টুকরো খবর |
যুবক নিখোঁজ, খনি থেকে জল বের করার দাবি
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
নিখোঁজ যুবক বিকাশ মণ্ডলের মৃতদেহ সেখানে রয়েছে কি না, তা জানতে পরিত্যক্ত খনি থেকে জল বের করতে হবে ইসিএলকে, এই দাবিতে মঙ্গলবার কাজোড়া শ্মশানের কাছে কাজোড়া-হরিপুর রাস্তা ঘণ্টা চারেক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তার প্রেক্ষিতে বুধবার ইসিএলের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেয় পুলিশ। কিন্তু এ দিনও সেই আলোচনা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের তরফে অবশ্য জানানো হয়, নিখোঁজকে খুঁজে বের করতে ইসিএলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অন্য সব সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত অধরা। গত ২১ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কাজোড়া গ্রামের যুবক বিকাশ মণ্ডল। তিন দিন পরে বাড়ির অদূরেই একটি পরিত্যক্ত খনির পাশ থেকে তাঁর জামাকাপড়-সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়। তাঁর বাবা স্বপন মণ্ডল অন্ডাল থানায় ছেলেকে খুনের মামলা দায়ের করেন। ওই খনিতেই বিকাশের মৃতদেহ রয়েছে আশঙ্কা করে বাসিন্দারা পরিত্যক্ত খনি থেকে জল বের করার দাবি তোলেন। পুলিশ ইসিএলের সাহায্যে পরিত্যক্ত খনির জল বের করার ব্যবস্থা করলেও দু’দিন ধরে যান্ত্রিক ত্রুটিতে তা করা যাচ্ছে না। মঙ্গলবার তাঁরা দাবি করেন, পাম্পের সংখ্যা বাড়িয়ে ইসিএল কর্তৃপক্ষকে দ্রুত জল বের করে ফেলতে হবে।
|
অনিয়মিত মিনিবাস, নালিশ বারাবনিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বারাবনির বিভিন্ন রুটে মিনিবাস ঠিক মতো চলছে না, এই অভিযোগ তুলল আইএনটিটিইউসি অনুমোদিত অসংগঠিত শিল্প শ্রমিক ইউনিয়ন। আসানসোলের অতিরিক্ত জেলাশাসক জয়ন্তকুমার আইকতের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। সংগঠনের কার্যকরী সভাপতি পাপ্পু উপাধ্যায়ের অভিযোগ, “আসানসোল দোমহানি, আসানসোল রুনাকুড়া ঘাট ও আসানসোল গৌরান্ডি এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত মিনিবাস চলছে না। ফলে স্থানীয় বাসিন্দারা চরম অসুবিধায় পড়েন।” তাঁদের দাবি, পুজোর আগে এই সমস্ত রুটে বাস চলাচল স্বাভাবিক করা হোক। অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্য দিকে, আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায়ের দাবি, এই সব রুটে নিয়মিত বাস চলাচল করছে। তা সত্ত্বেও এই অভিযোগ কেন উঠেছে, তা খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
|
রাস্তা সংস্কারের দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
রাস্তা সংস্কার, পুকুর সংস্কার, স্থানীয় এলাকার উন্নয়নের জন্য বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে নিউ কেন্দা কোলিয়ারির বেসরকারি প্যাচে এক ঘন্টা উৎপাদন বন্ধ রেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জামুড়িয়া ব্লক ২ তৃণমূলের সভাপতি তাপস চক্রবর্তী জানান, কয়লা পরিবহনের ফলে চলার রাস্তার বেহাল দশা। ইসিএলের বিধি অনুযায়ী, খনি সংলগ্ন এলাকায় উন্নয়নের জন্য বিদ্যুৎ, পানীয় জল-সহ রাস্তার পরিকাঠামো উন্নয়নে ওই সংস্থা দায়বদ্ধ। খনি কর্তৃপক্ষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের ব্যবস্থা করা হবে।
|
