ইংল্যান্ডের বিরুদ্ধে সোমবারের ম্যাচে হঠাৎ দলনেতা বদল করে বিতর্কে শ্রীলঙ্কা। খোদ আইসিসি কর্তারা পড়েছেন অস্বস্তিতে এবং ধন্দেও। সোমবার পাল্লেকেলে স্টেডিয়ামে কুমার সঙ্গকারাকে টস করতে নামতে দেখে বেশ অবাক হয়ে যান গ্যালারিতে ভিড় করা শ্রীলঙ্কার সমর্থকরা। তা হলে কি অধিনায়ক মাহেলা জয়বর্ধনে খেলছেন না? যখন দেখা গেল তিনি দিলশানের সঙ্গে ওপেন করতে নামছেন, তখন আরও অবাক সবাই! হলটা কী? তা হলে কি অধিনায়কত্ব নিয়ে দলের মধ্যে কোনও ঝামেলা লেগে গেল? পরে ব্যাপারটা বোঝা যেতেই শুরু হয়ে গেল নতুন বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা হওয়া অধিনায়ক মাহেলা জয়বর্ধনে যাতে পরের ম্যাচেও একই সমস্যায় পড়ে গিয়ে সেমিফাইনালে নির্বাসনের কবলে না পড়েন, সে জন্য তাঁকে বাঁচাতেই এই অভিনব পরিকল্পনা শ্রীলঙ্কার। জয়বর্ধনের বদলে টস করতে নামা সঙ্গকারা যা বলেন, তা অনেকের কাছেই হাস্যকর মনে হয়েছিল। তিনি বলেন, “মাহেলার টস ভাগ্য খুব একটা ভাল নয় বলেই আমাকে আজ নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।” প্রতি ম্যাচে অধিনায়ক বদল করলে স্লো ওভার রেটের জন্য আর কাউকে নির্বাসিত হতে হবে না। শ্রীলঙ্কা দলের ম্যানেজার চরিথ সেনানায়েকের মাথা থেকে প্রথম বেরোয় এই পরিকল্পনা। তবে আইনের এই ফাঁক ভবিষ্যতে বোধহয় আর থাকবে না। আইসিসি-র এক প্রতিনিধি বলেছেন, “আইসিসি-র প্রতি টুর্নামেন্টের পর যেমন তার প্লেইং কন্ডিশন রিভিউ করা হয়, তেমনই এ বারও হবে। যদি দেখা যায়, কোনও আইন পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তা হলে তা করা হবে।” জয়বর্ধনেও ব্যাপারটা স্বীকারই করে নিয়েছেন। কিন্তু তাতে বিতর্ক থামেনি। মাহেলা বলেন, “জানি ওরা (আইসিসি) নিয়ম পাল্টাবে। কিন্তু শেষ দুটো ম্যাচে আমি মাঠের বাইরে বসে থাকার পক্ষপাতী নই। সেই জন্যই এই সিদ্ধান্ত।”
|
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে একশো আশি ঘুরে গেল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অবস্থান। যে কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছিল, তাঁর সঙ্গেই নতুন চুক্তি করার কথা ভাবছে ইসিবি। যা খবর, তাতে চলতি সপ্তাহের শেষেই মিটে যেতে পারে বোর্ড-পিটারসেন দ্বন্দ্ব। বোর্ডের সঙ্গে পিটারসেনের সেন্ট্রাল কনট্র্যাক্ট শেষ হয়ে গিয়েছিল গত রবিবারই। বোর্ড নতুন সেন্ট্রাল কনট্র্যাক্টের রাস্তায় না গিয়ে তাঁর সঙ্গে চার মাসের শর্তসাপেক্ষ চুক্তি করার প্রস্তাব দিয়েছিল। পিটারসেনের পক্ষ থেকে সায় পাওয়া যায়নি বলে ভারত সফরের টেস্ট দল থেকেও বাদ দেওয়া হয় তাঁকে। এ সবের মূলে ছিল পিটারসেনের দলবিরোধী আচরণ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন তিনি ইংল্যান্ডের কোচ এবং অধিনায়ক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে এসএমএস পাঠিয়েছিলেন। তা-ও বিপক্ষ শিবিরের ক্রিকেটারদের। পিটারসেনের কাছ থেকে গোটা ঘটনার ব্যাখ্যা চেয়েও পায়নি বোর্ড। ঘটনার কয়েক দিন পরেই ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দেন, পিটারসেন সমস্যা সহজে মিটবে না। কিন্তু চলতি বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতার পরে বাধ্য হয়েই অবস্থান পাল্টাতে হয়েছে ইংল্যান্ড বোর্ডকে। যা খবর, শ্রীলঙ্কাতেই বোর্ড কর্তারা মুখোমুখি আলোচনা করেছেন পিটারসেনের সঙ্গে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত কোনও ঘোষণা হবে না ধরেই নেওয়া যায়। যা দাঁড়াচ্ছে, মার্চ-এপ্রিলের নিউজিল্যান্ড সফরের দলে ফিরতে পারেন পিটারসেন।
|
আইপিএল সিক্স-এ ডেকান চার্জার্সকে ছেঁটে ফেলার চেষ্টায় আপাতত সফল হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বই হাইকোর্টের নির্দেশে হায়দরাবাদের এই ফ্র্যাঞ্চাইজির খেলার সম্ভাবনা আবার উজ্জ্বল হয়ে উঠল। মঙ্গলবার শুনানির পর বিচারপতি এস জে কাঠাওয়ালা জানান, ডেকান ফ্র্যাঞ্চাইজি আগামী ৯ অক্টোবরের মধ্যে বোর্ডকে ১০০ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে পারলে পরের আইপিএলে তারা দল নামাতে পারবে। এই ব্যাঙ্ক গ্যারান্টি অবশ্যই ফেরতযোগ্য নয় এবং শর্তহীন হওয়া চাই। বিচারপতি আরও জানান, দল চালানোর যাবতীয় ব্যয় ফ্র্যাঞ্চাইজিকেই মেটাতে হবে। আইপিএলের ম্যাচ আয়োজনের ব্যয়ও তাদের বহন করতে হবে। আইপিএল ৫ এর সমস্ত বকেয়াও তাদের মেটাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।
|
শোয়েব আখতার ও মহম্মদ আসিফের পর এ বার আর এক পাকিস্তানি ক্রিকেটার ডোপ করে ধরা পড়লেন। বাঁহাতি স্পিনার আবদুর রহমান। ২ বছরের নির্বাসনে পাঠানো হতে পারে তাঁকে। তিনি অবশ্য চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-র বেশি উইকেট পাওয়া ৩২ বছর বয়সি রহমান গত মাসে ইংলিশ কাউন্টিতে খেলেন সমারসেটের হয়ে। তখনই ডোপ টেস্ট হয় তাঁর। তাতেই ধরা পড়ে গেলেন তিনি।
|
রাজ্য শুটিং প্রতিযোগিতায় বিজয়ী নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব। শুক্রবার আসানসোলে শুরু হয় প্রতিযোগিতা। শেষ হয় মঙ্গলবার। জয়ী ক্লাবের মুখ্য প্রশিক্ষক প্রদীপ আচার্য বলেন “আমরা ৫৮ পয়েন্ট পেয়েছি। ইছাপুরের ডিরেক্টর জেনারেল অব কোয়ালিটি অ্যাসুরেন্স ৩২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়।” ১৫টি ক্লাব অংশ নেয়।
|