চাকরি করতে করতে মৃত কিছু পুলিশকর্মীর নিকটাত্মীয়েরা চাকরি চেয়ে বুধবার সকালে মহাকরণের সেন্ট্রাল গেটে বিক্ষোভ দেখান। তাঁদের কেউ কর্মপ্রার্থী, কেউ বা তাঁদের অভিভাবক। কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত অবস্থায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। তাঁদের এক জন পোষ্যকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু চাকরি হয়নি। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
|
অটোয় বেশি ভাড়া, নালিশ মন্ত্রীকে |
কলকাতায় বেশ কিছু এলাকায় অটোচালকেরা বেআইনি ভাবে বেশি ভাড়া নিচ্ছেন। পরিবহণমন্ত্রী মদন মিত্র এই ধরনের বেশ কিছু অভিযোগ পেয়েছেন। ওই সব চালকের উপরে সরকার নজর রাখছে বলে মদনবাবু বুধবার জানান। মহাকরণে তিনি বলেন, “অটোচালকেরা যে-সব রুটে ভাড়া বেশি নিচ্ছেন, তার মধ্যে রয়েছে সল্টলেক, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, গড়িয়া, গড়িয়াহাট, তারাতলা, বেহালা চৌরাস্তা, ঠাকুরপুকুর, সোদপুর এবং মধ্যমগ্রাম।” অটোর ভাড়া কি তা হলে সরকারই নির্ধারণ করবে? পরিবহণমন্ত্রী বলেন, “সিপিএমের প্ররোচনায় কিছু চালক বাড়তি ভাড়া নিচ্ছেন। আমরা সব বিষয়েই আলোচনা করছি।” মদনবাবু জানান, ট্যাক্সির ক্ষেত্রে যাত্রী-প্রত্যাখ্যানের অভিযোগ আসছে। এ ছাড়া পুলকার মালিকেরা বেআইনি ভাবে গাড়ি চালাচ্ছেন। প্রায় ৯৮% পুলকার-মালিকের পারমিট নেই। তাঁরা বেআইনি ভাবে ব্যবসা করছেন। যাত্রী প্রত্যাখ্যান কমাতে শহরের ৩০টি জায়গায় ট্যাক্সি স্ট্যান্ড গড়া হবে বলে জানান মন্ত্রী।
|
কেন্দ্রীয় আমলার সই নকল করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দেবব্রত ভট্টাচার্য। স্বাস্থ্য মন্ত্রকের মহানির্দেশকের অফিসের এক কর্তার সই জাল করে চিঠি তৈরি করেছিল দেবব্রত। সেটির বয়ান ছিল, সোয়াইন ফ্লু-র সংক্রমণ রুখতে ‘মেডিক্যাল মাস্ক’ সরবরাহের বরাত দেওয়া হয়েছে তাকে। অভিযোগ, তিন জনকে সেই চিঠি দেখিয়ে ৮০ লক্ষ টাকা নেয় সে। পুলিশ জানায়, আগেও প্রতারণার অভিযোগে ধরা পড়ে তিহাড় জেলে ছিল দেবব্রত।
|
দুই যুবকের গলাকাটা দেহ মিলল। বুধবার একটি দেহ মেলে দক্ষিণ বন্দর থানা এলাকায় চক্ররেল লাইনের কাছে। অন্য দেহটি মেলে জগাছার কোম্পানি পুকুর থেকে।
|
আট বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মঙ্গলবার বেনিয়াপুকুর থেকে গ্রেফতার হল এক কিশোর। অন্য দিকে, গত বুধবার পার্ক স্ট্রিটে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ধরা হয়েছে চন্দন মল্লিক নামে এক ব্যক্তিকে।
|
যাদবপুরের বিবেকনগরে নির্মীয়মাণ একটি বাড়ি বুধবার ভেঙে দেন পুরকর্মীরা। ১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান তারক চক্রবর্তী বলেন, “অবৈধ নির্মাণের দায়ে ২৭ বছরে এই অঞ্চলে প্রথম পুরসভা বাড়ি ভাঙল।”
|
ভ্যাট থেকে মিলল সদ্যোজাত এক শিশুকন্যা। বুধবার, হরিদেবপুরে। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে।
|
নেপাল থেকে পাচার হওয়া তিন কিশোরী উদ্ধার হল বড়তলা থানা এলাকা থেকে। পুলিশ জানায়, গীতা তামাং নামে এক মহিলা গ্রেফতার হন।
|
ভোগান্তির প্রহর (আজ মিছিল) |
সময় |
কোথা থেকে |
কোথায় যাবে |
কাদের |
বেলা ১টা |
সুবোধ মল্লিক স্কোয়্যার |
মহাকরণ |
ফরওয়ার্ড ব্লক |
বেলা ১টা |
হেস্টিংস |
মেয়ো রোড |
ইমাম সংগঠন |
বেলা ১টা |
কলেজ স্কোয়্যার |
ধর্মতলা |
এআইইউডিএফ |
বেলা ১টা |
তালতলা |
ধর্মতলা |
কারিগরি শিক্ষক |
এড়িয়ে চলুন (১১টা থেকে ৫টা) |
জওহরলাল নেহরু রোড, এসএন ব্যানার্জি রোড, লিন্ডসে স্ট্রিট, মেয়ো রোড, হো চি মিন সরণি,
রানি রাসমণি অ্যাভিনিউ, লেনিন সরণি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, হেস্টিংস ও চৌরঙ্গি।
|
|