টুকরো খবর |
খনি নীতি নেই, জরিমানা রাজ্যকে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আদালতের নির্দেশ সত্ত্বেও খনি নীতি চালু না করায় মেঘালয় সরকারকে দ্বিতীয়বার জরিমানা করল গৌহাটি হাইকোর্ট। জয়ন্তিয়া পাহাড়ের পাঁচ নাগরিকের মিলিত আবেদনের শুনানির জেরে এই নির্দেশ। এর আগে, গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও খনি নীতি চালু না করায় রাজ্য সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। রাজ্যে খনি নীতি চালু করা নিয়ে টালবাহানা চলছে বহু বছর ধরে। বার বার অভিযোগ উঠেছে: কয়লা চক্র, খনি মালিকদের একাংশ রাজ্যে ক্ষমতায় থাকার ফলেই এই ঢিলেমি। রাজ্যে যার জমির নীচে যা পাওয়া যায় সেই সম্পদের মালিক সেই ব্যক্তি ও তার পরিবার। উপজাতি নিয়মকে হাতিয়ার করে নামে-বেনামে কয়লা পাচার চলছে। সরকার কোনও কর পাচ্ছে না। রাজ্য জুড়ে অবৈধ খাদানের পরিমাণ, বিস্ফোরণ ও বিপজ্জনক কয়লা তোলার পদ্ধতিতেও রাশ টানেনি সরকার। গৌহাটি হাইকোর্ট মে মাসেই রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, রাজ্যে অবিলম্বে একটি নির্দিষ্ট খনি নীতি বলবৎ করতে হবে। গত কাল অবধি তা হয়নি। রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয়, খনি নীতির ভাল-মন্দ দিক খতিয়ে দেখতে মন্ত্রিসভার বিশেষ কমিটি গড়া হয়েছে। কিন্তু বিচারপতি এ কে গোয়েল ও এন কে সিংহ মেঘালয় সরকারের সহকারী-অ্যাডভোকেট জেনারেল বি পি তোডির ব্যাখায় সন্তুষ্ট হতে পারেননি। তাঁরা বলেন, আদালতের নির্দেশের চার মাসের মধ্যেও নীতি প্রচলন না করা আদালত অবমাননার সামিল। রাজ্য, বিশেষ করে জয়ন্তিয়া পাহাড়ে যে ভাবে অবৈজ্ঞানিক খনন চলছে তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। বিচারপতিরা নির্দেশ দেন, মেঘালয় বিচারবিভাগীয় পরিষেবা সংস্থার অ্যাকাউন্টে সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। রাজ্যের মুখ্যসচিব ডব্লিউএমএস পারিয়াতকে বলা হয়েছে, ৩০ নভেম্বর, আগামী শুনানির আগেই সরকার কী পদক্ষেপ করছে তা নির্দিষ্ট করে জানাতে হবে।
|
বকেয়া বিলের মামলা, তদন্তে এ বার সিবিআই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ঠিকাদারদের বকেয়া বিল সংক্রান্ত মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চলেছে নাগাল্যান্ড সরকার। মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও এই ঘোষণা করেন। নাগাল্যান্ড ঠিকাদার সংস্থা বকেয়া পাওনার দাবিতে তৃতীয় দফায় বন্ধ-অবরোধ-ধর্মঘটের পথে হাঁটতে চলেছে। রাজ্যপাল নিখিল কুমার তাঁদের এই আন্দোলন স্থগিত রাখার আর্জি জানিয়ে বলেন, “বিলগুলির প্রামাণ্যতা বিচারের পরেই, রাজ্য টাকা দিতে পারে। এত পুরোনো বিলের সত্যাসত্য যাচাইয়ে সময় লাগবে। ততদিন ধৈর্য ধরতেই হবে।” মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও জানান, রাজ্য সরকারের বর্তমান যাচাই পদ্ধতির প্রতি ঠিকাদারেরা আস্থা রাখছেন না। তাই, বিষয়টি সিবিআইয়ের হাতে তুলে দেওয়াই ভাল। বিলের টাকা দাবি করলেই দেওয়া যায় না। কিছু বকেয়া বিল তিরিশ থেকে ৪০ বছরের পুরোনো। অনেক বিলই এই সরকারের আমলের নয়। সে ক্ষেত্রে, প্রকৃত ‘ওয়ার্ক অর্ডার’ বা তার প্রতিলিপি না পেলে টাকা দেওয়ার প্রশ্নই নেই। ঠিকাদারেরা, এক মাসের মধ্যে, সরকারের সব বকেয়া বিল মেটাবার দাবি