পুজোর ভাবনা, বাউলদের জীবনের দুঃখ ও আনন্দ। আলো, নানা রং এবং কারুকার্যে দেখা যাবে গ্রাম্য পরিবেশে বাউলের গান ও জীবন। প্রতিমার নাচের ভঙ্গি।

কাজীবাগান লেন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন: মাশরুমের খাদ্যগুণ কম নয়। চাষও সহজ। কিন্তু নানা কারণে কমে যাচ্ছে মাশরুমের চাষ, এমনই দাবি ঠাকুর রামকৃষ্ণ লেনের পুজোর উদ্যোক্তাদের। তাই ২১তম বর্ষের ভাবনা, মাশরুম। আলো-আঁধারি পরিবেশে দেখা মিলবে সাদা আর রঙিন মাশরুমের নানা মডেল। থাকবে বড় বড় গাছের মডেলও। খড়, মাটির তৈরি মন্দিরে থাকবে পাথরের প্রতিমা।
শিবপুর নিমতলা বারোয়ারি শিবপুর নবারুণ সঙ্ঘ
শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি: এ বছর থিমের দৌড় থেকে সরে এসেছেন উদ্যোক্তারা। ৮৭তম বর্ষে পুজোর খরচ থেকে টাকা বাঁচিয়ে একটি অ্যাম্বুল্যান্স এবং একটি শববাহী গাড়ি চালু করা হচ্ছে। চালু হচ্ছে দাতব্য চিকিৎসালয়ও। সাবেক প্রতিমা। চন্দননগরের আলো।

শিবপুর নিমতলা বারোয়ারি: ৪৬তম বর্ষে বটানিক্যাল গার্ডেনের শতাব্দী প্রাচীন বট গাছটিকে রক্ষা করার কথা সবাইকে মনে করিয়ে দিতে চান উদ্যোক্তারা। প্রাচীন বট গাছটির আদলে মণ্ডপ। বট গাছের পাশাপাশি বিশ্ব-উষ্ণায়ন রুখতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকেও তুলে ধরা হচ্ছে।

কল্যাণপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি: বলাই মিস্ত্রি লেনের ইয়ুথ ক্লাবের এই পুজোর থিম প্রতি বছরই নজর কাড়ে। এ বার ক্লাবের এক সদস্যের মৃত্যুর জন্য সাবেক আয়োজন।
সাঁত্রাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব কাজীবাগান লেন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
সাঁত্রাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব: ২৯তম বর্ষে এই পুজোর ভাবনা, ‘জল পড়ে পাতা নড়ে’। লোহার রডের উপর টিনের ছাউনি দিয়ে তৈরি হচ্ছে তার, জালি, পাইপ, কাচের কারুকার্য। পাশাপাশি টিন কেটে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পাতা। লোহার ছাঁট (বাবরি) দিয়ে তৈরি হচ্ছে জলের ফোঁটা। দেখে মনে হবে পাতার উপর রয়েছে জল। প্রতিমা দেখে মনে হবে পিতলের তৈরি।

সম্মিলিত নাগরিকবৃন্দ: শিবপুর নীলরতন মুখার্জি রোডের এই পুজোর ভাবনা পরিবেশ দূষণ। যথেচ্ছ গাছ কাটা, পুকুর ভরাটের ফলে পরিবেশ দূষণ বাড়ছে। যান, কলকারখানা থেকে বাতাস দূষিত হচ্ছে। প্লাস্টিক জমে বন্ধ হচ্ছে নিকাশি। এই পৃথিবীকে বাঁচাতে এখানে দুর্গা দূষণরূপী অসুরকে বধ করে সবুজায়নের আহ্বান জানাবেন।

আন্দুল কামরাঙ্গু তরুণ সঙ্ঘ: ৫২তম বর্ষের এই পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। প্রতিমার সাজসজ্জা গুজরাতি ঘরানার।
রামরাজাতলা যুবকবৃন্দ (শঙ্কর মঠ): ৫৩তম বর্ষের পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে রাষ্ট্রপতি ভবনের আদলে। বসবে মেলা। এ ছাড়াও থাকবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চাঁদমারি রোড মন্দির কমিটি
ঠাকুর রামকৃষ্ণ লেন চারাবাগান সর্বজনীন: ৭৬তম বর্ষে কাল্পনিক মন্দির। কৃষ্ণনগরের প্রতিমা।

শিবপুর কাসুন্দিয়া ইউনাইটেড: ৬৭তম বর্ষে ডাকের সাজে সাবেক প্রতিমা। নানা সামাজিক কাজকর্ম করা হবে।

এ ছাড়াও ‘মন্দিরতলা সাধারণ বারোয়ারি’, চ্যাটার্জিহাট শেখপাড়ার ‘ছাত্র যুবক সঙ্ঘ’, রামরাজাতলা মুখার্জি পাড়া পল্লিমঙ্গল সমিতি, শরৎ চ্যাটার্জি রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ব্যাতাইতলা সর্বজনীনের পুজোয় থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।

ছবি: দীপঙ্কর মজুমদার




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.