স্বাস্থ্য শিবির সরানোয় ক্ষোভ |
গ্রাম থেকে অন্যত্র স্বাস্থ্যশিবির সরিয়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করলেন বাসিন্দারা। বুধবার সিমলাপাল ব্লকের পুখুরিয়া গ্রামের ঘটনা। দুপুর ১২টা থেকে ঘণ্টা দুয়েক ধরে পুখুরিয়া মোড়ে, খাতড়া-সিমলাপাল রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে বেশ কিছ ক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে সিমলাপাল থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধি দল সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করার পরে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুখুরিয়া গ্রামে একটি বেসরকারি সংস্থা সপ্তাহে দু’দিন স্বাস্থ্য শিবির করত। ওই গ্রাম থেকে স্বাস্থ শিবিরটি পাশের পার্শ্বলা গ্রামে স্থানান্তর করায় পুখুরিয়ার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুখুরিয়া গ্রামের বাসিন্দা প্রবীর রায়, শান্তিরাম মাহাতোরা বলেন, “প্রায় দেড় বছর ধরে আমাদের গ্রামে প্রতি বুধবার ও শনিবার ওই চিকিৎসা শিবিরটি চলছে। এ দিন হঠাৎ করে তা পাশের পার্শ্বলা গ্রামে স্থানান্তর করা হয়। তারই প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম।” সিমলাপালের ব্লক মেডিক্যাল অধিকারিক মহুয়া মহান্তি বলেন, “পুখুরিয়া গ্রামে যে বেসরকারি সংস্থা স্বাস্থ্যশিবির চালাচ্ছিল, তাঁদের কিছু সমস্যা হওয়ায় পার্শ্বলা গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে শিবিরটি স্থানান্তর করার নির্দেশ এসেছে। তাই শিবিরটি সেখানে স্থানান্তর করা হয়েছে।” তাঁর আশ্বাস, পুখুরিয়ার মানুষের দাবি যথেষ্ট গুরুত্ব দিয়ে স্বাস্থ্য দফতর বিবেচনা করবে।
|
ভোজপুরি মঞ্চ, দুর্গাপুর শাখার পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হল মঙ্গলবার। বেনাচিতির পশুপতি মার্কেট এলাকায় আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। আয়োজক সংস্থার সভাপতি এসডি ওঝা জানান, ৯ জন চিকিৎসক ২১৬ জন রোগীর স্বাস্থ্যপরীক্ষা করেন। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
|
মোবাইল ফোনের মেসেজ-এ মিলবে রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের যোগাযোগের নম্বর। কারও রক্তের প্রয়োজন রয়েছে কি না, জানা যাবে তা-ও। এমনই পরিষেবা চালু করল ভোডাফোন। সংস্থা জানিয়েছে, রক্তের প্রয়োজন পড়লে বা রক্ত দিতে চাইলে তাদের গ্রাহকেরা এসএমএসে ‘ব্লাড’ লিখে পাঠাতে পারেন ৫৫৪৪৪ নম্বরে। এর পর কয়েকটি সহজ ধাপে রক্তদাতা বা গ্রহীতার যোগাযোগের নম্বর পেয়ে যাবেন তাঁরা।
|
থ্যালাসেমিয়া নির্ণয় ও সচেতনতা শিবির হল পটাশপুরে। মঙ্গলবার পটাশপুর ১ ব্লকের ভঞ্জেরপুকুরে মংলামাড়ো মংলা অ্যাকাডেমিতে এই অনুষ্ঠান হয়।
|
রাজধানীতেও ছড়াচ্ছে ডেঙ্গি। মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৮৮। বুধবার নতুন করে আরও দশ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
|
শিক্ষামূলক ভ্রমণে এসে অসুস্থ হয়ে পড়লেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০০ পড়ুয়া। খাবারে বিষক্রিয়া হওয়াতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
|
রোগীমৃত্যু ঘিরে বুধবার ভাঙচুর হল জেমস লং সরণির এক নার্সিংহোমে। পুলিশ জানায়, জ্বর নিয়ে ভর্তি ছিলেন বাবুল শেখ (১৮)। এ দিন তাঁর মৃত্যু হয়। মৃতের পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। |