জানিয়েছিলেন। রিও সাফ জানান, এত দ্রুত, কোনও তথ্য যাচাই না করে, রাজ্যের তহবিল থেকে লক্ষ-লক্ষ টাকা বিলি করে দেওয়া সম্ভব নয়। রাজ্যে সরকরা বকেয়া বিল পরীক্ষার জন্য বিশেষ তদন্তকারী দল গড়েছে। ঠিকাদার সংস্থার জমা দেওয়া বেশ কিছু বিল নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। রিও বলেন, “আমরা চাই প্রকৃত, বঞ্চিত ঠিকাদারের টাকা পান। কিন্তু, এই সুযোগে, কিছু প্রতারণার চেষ্টা চলছে। তাই, এ নিয়ে সিবিআই যা সিদ্ধান্ত নেবে তাই হবে।” প্রধান বিরোধী দল কংগ্রেস, সিবিআই তদন্তে স্বাগত জানিয়ে, পরিবহণ বিভাগের দুর্নীতি, অস্ত্রাগারের দুর্নীতি-সহ, রাজ্যের বাকি দুর্নীতিগুলির তদন্তভারও, সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
|
কাসভের কৌঁসুলির ফি পাবে নিহত ১৮ পুলিশের পরিবার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সন্ত্রাসবাদী আজমল কাসভকে আইনি সাহায্য দিতে খরচ হয়েছে ১৪.৫ লক্ষ টাকা। সেই টাকা ২৬/১১-এর হামলায় নিহত ১৮ জন পুলিশকর্মীর পরিবারকে দেওয়ার জন্য আজ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্ট কাসভকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। কাসভ তার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু অগস্টে সুপ্রিম কোর্ট কাসভের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টে কাসভের হয়ে লড়েছিলেন আইনজীবী রাজু রামচন্দ্রন ও গৌরব অগ্রবাল। শীর্ষ আদালত তাঁদের ফি বাবদ রামচন্দ্রনকে ১১ লাখ এবং গৌরব অগ্রবালকে ৩.৫ লাখ টাকা দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দেয়। রামাচন্দ্রন ও গৌরব টাকা নিতে অস্বীকার করলে এই নির্দেশ দেয় কোর্ট।
|
রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রাষ্ট্রপতিকে দেখার জন্য উৎসাহী মানুষজনকে আটকাতে যাওয়ায় দ্বারভাঙ্গায় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ইটপাটকেলও ছোড়ে। তাতে বেশ কিছু গাড়ির কাচ ভাঙে। এই ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে।আজ বেলা তিনটে নাগাদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ললিত নারায়ণ মিশ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে দ্বারভাঙা পৌঁছন। কিছু উৎসাহী মানুষ সমাবর্তন স্থলের ভিতরে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। জনতা ইট ছুড়লে পুলিশও পাল্টা লাঠি চালায়। দ্বারভাঙ্গা রেঞ্জের আইজি আর কে মিশ্র বলেন, “ঘটনাটি ঘটেছে দূরে। অনুষ্ঠানে কোনও বিঘ্ন ঘটেনি।”
|
যুবককে গুলি করে হত্যা
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে জনসমক্ষে গুলি করে হত্যা করা হল এক যুবককে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে রাঁচি জেলার বুঢ়মু থানার কেডলি গ্রামে। দুষ্কৃতী-দলে ছিল জনা দশেক যুবক। তাদের গায়ে ছিল জঙ্গি পোশাক। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম মনোজ মাহাত (২৪)। গত কাল বিকেলে দুষ্কৃতীরা মনোজের বাড়িতে হানা দিয়ে তাঁকে টানতে টানতে ঘর থেকে নিয়ে যায়। বাড়ির অদূরেই রাস্তায় দাঁড় করিয়ে মনোজের বুকে দু’টি গুলি করে। হত্যাকাণ্ডের পর গ্রামের পথ ধরেই এলাকা ছেড়ে যায় দুষ্কৃতীরা। আশপাশে গ্রামবাসীরা থাকলেও কেউই প্রতিবাদ করতে সাহস করেনি। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, উগ্রপন্থী সংগঠন পিএলএফআই-এর সঙ্গে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল মনোজের। খুনের পিছনে পিএলএফআইয়ের কোনও বিরোধী-সংগঠনের হাত রয়েছে বলে পুলিশের সন্দেহ।
