দৌড়ে টক্কর দিতে গিয়েই দুর্ঘটনা, আটক ট্রাকচালক |
খিদিরপুর রোডে বৃহস্পতিবার রাতে একটি ট্রেলার ও মিনিট্রাকের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত চার জন। আট জনই মিনিট্রাকের আরোহী। আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। মৃতদের মধ্যে এক জনের নাম নিয়াজ আহমেদ। বাড়ি খিদিরপুরে। মৃত অন্য তিন জন এবং আহতদের নাম জানা যায়নি। মিনিট্রাক এবং তার চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা ঘিরে বেশি রাতে হাসপাতালে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ জানায়, ট্রেলারটি রাত সাড়ে ১১টা নাগাদ বিদ্যাসাগর সেতু থেকে নামছিল। ফার্লং গেটের কাছে খিদিরপুরগামী মিনিট্রাকটির সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। ট্রাকের উপর থেকে আট আরোহী ছিটকে পড়েন রাস্তায়। মিনিট্রাকটি রেষারেষি করে অন্যান্য গাড়িকে টক্কর দিতে গিয়েই দুর্ঘটনায় পড়ে। চালক অন্যদের সাহায্যে পাঁচ জনকে তুলে পিজি-তে নিয়ে যান। বাকি তিন জনকে পুলিশের অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান চার জন। ধুঁকছেন অন্য চার আরোহী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেলারটি কিছুটা এগিয়ে থেমে যায়। তার চালকের হদিস মেলেনি। ট্রাকের অন্য আরোহীরা পুলিশকে জানান, খিদিরপুর যাবেন বলে ৮-৯ জন ধর্মতলা থেকে মিনিট্রাকে উঠেছিলেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তার একটা পাশ রক্তে ভেসে যাচ্ছে। খিদিরপুরের বহু বাসিন্দা ভিড় করেছেন। পুলিশের উদ্যোগে রক্ত ধোয়া হচ্ছে। অরুণ কুমার নামে হেস্টিংসের এক বাসিন্দা বলেন, “খবর পেয়ে এসে দেখি, রক্তাক্ত কয়েক জন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছেন। ট্রাক ও পুলিশের অ্যাম্বুল্যান্সে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।”
|
বহুতলের বন্ধ ফ্ল্যাটে মিলল দেহ। বৃহস্পতিবার, লেক এলাকায়। মৃতের নাম রাজরাম সিংহ (৫২)। মৃতের শরীরে আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
|
পুলিশি হেফাজত থেকে পালানো পরিতোষ সর্দার নামে এক অভিযুক্ত গ্রেফতার হলেন। বৃহস্পতিবার, পশ্চিম চৌবাগা থেকে। ২৭ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়। ২৮ সেপ্টেম্বর ইবি অফিসের সামনে থেকে পালান তিনি।
|
রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে বৃহস্পতিবার চোরাই মোবাইল-সহ ধরা পড়ল দুই যুবক। পুলিশের দাবি, ধৃত মহম্মদ হালিম ও শেখ সাবির মেট্রোয় পকেটমারি করে।
|
দলীয় মুখপত্রের বোর্ড লাগানো নিয়ে সংঘর্ষে জড়ালেন সিপিএম-তৃণমূল সমর্থকেরা। মঙ্গলবার রাতে, কসবায়। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। কেউ গ্রেফতার হয়নি।
|
ট্যাক্সি পাচার চক্রের দু’জনকে কালীঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত রাজু সিংহ ও তসলিমের হেফাজতে মিলেছে দু’টি চোরাই ট্যাক্সি।
|
সদানন্দ রোডে একটি বাড়িতে চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ধরা পড়েছে দু’জন। পুলিশ জানায়, ধৃতদের নাম ওমপ্রকাশ ও রাজু দাস। |