এ বার থেকে মেদিননীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার সুফল পাওয়া যাবে। মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, হাসপাতাল সুপার যুগল কর প্রমুখ। হাসপাতাল চত্বরে রোগী সহায়তা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রেই যোজনা সংক্রান্ত সমস্ত কাজকর্ম হবে। গরিব মানুষদের সুবিধার জন্য স্বাস্থ্য বীমা যোজনাটি চালু করেছে কেন্দ্র। আগে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে যোজনার সুফল পাওয়া যেত। পরে সরকারি হাসপাতালেও যোজনাটি চালু করার উদ্যোগ নেওয়া হয়। এরফলে এক- একটি গরিব পরিবার বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার খরচে ছাড় পেতে পারে।
|
স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজিত হল চাঁপাডাঙায়। আয়োজক ভারত সরকারের ক্ষেত্র প্রচার মন্ত্রণালয় দপ্তর। ডেঙ্গি, ম্যালেরিয়া, এডস-সহ নানান অসুখ নিয়ে আলোচনা হল সেখানে। শিবিরে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের হুগলির আধিকারিক সন্দীপন দাশগুপ্ত প্রমুখ।
|
ডেবরা গ্রামীণ হাসপাতালে প্যাথলজিক্যাল সেন্টারের নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন তৃণমূল সাংসদ শুভেন্দু আধিকারী। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, স্থানীয় সাংসদ রাধাকান্ত মাইতি প্রমুখ। বিধায়ক তহবিলের টাকাতেই তৈরি হয়েছে এই নতুন ভবন। তবে প্যাথলজিক্যাল সেন্টার চালু হতে আরও কয়েকদিন লাগবে। এ দিন ওই অনুষ্ঠানে স্থানীয় কয়েকটি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম দিয়ে সাহায্য করা হয়। এ দিনই ডেবরা থানার পক্ষ থেকে ওই গ্রামীণ হাসপাতালের রোগীদের ফল বিতরণ করা হয়েছে।
|
হঠাৎ রক্তের প্রয়োজন। কিন্তু রক্তদাতার সন্ধান পেতেই চলে যায় সময়। অনেক সময়ে রোগীর প্রাণ সংশয়ও দেখা দেয়। প্রয়োজনে সরাসরি যাতে রোগীর পরিজনেরা সংশ্লিষ্ট গ্রুপের রক্তদাতার সন্ধান পান, সে জন্য সোমবার দুর্গাপুরে উদ্বোধন হল রক্তদান বিষয়ক একটি ওয়েবসাইটের। উদ্যোক্তা একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওয়েবসাইটটি হল ‘www.durgapurbloodforum.co.in’। সংস্থা সূত্রে জানা যায়, ওয়েবসাইটে রক্তদাতা, তাঁদের ঠিকানা, ফোন নম্বর ও রক্তের গ্রুপের উল্লেখ থাকবে। অনুষ্ঠানে ছিলেন দুর্গাপুর হাসপাতালের সুপার দেবব্রত দাস। তিনি দুর্গাপুরে ২৪ ঘণ্টার ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলায় জোর দেন।
|
গাঁধী জয়ন্তীতে দুর্গাপুরে পড়ুয়াদের সচেতনতা র্যালি। |
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর পূর্ব শাখার পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বিষয়ক র্যালির আয়োজন করা হয়। সংস্থার রাজ্য সভাপতি মিহির নন্দী জানান, কন্যাভ্রুণ হত্যা রোধ, পোলিও ও এড্স-মুক্ত পৃথিবী, তামাকমুক্ত দেশ গড়া, বৃক্ষরোপণ প্রভৃতি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত এই র্যালিতে যোগ দেন বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা। সহযোগিতা করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।
|
ধোঁয়ায় আতঙ্ক মেডিক্যালে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাতানুকূল যন্ত্রে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে। দমকল জানায়, মঙ্গলবার রাত সওয়া ১০টা নাগাদ ইডেন ভবনের তেতলায় শিশু রাখার ঘরে একটি বাতানুকূল যন্ত্র থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। দ্রুত ঘর থেকে শিশুদের বাইরে নিয়ে যান হাসপাতালের কর্মী ও মায়েরা। দমকলের তিনটি ইঞ্জিন ১৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। |