|
ছ’মাসে শৌচাগার সব স্কুলে, নির্দেশ কোর্টের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী ছ’মাসের মধ্যে দেশের প্রতিটি স্কুলে শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আজ এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০১১ সালের ১৮ অক্টোবর দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রায় একই রকম নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তখন বলেছিল, স্কুলে স্কুলে বিশেষত মেয়েদের স্কুলে শৌচাগার তৈরি করাটা বাধ্যতামূলক। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এক বছর পরেও বিশেষত গ্রামাঞ্চলের স্কুলগুলিতে ছবিটা খুব একটা পাল্টায়নি। আর তাই বিচারপতি কে এস রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন এক বেঞ্চ আজ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, সব স্কুলে ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। শীর্ষ আদালত আগেও জানিয়েছিল, সমীক্ষায় দেখা গিয়েছে, যে সব স্কুলে শৌচাগার ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা নেই, সেখানে বাবা-মায়ের তাঁদের সন্তানকে পাঠাতে চান না। তাই স্কুলে স্কুলে ন্যূনতম চাহিদাগুলি পূরণ করাটা প্রয়োজন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, এই পরিকাঠামো তৈরি না করাটা সংবিধান প্রবর্তিত শিশু শিক্ষার অধিকার লঙ্ঘনের সমান।
|
দু’টি দুর্ঘটনায় বিহারে মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • পটনা |
সকাল থেকে দু’ঘণ্টার মধ্যে বিহারে দু’টি ট্রেন-দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে। প্রথম দুর্ঘটনায় বাবা ও ছেলে মারা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বেগুসরাইয়ে। রেল পুলিশ জানিয়েছে, আজ সকাল ৬টা নাগাদ বিজয় পাসোয়ান (৩৫) তাঁর ৮ বছরের ছেলে বিশাল কুমারকে নিয়ে লাইনের উপর দিয়ে হেঁটে বেগুসরাই স্টেশনে আসছিলেন। সেই সময় পিছন থেকে ডাউন জনসেবা এক্সপ্রেস এসে পড়ে। বাবা ও ছেলে, দু’জনেই ট্রেনের চাকায় কাটা পড়ে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নওয়াদা স্টেশনে। খুশবু কুমারী (২৫) নামে এক মহিলা ট্রেনে ওঠার সময় ট্রেনটি ছেড়ে দেয়। টাল সামলাতে না পেরে খুশবু পিছলে পড়ে যান। ওই ট্রেনের চাকাতেই কাটা পড়েন তিনি। নওয়াদার ধামোল এলাকায় ওই মহিলার বাড়ি। রেল জিআরপি-র ওসি এস কে সিংহ বলেন, “সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে। পরে মহিলার পরিচয় জানতে পেরে তাঁর বাড়িতে খবর পাঠানো হয়।”
|
মোবাইলের লোভে ছেলেকে বিক্রি ওড়িশায়
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
মোবাইল ও জিনস কিনতে মাত্র পাঁচ হাজার টাকায় সতেরো মাসের ছেলেকে বিক্রি করল মা। ওড়িশার জয়পুর জেলার ঘটনা। পুলিশ সুপার দীপক কুমার জানান, জয়পুরের মুন্ডামালা গ্রামের বাসিন্দা বছর কুড়ির রাখি পাত্র নিজের সন্তান বিক্রির টাকায় মোবাইল, জিনস, টপ আর ফোনের মেমোরি কার্ড কিনেছে। পেশায় সে দিনমজুর। গত মাসের ১৭ তারিখে কটকের বাবুলা বেহেরাকে নিজের সন্তান বিক্রি করে সে। পরে কটক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তার পর শিশুটিকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু রাখি জানায়, সে তার বাচ্চা ফিরিয়ে নিতে নারাজ। তাই বাধ্য হয়েই শিশুটিকে শিশু কল্যাণ কমিটির হেফাজতে রাখা হয়েছে।
