টুকরো খবর
দুই বিদেশির দিকেই তাকিয়ে কাশ্যপ

ওডাফা-টোলগে: কোচের দুই ভরসা
ফেড কাপের ব্যর্থতা ভুলে কি আই লিগে আবার নতুন করে শুরু করতে পারবে মোহনবাগান? উত্তর পেতে আরও আটচল্লিশ ঘণ্টা বসে থাকতেই হবে। শনিবার লাজং এফসি-র বিরুদ্ধে আই লিগ অভিযান শুরু সন্তোষ কাশ্যপদের। কিন্তু তার দু’দিন আগে থেকেই শিলংয়ে বৃষ্টির তাণ্ডব চলছে। ওডাফা-টোলগেরা বৃষ্টিতেই প্রস্তুতি সারলেন। শিলং থেকে ফোনে মোহন কোচ বললেন, “ওডাফা-টোলগে দারুণ আত্মবিশ্বাসী। ওদের তাগিদটা বাকিদের উদ্বুদ্ধ করছে।” সত্যিই তো! ফেড কাপের যাবতীয় ব্যর্থতা ঝেড়ে যেন অন্য মেজাজে দুই বিদেশি দলকে তাতাচ্ছেন। বৃহস্পতিবার অবশ্য জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করার অনুমতি পায়নি মোহনবাগান। আই লিগের নিয়ম মেনে ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করতে পারবেন ওডাফারা। বুধবার স্টেডিয়ামের পাশের মাঠে অনুশীলন করল কাশ্যপ-বাহিনী। সেটাও মূল মাঠের মতো কৃত্রিম ঘাসের মাঠ। যে কারণে বৃষ্টিতে সমস্যা হচ্ছে না ফুটবলারদের। শুক্রবার সকালে অবশ্য নিয়ম মেনে স্টেডিয়ামের মাঠেই অনুশীলনের সুযোগ পাবেন ওডাফারা। মোহনবাগানের জন্য আরও একটা সুখবর হল, কোনও চোট আঘাতের সমস্যা নেই দলে। আই লিগে কাশ্যপের ভরসা সেই টোলগে-ওডাফা জুটিই। কাশ্যপের মতে, “ওডাফা-টোলগে খেললে আমাদের জয় কেউ আটকাতে পারবে না।” তবে মোহনবাগানকে আটকাতে লাজংয়ের বাজি হতে পারেন উত্তর কোরিয়ার ডিফেন্ডার মিঞ্চল সন। কয়েক দিন আগেই তাঁকে সই করিয়েছে লাজং।

মরসুমের শেষেই অবসর শুমাখারের
নিজের অসফল প্রত্যাবর্তনকে আর না টানার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মাইকেল শুমাখার। চলতি মরসুমের শেষেই ফর্মুলা ওয়ানকে চিরবিদায় জানাবেন। সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন এ দিন ঘোষণা করেছেন, নভেম্বরের ব্রাজিল গ্রাঁ প্রি-ই হবে তাঁর শেষ ফর্মুলা ওয়ান রেস। বলেছেন, “এই বছরের শেষেই অবসর নিয়ে নেব ঠিক করেছি। কখনও না কখনও, কোথাও তো থামতে হতই। আমার ধারণা, সরে যাওয়ার এটাই সেরা সময়। বিশ্বের সেরাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা এখনও আমার মধ্যে আছে। কিন্তু সব শুরুর একটা শেষ আছে। আর এ বার, এই শেষটা হয়তো চিরকালের মতো হবে।”

ঘুষ দিয়ে অভিযুক্ত মাইকেল চোপড়া
ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলার মাইকেল চোপড়া অভিযুক্ত ঘুষ দেওয়ার জন্য। ঘোড়দৌড়ে জেতা-হারাকে প্রভাবিত করতে তিনি ঘুষ দিয়েছিলেন অ্যান্ড্রু হেফারম্যান নামের এক জকিকে। ঘটনাটি মাইকেল ঘটিয়েছেন ১ নভেম্বর, ২০১০ থেকে ৩১ মার্চ, ২০১১ পর্যন্ত ন’টি রেসে। এখনও শাস্তি ঘোষণা হয়নি তাঁর। বর্তমানে ইপ্সউইচ-এ খেলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ জাতীয় দলে খেলা মাইকেল। দীর্ঘ দিন খেলেছেন নিউক্যাসল ইউনাইটেডে। তাঁর সঙ্গে এই ঘটনায় ফেঁসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ইংল্যান্ডের প্রাক্তন অনূর্ধ্ব ২১ ফুটবলার মার্ক উইলসন, যাঁর এখন ক্লাব নেই, এবং নটিংহ্যাম ফরেস্টের জেমস কোপিঙ্গার। জুয়ো খেলার অভ্যাস মাইকেলের নতুন নয়। এমনকী রীতিমতো জুয়াড়ি হয়ে পড়ায় তাঁকে রি-হ্যাব ক্লিনিকেও পাঠানো হয়েছে বছর চারেক আগে।

