টুকরো খবর
রতন টাটাদের নিয়ে আজ কাশ্মীরে রাহুল
আগামী কাল দু’দিনের জন্য কাশ্মীর সফরে আসছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গাঁধী। তবে তিনি একা নন, রাহুলের সঙ্গে আসবেন শিল্পপতি রতন টাটা ও কুমারমঙ্গলম বিড়লাও। এই প্রথম এত বড় মাপের বাণিজ্য প্রতিনিধি দল পা রাখছে কাশ্মীর উপত্যকায়। আগামী কাল লাদাখের লেহ্ ও কার্গিল শহরে জনসভা করবেন রাহুল। উপত্যকার বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধানদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা আছে। কাশ্মীরে পঞ্চায়েত প্রধানদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই উদ্বিগ্ন রাহুল। গত সপ্তাহে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করেছে সরপঞ্চদের একটি প্রতিনিধি দলও। সূত্রের খবর, রাহুল গাঁধীর অনুরোধেই কাশ্মীরে আসতে রাজি হয়েছেন রতন টাটা ও কুমারমঙ্গলম বিড়লা। আগামী পরশু কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজেন করা হয়েছে। সেখানে এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। প্রতিনিধি দলটির মধ্যে থাকবেন উইপ্রো সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি-সহ কর্পোরেট জগতের বেশ কিছু নামকরা ব্যক্তিত্ব। আলোচনা সভায় উপস্থিত থাকার কথা দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ও অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়েরও। আসলে গত বছর রাহুল যখন কাশ্মীরে এসেছিলেন, এখানকার ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল, কোনও বড় প্রতিষ্ঠান উপত্যকায় বিনিয়োগ করতে চায় না। তা ছাড়া, এখানে চাকরির সুযোগও খুবই সীমিত। রাহুল তখন কথা দিয়েছিলেন, কাশ্মীরে তিনি একটি বাণিজ্য প্রতিনিধি দল আনার ব্যবস্থা করবেন। যাতে আলাপ-আলোচনার মাধ্যমে এখানে বিনিয়োগের রাস্তা খোলা সহজ হয়।

সব গাড়ির দাম বাড়াল মারুতি
সব গাড়ির দাম বাড়িয়ে দিল মারুতি-সুজুকি। বিভিন্ন মডেলের জন্য দাম বাড়ল ২৫০০ থেকে ৫২৫০ টাকার মধ্যে। নতুন দাম বুধবার থেকেই কার্যকর হয়েছে বলে সংস্থা সূত্রের খবর। বৈদেশিক মুদ্রার দামের ওঠা-পড়া এবং যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে মারুতি-সুজুকির মুখপাত্র জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার খরচ ২০১৫ সালের মার্চের মধ্যে প্রায় ৬৫ শতাংশ কমিয়ে ৬০ কোটি ডলারে বেঁধে রাখার লক্ষ্যমাত্রাও নিয়েছে সংস্থা। এর জন্য ভারত থেকেই আরও বেশি পরিমাণে যন্ত্রাংশ সংগ্রহের উপর জোর দেবে সংস্থা।

পেনশন বৃদ্ধির দাবি তুলবে ব্যাঙ্ক ইউনিয়ন
এ বার ব্যাঙ্ককর্মীদের পেনশন সংশোধনের দাবিতে সোচ্চার হবে ইউনিয়নগুলি। নতুন বেতন চুক্তি নিয়ে আলোচনায় এই প্রসঙ্গ উঠবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া-র সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস। চলতি মাসেই কর্মী ও অফিসারদের পুরনো বেতন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে শীঘ্রই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সঙ্গে বৈঠক শুরু হবে। বুধবার কলকাতায় ইউকো ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্মেলনে প্রদীপবাবু বলেন, “পেনশন হিসাব করা হয় অবসরকালীন বেতনের ভিত্তিতে। পরে আর সংশোধন হয় না। কেন্দ্রীয় কর্মীদের জন্য পে কমিশন যে নিয়ম করেছে, তার ধাঁচেই ব্যাঙ্ককর্মীদের পেনশন সংশোধনের দাবি করব।” সিটুর সাধারণ সম্পাদক তপন সেন জানান, ব্যাঙ্কিং আইন সংশোধন বিলের বিরুদ্ধেও জনমত গড়ে তোলা হবে।

নয়া আবাসন প্রকল্প
রাজারহাটে সিদ্ধা গোষ্ঠীর আবাসন প্রকল্প ‘জানাডু’-র দরজা খুলে দেওয়া হল আবাসিকদের জন্য। পূর্বাঞ্চলের এই প্রথম স্টুডিও অ্যাপার্টমেন্ট শিল্পী ও পেশাদারদের জন্য বিশেষ ভাবে তৈরি। এখানে রয়েছে লাউঞ্জ, কাফে, বিজনেস সেন্টার ইত্যাদির সুবিধা। সিদ্ধা গোষ্ঠীর এমডি সঞ্জয় জৈন জানান, ভাল সাড়া মেলায় অন্যত্রও একই ধরনের প্রকল্প হাতে নেবেন তাঁরা।

নতুন নিয়োগ
শুভলক্ষ্মী পান্সে এলাহাবাদ ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.