বেআইনি নির্মাণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জের স্কুলপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্রের অভিযোগ, “স্কুলপাড়ায় রাস্তার ধারে বিনা অনুমতিতে সরকারি জমি দখল করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে তৃণমূল। রানিগঞ্জ থানা-সহ বিভিন্ন প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ জানিয়ে প্রতিকার চাওয়া হয়েছিল। কার্যক্ষেত্রে প্রশাসনিক মহল থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এখনও নির্মাণ কাজ প্রকাশ্যেই চলছে।” রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলি বলেন, “অভিযোগ খতিয়ে দেখে দলের তরফে ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর পাল্টা দাবি, “অনুপবাবুদের মদতে কত সরকারি জমি দখল করে নির্মাণ হয়েছে, সে ব্যাপারেও আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব।” পুলিশ জানায়, তদন্ত চলছে।
|
তিন যাত্রীকে মাদক খাইয়ে লুঠ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মাদক খাইয়ে তিন ট্রেন যাত্রীকে বেহুঁশ করে সর্বস্ব লুঠ করে নিল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে দুর্গাপুর স্টেশনে একটি বর্ধমানগামী লোকাল ট্রেন থেকে তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেল পুলিশ সূত্রে খবর, বারাসতে রেলের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষা দিতে গিয়েছিলেন বিহারের বাসিন্দা উপেন্দ্র যাদব, রামকৃষ্ণ যাদব ও চন্দ্রদেব যাদব। রেল পুলিশকে তাঁরা জানান, পরীক্ষা দিয়ে এ দিন মোকামো প্যাসেঞ্জার ধরে বাড়ি ফিরছিলেন তাঁরা। রেলপুলিশের প্রাথমিক অনুমান, বিভ্রান্তি ছড়াতে ওই ট্রেন থেকে তাঁদের আসানসোলে নামিয়ে বর্ধমানগামী লোকাল ট্রেনে তুলে দেয় দুষ্কৃতীরা। তাঁদের সঙ্গের ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন খোওয়া গিয়েছে।
|
খনিকর্মীর দেহ মিলল অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
—নিজস্ব চিত্র। |
বাড়ি থেকে বেরনোর পরের দিন এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল অন্ডালের ডামারিবাঁধ এলাকায়। মৃতের নাম কার্তিক মাঝি (৫০)। বাড়ি মধুসূদনপুর এলাকায়। তিনি খাস কাজোড়া কোলিয়ারিতে কাজ করতেন। দুর্গাপুরের এডিসিপি সুনীল যাদব জানান, মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজে বেরিয়ে বাড়ি ফেরেননি কার্তিকবাবু। বুধবার সকালে পরিবারের সদস্যেরা প্রতিবেশীদের কাছে খবর পান, মৃতদেহ ডামারিবাঁধ এলাকায় পড়ে রয়েছে। কার্তিকবাবুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছে।
|
পক্ষপাতের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ম্যানেজারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল জেকে নগর কোলিয়ারিতে। তৃণমূল নেতা অজয় মাহাতো ওই কোলিয়ারির এজেন্টের হাতে বুধবার একটি দাবিপত্র তুলে দেন। তাঁর অভিযোগ, কোলিয়ারির ম্যানেজার তাঁর পছন্দের কর্মীদের ভূগর্ভ থেকে খনির উপরে বা উপর থেকে ভূগর্ভে পাঠাচ্ছেন। দক্ষতা না দেখে এমন বদলি করাতে কোলিয়ারির উৎপাদন ব্যাহত হচ্ছে। তাঁর দাবি, ম্যানেজারের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এজেন্ট জানান, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে।
|
পাকা রাস্তার দাবি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিসায়র বাস স্টপেজে পানীয় জলের ট্যাঙ্ক, শৌচালয় নির্মাণ-সহ একগুচ্ছ দাবিতে রানিগঞ্জ পুরপ্রধানের হাতে দাবিপত্র তুলে দিল তৃণমূলের ৪ নম্বর ওর্য়াড কমিটি। ওর্য়াড কমিটির কার্যকরী সভাপতি সাধন সিংহের দাবি, পুরসভার পক্ষ থেকে বারবার দাবিপূরণের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ দিনও দাবিপূরণের আশ্বাস দেন পুর কর্তৃপক্ষ।
|
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহম্মদ নূর আলম নামে এক দুষ্কৃতীকে বুধবার আসানসোলে গ্রেফতার করল পুলিশ। তার কাছে একটি পাইপগান ও কয়েকটি তাজা কার্তুজ মিলেছে। পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
|
কোথায় কী |
দুর্গাপুর
গাড়ির মেলা। গাঁধী ময়দান। সকাল ১১টা।
ফুটবলা। প্রতাপপুর স্কুলের মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: প্রতাপপুর মডেল স্টিল গ্রাম। |
|