নানা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ এবং এসএফআই। পরে মেডিক্যালের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যালকে স্মারকলিপিও দেয় তারা। ডিওয়াইএফ এবং এসএফআইয়ের মেদিনীপুর শহর জোনাল কমিটির উদ্যোগে এই কর্মসূচি। দুপুরে মিছিল করে দুই সংগঠনের কর্মী-সমর্থকেরা মেডিক্যাল কলেজে আসেন। পরে কলেজের সামনে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফের শহর জোনাল সম্পাদক স্নেহাশিস দত্ত, এসএফআইয়ের শহর জোনাল সম্পাদক অসিত লৌহ প্রমুখ। ছাত্র-যুব সংগঠনের মতে, মেডিক্যালে ন্যূনতম পরিষেবাও মিলছে না। স্যালাইন, ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। সর্পদষ্টদের জন্য প্রয়োজনীয় এভিএস মজুত নেই। পাশাপাশি হাসপাতাল চত্বরে সমাজবিরোধীদের যাতায়াত বাড়ছে বলেও এ দিন অধ্যক্ষের কাছে নালিশ জানিয়েছে ওই দুই সংগঠন। বেশ কিছু ওষুধের স্টক যে কখনও কখনও শেষ হয় যায়, তা মানছেন হাসপাতাল কর্তৃপক্ষও। তবে এ ক্ষেত্রে তাঁদের বক্তব্য, আগে ডিস্ট্রিবিউটরদের জানালে প্রয়োজনীয় ওষুধ মিলত। এ বার সরাসরি প্রস্তুতকারী সংস্থার থেকে ওষুধ কেনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। তাই কিছুটা সময় লাগছে। বাকি দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। |