টুকরো খবর
সমবায় সমিতি দখলে রাখল বাম
বড়রা কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতির ক্ষমতা ধরে রাখল বামফ্রন্ট। রবিবার ওই সমবায় সমিতির নির্বাচনে ফের বামফ্রন্টের মনোনীত প্রার্থীরা জয়ী হন। সমবায়ের মোট ৫৫টি আসনের মধ্যে বামফ্রন্ট পেয়েছে ৩২টি আসন, তৃণমূল পায় ২৩টি। বামেদের দখলে থাকা ওই সমবায় সমিতি নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে। বড়রা পঞ্চায়েতের তৃণমূল প্রধান জয়ন্ত রাউত সমবায় সমিতির দেওয়া বার্ধক্য ভাতা নিয়ে প্রশাসনের কাছে দুর্নীতির অভিযোগ করেছিলেন। কাশীপুরের বিডিও এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরও করেছিলেন। বামেদের দখলে থাকা পরিচালন সমিতি নির্দিষ্ট সময়ে নির্বাচন না করানোয় সেখানে প্রশাসক নিয়োগ করা হয় তিন বছর আগে। সম্প্রতি নির্বাচন করানোর জন্য স্পেশাল অফিসার নিয়োগ করা হয়। কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়ার অভিযোগ, “প্রশাসক নিযুক্ত থাকায় নতুন করে সমবায়ের সদস্য নেওয়া হয়নি। আগের পরিচালন সমিতি বামফ্রন্টের দখলে থাকায়, তাঁদের সমর্থকেরাই শুধু সদস্য হতে পেরেছিলেন। বামবিরোধী মানুষকে সদস্য না করায় এই ফল।” সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, “শুধু সমবায় সমিতির নির্বাচনই নয়, বিভিন্ন স্কুল পরিচালন সমিতির নির্বাচনগুলিতেও বামফ্রন্টের মনোনীত প্রার্থীরা জিতছেন। রাজ্য পরিচালনায় তৃণমূলের ব্যর্থতা ও দুর্নীতি দেখে বিরক্ত হয়ে মানুষ ওদের থেকে সরে আসছে।”

দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, জখম
রাস্তার ধারে প্রাতঃকৃত করার প্রতিবাদ করা নিয়ে বচসা থেকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। জখম হলেন ৪ জন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পাত্রসায়র থানার গ্রামবেড়া ও মুসরো গ্রামে। খবর পেয়ে পুলিশ ও র্যাফ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জখমদের মধ্যে লখীন্দর বাগদি নামে এক যুবককে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি তিন জনকে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জখমদের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়রের বাইপাস থেকে গ্রামবেড়া, মুসরো যাওয়ার মোরাম রাস্তার ধারে পায়খানা করাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, স্থানীয় কিছু বাসিন্দা ওই রাস্তার ধারে প্রতিদিন পায়খানা করেন। গ্রামবেড়ার বাসিন্দা লখীন্দর বাগদি-সহ কিছু লোক এর প্রতিবাদ করলে কয়েকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ। এর পর গ্রামবেড়ার বাসিন্দারাও পাল্টা মারধর করেন বলে অভিযোগ। দুই গ্রামেরই সংঘর্ষে জখম হন। খবর পেয়ে পুলিশ ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মারপিট হয়েছে। এলাকায় পুলিশের টহল চলছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।”

গাঁধীজয়ন্তী পালন
ছবি: উমাকান্ত ধর।
মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিন পালিত হল বাঁকুড়া, পুরুলিয়া দুই জেলায়। সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠে তাঁর আবক্ষ মূর্তির উন্মোচন করেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা প্রমুখ। তার আগে প্রভাতফেরি হয়। হুড়ার লালপুর মহাত্মা গাঁধী কলেজে গাঁধীজির পূর্ণাবয়ব মূর্তি সরিয়ে এ দিন একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। উন্মোচন করেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী শান্তিরাম মাহাতো। ফলকে গাঁধীজির উপরে রাজ্যের মন্ত্রী শান্তিরামবাবুর নাম থাকায় বিতর্ক তৈরি হয়। স্থানীয় কিছু বাসিন্দা এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এতে গাঁধীজিকে অসম্মান করা হয়নি। রেল কর্মী সংগঠন মেনস কংগ্রেসের আদ্রা ১ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তাল প্রমুখ। বলরামপুরে গাঁধী মেমোরিয়াল লেপ্রসি ফাউন্ডেশন বিভিন্ন অনুষ্ঠান করে। রঘুনাথপুরে তৃণমূল যুবা বর্ণাঢ্য শোভাযাত্রা করে।

বিষ্ণুপুরে অফিসে চুরির চেষ্টা, আটক
অফিসে ঢুকে চুরির চেষ্টা করার অভিযোগে এক জনকে আটক করল পুলিশ। সোমবার রাতে বিষ্ণুপুরের ব্লক প্রাণী সম্পদ দফতরের ঘটনা। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষ্ণুপুরের ব্লক প্রাণী সম্পদ আধিকারিক প্রসেনজিৎ পালের অভিযোগ, “সোমবার রাত ৯টায় অফিসের নৈশ প্রহরী মদন কাউরি খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন অফিসের দরজার চারটি তালা ভাঙা। তিনি অফিসে ঢুকে ওই দুষ্কৃতী যে ঘরে ছিল, বাইরে থেকে সেই ঘরের দরজার শিকল তুলে দেন।” পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

প্রতিবন্ধীদের নিয়ে শিবির
পুরুলিয়া মানভূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষায়তনে মঙ্গলবার থেকে শুরু হল যোগ প্রণায়াম শিবির। এ দিন পুরুলিয়ার উপকন্ঠে বিবেকানন্দনগরে এই শিক্ষায়তনে শিবিরের উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি। তিনি বলেন, “এর ফলে পড়ুয়াদের যেমন একাগ্রতা বাড়বে ও তারা সুশৃঙ্খলও হবে।” একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে সাতদিন এই শিবির চলবে।

দুর্ঘটনা
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দু’টি বাস। মঙ্গলবার বলরামপুর-বাঘমুণ্ডি রাস্তায় মাঠা গ্রামের অদূরে দু’টি বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। কেউ জখম হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.