|
নাগরি নিয়ে সিদ্ধান্ত নেবে আদালতই
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
নাগরির জমি-জট ক্রমেই জটিল হয়ে উঠছে। অধিগৃহীত জমি, কৃষকদের ফিরিয়ে দেওয়ার প্রশ্নে আপত্তি উঠেছে খোদ সরকারি স্তরেই। ঝাড়খণ্ড প্রশাসনের একাংশ মনে করছে, প্রকল্প নির্মাণের উদ্দেশে অধিগৃহীত নাগরির জমি ফিরিয়ে দিলে নজির সৃষ্টি হবে। তাতে আগামী দিনে উন্নয়নের কোনও কাজেই জমি পাওয়া যাবে না। জমি বিরোধের নিষ্পত্তি আদালতের নির্দেশ মোতাবেকই হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী তথা জেএমএম নেতা মথুরাপ্রসাদ মাহাত। ভুমিমন্ত্রীর ওই ভূমিকায় ক্ষিপ্ত হয়ে এ দিন রাঁচি শহরের অ্যালবার্ট এক্কা চকে বিক্ষোভ করেন নাগরির কৃষকরা।
|
পুড়ে ছাই বহু ঝুপড়ি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আগুনে পুড়ে গেল প্রায় ৩০০ ঝুপড়ি। গত কাল রাতে গুয়াহাটির ফ্যান্সিবাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, একটি ঝুপড়ি থেকে কোনও ভাবে আগুন ছড়িয়ে পড়েছিল। টোকোবাড়ি এলাকার ওই অংশে সার দিয়ে বাঁশ, চাটাইয়ের ঝুপড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের বেশ কিছু ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য ৩০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
|
জমি বিবাদে হত ২
নিজস্ব সংবাদদাতা • পটনা |
জমি বিবাদকে কেন্দ্র করে ঔরঙ্গাবাদে দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যু হয়েছে। অন্য একজন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাল রাতে মুফস্বল থানার ইকোনা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তেজা যাদব (৩৫) এবং দারোগা যাদব (৪০)। পুলিশ সুপার দলজিৎ সিংহ বলেন, “এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
|
স্পেকট্রাম নিয়ে ফের বৈঠক ৮ই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টেলি স্পেকট্রাম নিয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রী গোষ্ঠীর আজকের বৈঠকে ঐকমত্য হয়নি। অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে ওই বৈঠক বসেছিল। ফলে পরবর্তী বৈঠকের দিন ধার্য হয়েছে আগামী ৮ অক্টোবর। টেলিকম সংস্থাগুলির জন্য এককালীন স্পেকট্রাম ফি নির্ধারণ ইত্যাদি নিয়ে এ দিন আড়াই ঘণ্টার বৈঠক হয়। তবে চূড়ান্ত সিদধান্ত ৮ তারিখেই নেওয়া হবে বলে বৈঠক শেষে জানান টেলিকম মন্ত্রী কপিল সিব্বল।
|
উত্তর-পূর্বে ভূমিকম্প
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভূমিকম্পে কেঁপে উঠল অসম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়। শিলং সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, গত কাল রাত ১২টা ৮ মিনিটে কম্পনটি হয়। কম্পনমাত্র ছিল ৫.১ রিখটার স্কেল। ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার অসমের শোণিতপুর জেলার রাঙাপাড়ার কাছে। কম্পনের ধাক্কায় ডিব্রুগড়ে কলাখোয়া এমভি স্কুলের একটি অংশ ভেঙে পড়েছে বলা জানা গিয়েছে। মাজুলিতেও কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে।
