বিশ্ববিদ্যালয়ে ফের বাতিল ইন্টারভিউ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
তৃণমূল প্রভাবিত কর্মচারী সংসদের আন্দোলনের জেরে বৃহস্পতিবারও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক পদে নিয়োগের জন্য ডাকা ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল হয়েছে। শেষমেষ এদিনও ৩০ জন পদপ্রার্থী ও ৫ জন বিশেষজ্ঞ ফেরত চলে যান। বুধবারও নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে কর্মচারী সংসদের সদস্যরা উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখালে ওই বিভাগের অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদের নিয়োগ বাতিল হয়ে যায়। সংগঠনের সভাপতি অশোক হালদার বলেন, “উপাচার্য অশিক্ষক কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিলে আমরা আলোচনায় বসব। না হলে আমরা এ রকম আন্দোলন করে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বাতিল করতে বাধ্য হব।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দোপাধ্যায় বলেন, “এদিনও কর্মচারী সংসদের আন্দোলনের জেরে প্রাণিবিদ্যা বিভাগের ১ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ডাকা বাতিল হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতি খারাপ ধারনা তৈরি হচ্ছে। উপর মহলের সবুজ সংকেত না পেলে অশিক্ষক কর্মী নিয়োগের ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারব না।”
|
বিদ্যুৎ দফতরে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
উৎসবের মুখে ১৫ দিন ধরে বিদ্যুৎ না থাকার অভিযোগে নওদা থানার রায়পুর অঞ্চলের স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখায়। তারা দফতরে ভাঙচুরও চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ দফতরের এক কর্তা সন্তোষ পাল বলেন, ‘‘ওই এলাকায় একটি ট্যান্সফর্মার বিকল থাকায় ১৫ দিন ধরে বিদ্যুৎ নেই। আমরা শ্রীঘ্রই ওটা মেরামত করব। বৃহস্পতিবার হঠাৎ এলাকাবাসীরা বিদ্যুৎ দফতরে তালা ঝুলিয়ে দেয়। তারা ভাঙচুরও চালায়।”
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কা থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাস বৃহস্পতিবার সকালে উল্টে গেলে ৪৫ জন যাত্রী আহত হন। ১৪ জনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। একজন মহিলা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, একটি ছোট গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।
|
কলেজে চুরি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে ঘরের তালা ভেঙে বুধবার রাতে কম্পিউটার, ক্যামেরা ইত্যাদি চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানতে পেরে পুলিশকে জানায় কলেজ কর্তৃপক্ষ।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ফরাক্কার নিশিন্দ্রায় বাজ পড়ে মৃত্যু হল দুর্গেশ ঘোষ (৪৭) নামে এক ব্যক্তির। বাড়ির পাশেই মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় তার।
|