মাছ ধরায় মার কিশোরকে
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
পুকুরে ছিপ ফেলে মাছ ধরায় এক বালককে মারধরের অভিযোগ উঠল পুকুরের মালিকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি বাধে। ওই বালকের বিধবা মা-সহ আহত হয়েছেন ৪ জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোঘাটের শ্রীপুর গ্রামে। পঞ্চম শ্রেণির প্রহৃত বালকের নাম টুটুল দাস। তাকে কামারপুকুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। টুটুলের মা পুকুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির কাছে নিজের পুকুরটি সংস্কার করে মাছ চাষ করেন শান্তি বারিক। গ্রামের কয়েক জন সেখানে ছিপ ফেলে মাছ ধরত। দিন কয়েক আগে শান্তিবাবু জানিয়ে দেন, কেউ যেন পুকুরে মাছ না ধরে। কয়েকটি ছেলের অভিভাবকদেরও বিষয়টি জানানো হয়। শান্তিবাবুর দাবি, অন্যেরা ছিপ ফেলা বন্ধ করলেও টুটুল ছিপ ফেলা বন্ধ করেনি। তিনি বলেন, “গত রবিবার থেকেই খবর পাচ্ছি ছোট রুই-কাতলা তুলছে ছেলেটি। বুধবার দিনও একই ঘটনা ঘটে। মাছ ধরছে দেখতে পেয়ে ওর হাতের ছিপ কেড়ে নিই। তাতেই ওইটুকু ছেলে অশ্রাব্য গালিগালাজ করল। হাতের কাছে কঞ্চি পেয়ে ওকে মারি। রাগের মাথায় ওই কাণ্ড করে ফেলেছিলাম। পরে ওর মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ছেলের চিকিৎসার খরচ দেব বলেছিলাম। কিন্তু লোকজন ডেকে ওরা আমাকে মারধর করেছে।” টুটুলের মা বুলা দাসের পাল্টা অভিযোগ, “ছেলে দু’একটা ছোট মাছ ধরছিল। ওকে শুধু শুধুই মেরেছে। আমাকেও অশ্লীল গালিগালাজ করেছে।”
|
ট্র্যাফিক-অফিস উদ্বোধন শ্রীরামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরে ট্র্যাফিক পুলিশের একটি অফিস এবং ব্যারাকের উদ্বোধন হল। মঙ্গলবার শ্রীরামপুর টিবি হাসপাতালের উল্টোদিকে ট্রাফিকের ওই শাখার উদ্বোধন করেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (বর্ধমান রেঞ্জ) বাসব তালুকদার, ডিআইজি (আইপিএস সেল), হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী শ্রীরামপুরের মহকুমাশাসক এবং জেলা পুলিশের পদস্থ অফিসারেরা। ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুর ও বৈদ্যবাটির পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় এবং অজয়প্রতাপ সিংহ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ব্যারাকে ট্র্যাফিক পুলিশের ১৫ জন থাকতে পারবেন। আইজি বলেন, “পুলিশের কাজে অনেক সমস্যা আছে। তা নিয়েই পুলিশকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেন।”
|
গত ২ অক্টোবর হুগলি পুলিশ এবং জেলার সাংবাদিক-চিত্র সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হয়। খেলাটি হয় চুঁচুড়ায় পুলিশ লাইনের মাঠে। পুলিশ দল ৬-২ গোলের ব্যবধানে হারায় সাংবাদিকদের। পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী গত বছরের মতো এ বারেও গোল করেন। মাঠে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ। |