শেষ চারে সানিয়ারা
চিন ওপেনের সেমিফাইনালে উঠলেন সানিয়া মির্জা-নুরিয়া লাগোসটেরা জুটি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে জার্মান-চেক জুটি জুলিয়া জর্জ-বার্বোরা জালাবোভাকে ৪-৬, ৬-৪, ১৬-১৪ সেটে হারান সানিয়ারা। ম্যাচ চলে প্রায় এক ঘণ্টা চৌত্রিশ মিনিট ধরে। অন্য দিকে, ছেলেদের বিভাগে স্ট্রেট সেটে জয় পেলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটিও। এ দিন তাঁরা চিনের মাও সিন গং-জ্যাং জি জুটিকে ৬-৩, ৬-০ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেন।

মেরির অপেক্ষা

নতুন গাড়ির মালিক মেরি কম।
অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরে সংবর্ধনার অভাব হয়তো হয়নি! কিন্তু অনেক চেষ্টা করেও বক্সার মেরি কমের ভাগ্যে একটা ছোট জমি জুটছে না। দু’বছর আগে যা মণিপুর সরকার দেবে প্রতিশ্রুতি দিয়েছিল। মেরি এখনও জমির কাগজপত্র হাতে পাওয়ার প্রতীক্ষায়। এমনকী রাজ্য পুলিশে তাঁর পদোন্নতিও আটকে। মেরি বলেছেন, “শুধু অপেক্ষাই করে যাচ্ছি। বহু দিন আগে মণিপুর সরকার তিন একর জমি দেবে বলেছিল। এখনও পেলাম না।”

বেঙ্কটেশ ছুঁলেন স্বপ্নিলকে
নীলোৎপল দাসের বিরুদ্ধে জিতে গ্র্যান্ডমাস্টার এম আর বেঙ্কটেশ জাতীয় প্রিমিয়র দাবায় শীর্ষে পৌঁছলেন। আগের দিন শীর্ষে থাকা স্বপ্নিল ধোপাড়ে এ দিন গ্র্যান্ডমাস্টার জি গোপালের বিরুদ্ধে ড্র করায় সুযোগ পান বেঙ্কটেশ। দুজনেরই এখন সমান পয়েন্ট, ৩.৫। শীর্ষ বাছাই বি অধিবান তাঁদের চেয়ে পিছিয়ে গেলেন এস কিদাম্বির সঙ্গে ড্র করে। চতুর্থ রাউন্ডের পর তাঁর সংগ্রহ ২.৫। এ দিন অভিজিৎ কুন্তের কাছে হারল বিস্ময় বালক অরবিন্দ চিদাম্বরম। দিব্যেন্দু বড়ুয়া এদিন ড্র করেন ফিডে মাস্টার অনুরাগ মহামলের সঙ্গে।

অভিনব উদ্যোগ
খুদে ফুটবলারদের অস্ট্রিয়াতে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা নিয়েছেন কালীঘাট মিলন সঙ্ঘের কর্তারা। এর আগে বিভিন্ন সংস্থা থেকে ফুটবলারদের কিছুদিনের জন্য বিদেশে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বিদেশে দীর্ঘ দিন ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ভারতে প্রথম বার। ক্লাবের সভাপতি অজিত বন্দোপাধ্যায় জানিয়েছেন, “এটা যদি সাফল্যের সঙ্গে করতে পারি তবে ভারতবর্ষের ফুটবলে নতুন দিগন্ত খুলে যাবে।”

মহমেডান ম্যাচ ভেস্তে গেল
বৃষ্টি ও খারাপ আলোয় ভেস্তে গেল বৃহস্পতিবারের কলকাতা প্রিমিয়ার লিগের মহমেডান-পুলিশ এসি ম্যাচ। ম্যাচ কমিশনার আলো জ্বালানোর কথা বললেও যুবভারতীর ফ্লাডলাইটের সংস্কারের কাজ চলায় সেটা সম্ভব হয়নি। এই ম্যাচ হবে ৮ অক্টোবর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.