টুকরো খবর
ঘুষ চাওয়ায় প্রহৃত পুলিশ
সঙ্কোশ বাজার থেকে চাল কিনে সাইকেলে বাড়ি যাচ্ছিলেন রবীন্দ্র সেন। সেই চাল আটকে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির অফিসার মহম্মদ ফিরোজ ঘুষ চান বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন পৃথ্বীশ বিশ্বাস নামে আরেক বাসিন্দা। ওই অফিসার তাতে খেপে গিয়ে পৃথ্বীশবাবুকে মারধর করেন বলে অভিযোগ। তা দেখে অফিসারের গালে চড় দিয়ে স্বামীকে বাঁচান পৃথ্বীশবাবুর স্ত্রী অনিতাদেবী। খবর পেয়ে এলাকা লোকজন ছুটে আসেন ওই অফিসার সীমানার একটি পুলিশ ক্যাম্পে আশ্রয় নেন। শুরু হয় ওই ক্যাম্প ঘিরে ওই অফিসারের শাস্তির দাবিতে বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে অসম সীমানার সঙ্কোশ সেতু লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব কুমার দাস বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে শীঘ্রই ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত ফিরোজ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আমি ঘুষ নিইনি।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সঙ্কোশ সেতু উপর একটি চেক পোস্ট রয়েছে। সেখানে তল্লাসির নামে অভিযুক্ত টাকা আদায় করেন। আলু পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটি কৃষিজাত পণ্য বস্তাপ্রতি ৫০ টাকা এবং গরু ছাগল প্রতি ১০০ টাকা করে নেন। এ ছাড়া গাড়িপ্রতি ২০০- ৫০০ টাকা ঘুষ নেন বলে। অনিতাদেবী বলেন, “আমরা বাড়ি ফিরছিলাম। এক জনের চাল আটকে ওই পুলিশ অফিসার ৩০০ টাকা ঘুষ চান। স্বামী প্রতিবাদ করায় ওঁকে মারধর শুরু করেন। গুলি, মামলার ভয় দেখান। তাই ওই অফিসারকে চড় মেরেছি।”

জয়ীকে ৩০ হাজার
ক্লাবের সুবর্ণ জয়ন্তীতে মহালয়ার সকালে রোড রেসে সেরা প্রতিযোগীকে এবার ৩০ হাজার টাকা নগদ পুরস্কার দিচ্ছে শিলিগুড়ির বাঘা যতীন অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার এ কথা জানিয়ে দেন ক্লাব কর্মকর্তারা। গত ২৭ বছর ধরে মহালয়ার দিনে এই আয়োজন করছেন তাঁরা। আয়োজক কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব আয়োজনের বিস্তারিত ঘোষণা করেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারির ক্ষেত্রে পুরস্কার মূল্য করা হয়েছে ১৮ হাজার এবং ১২ হাজার টাকা। ১৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা বাগডোগরার অগ্রগামী স্পোর্টিং ইউনিয়ন থেকে শুরু হবে। উদ্বোধনে উপস্থিত থাকার কথা দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, সোমা বিশ্বাস, জয়দীপ কর্মকারদের মতো অলিম্পিয়ানদের। ৪ কিমি সৌভ্রাতৃত্বের দৌড় শুরু হবে মাটিগাড়ায় সিটি সেন্টার থেকে সকাল ৭ টায়। ক্লাব প্রাঙ্গনে তা শেষ হবে। ১৪ অক্টোবর বিকেল পর্যন্ত প্রতিযোগীরা নাম নথিভুক্ত করাতে পারবেন। ৩০ কিলোমিটারের বেশি দূর থেকে আসা প্রতিযোগীদের জন্য রাতে থাকা খাবারের ব্যবস্থা করবেন আয়োজকরা।

সন্ধান নেই তিন নিখোঁজের
তিস্তায় জিপ পড়ে রিয়াং ফাঁড়ির ওসি, এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ ৩ জন নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা কেটে গেলেও কারও হদিস মেলেনি। মঙ্গলবারও চারটি র্যাফটিংয়ের সাহায্যে তিস্তায় তল্লাশি চালানো হয়। পুলিশ কর্মীরাও নদী সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি চালায়। গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কালিম্পং শহর থেকে ফেরার পথে রম্ভিতে রিয়াং থানার ওসি শিবসাগর ছেত্রীর জিপ তিস্তায় পড়ে যায়। শিবসাগরবাবু ছাড়াও গাড়িতে এনএইচপিসি-র ইঞ্জিনিয়ার সৌমেন বন্দ্যোপাধ্যায় এবং চালক গৌতম ছেত্রী ছিলেন।

ঘুষ নেওয়ায় শাস্তি, বদলি পুলিশ লাইনে
ট্রাক থামিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে যতীন্দ্রনাথ বর্মন নামে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে পুলিশ লাইনে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার ঘটনাটি ঘটে সেবকের করোনেশন সেতুতে। সেতুতে ফাটল ধরায় চলতি বছরের প্রথম দিন থেকে যান নিয়ন্ত্রণ হয়। প্রথমে ১০ টন পরে বাড়িয়ে ১৬ টন পর্যন্ত অনুমতি দেওয়া হয়। অভিযোগ, ঘুষ নিয়ে করোনেশন সেতুর উপর দিয়ে ১৬ টনের ভারী যান চলাচলে অনুমতি দিচ্ছিলেন যতীন্দ্রনাথবাবু।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.