|
সংসদীয় কমিটিতে রাজা, কলমডী
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দু’টি পৃথক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এ রাজা এবং সুরেশ কলমডী। টুজি কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী এ রাজা শক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। কমনওয়েলথ গেমস দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কলমডী বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। টুজি কাণ্ডে ধৃত রাজা এ বছরের ১৫ মে জামিনে মুক্তি পান। কলমডীও এ বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়ার আগে প্রায় ন’মাস জেলে কাটান।
|
জয়সওয়ালের নামে মামলা
সংবাদসংস্থা • কানপুর |
মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়ালের নামে মামলা করলেন এক সমাজকর্মী। রাস্তায় বিক্ষোভও দেখান কয়েক জন।
|
রফাসূত্র অমিলই
সংবাদসংস্থা • মুম্বই |
মিলল না কিংফিশার সমস্যার সমাধানসূত্র। কর্তৃপক্ষ কর্মীদের ৭ মাসের বকেয়া বেতনের মধ্যে ১ মাসের বেতন মেটানোর আশ্বাস দেওয়ায় ধর্মঘট শুরু করেছেন বিমান চালক ও ইঞ্জিনিয়াররা।
|
মত বদল
সংবাদসংস্থা • চেন্নাই |
দিল্লিগামী বিমান থেকে শেষ মুহূর্তে নেমে আসায় ২ ব্যক্তিকে আটক করলেন গোয়েন্দারা। মত বদলের কারণ হিসাবে একাধিক বার পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন তাঁরা।
|
ক্ষতিপূরণে সম্মতি
সংবাদসংস্থা • তিরঅনন্তপুরম |
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইসরোর বিজ্ঞানী নম্বি নারায়ণনকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কেরল সরকার। ১৯৯৪ সালের তাঁকে চর সন্দেহে মামলা করা হয়।
|
তথ্যপ্রযুক্তি কর্তা ধৃত
সংবাদসংস্থা • নয়ডা |
ধর্ষণের অভিযোগে এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তাকে গ্রেফতার করল পুলিশ। অফিসের কাজে বাইরে নিয়ে গিয়ে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ মহিলার।
|
গণধর্ষণ, ধৃত ২
সংবাদসংস্থা • গাজিয়াবাদ |
ঠান্ডা পানীয়ে মাদক মিশিয়ে খাইয়ে এক মহিলাকে গণধর্ষণ করল দু’জন। পুলিশ জানিয়েছে, দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
|
আমলার জামিন
সংবাদসংস্থা • লখনউ |
ট্রেনের কামরায় এক মহিলাকে ধর্ষণের চেষ্টার মামলায় জামিন পেলেন আইএএস অফিসার শশীভূষণ সুশীল।
|
ধুবুরিতে বিস্ফোরণ |
মঙ্গলবার রাত ১০টা নাগাদ দেশি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ধুবুরি শহর। তবে ঘটনায় হতাহতের খবর নেই। শহরের নুনিয়া পট্টি এলাকায় এই ঘটনাটি ঘটে। বিস্ফোরণের জেরে রাস্তায় আগুন লেগে গেলে স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে ফেলেন। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার বেশ কিছু অংশ উদ্ধার করে। গত ২ মাস ধরে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কার্ফু চলছে ধুবুরিতে, এর মধ্যে কী ভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
|
দুর্ঘটনা থেকে রক্ষা |
মাঝির তৎপরতায় ধুবুরিতে ব্রহ্মপুত্রে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন লঞ্চের ৩০০ যাত্রী। বুধবার হাল ভেঙে দুর্ঘটনায় পড়ে লঞ্চটি। মাঝি সেটিকে কাছাকাছি চরে এনে দাঁড় করান। |
|