|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ফুলদানিতে আভাসিত পূর্ণাঙ্গ নারী |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে ‘ইউফোরিয়া’ শিরোনামে ‘ছবিওয়ালা’-র প্রদর্শনী অনুষ্ঠিত হল। অতীশ মুখোপাধ্যায়ের ভাস্কর্যে আদিমতা ও পুরাণকল্পের সমন্বয়। সৌমেন্দ্রনাথ আকুলি তাঁর ছবিতে ফুলদানির আকৃতিতে নারীর রূপের আভাস এনেছেন। রত্না বসুর প্যাঁচার ড্রয়িং-এ আদিমতার আভাস। |
|
রঞ্জনা মুখোপাধ্যায় ফুলকে বিমূর্তায়িত করেছেন। রাজর্ষি চট্টোপাধ্যায় অভিব্যক্তিবাদী উপস্থাপনায় প্রকৃতি ও জীবনকে মিলিয়েছেন সাংকেতিক ভাষায়। দেবশ্রী বিশ্বাস এঁকেছেন বিমূর্তায়িত নিসর্গ। |
প্রদর্শনী
চলছে
সিমা: আর্ট ইন লাইফ ২০ অক্টোবর পর্যন্ত।
অ্যাকাডেমি: তপন সাহা ৯ পর্যন্ত। নবোদয় পাল, তন্ময় ঘোষ প্রমুখ ৯ অক্টোবর পর্যন্ত।
মলয়, অর্পিতা প্রমুখ ৯ পর্যন্ত।
দীপ্তি চক্রবর্তী ৯ অক্টোবর পর্যন্ত।
গগনেন্দ্র প্রদর্শশালা: মহুয়া, শুভেন্দু প্রমুখ ১০ পর্যন্ত।
|
|