গন্ডার উদ্ধারের চেষ্টা ব্যর্থ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিস্তর চেষ্টার পরেও পবিতরা থেকে রানির চরে ভেসে আসা গন্ডারটিকে উদ্ধার করা গেল না। ফিরে গেল হেলিকপ্টার। আজ সকালে বনমন্ত্রী রকিবুল হুসেন কাজিরাঙার উদ্দেশে ফরেস্ট প্রোটেকশন ফোর্সের একটি ব্যাটালিয়ন রওনা করানোর পর গন্ডার-উদ্ধার তদারক করতে শুয়ালকুচি যান। কিন্তু মন্দ আবহাওয়ার জন্য হেলিকপ্টার ফিরে যায়। বন বিভাগ সূত্রে খবর, বাগডোগরা থেকে আরও বড় হেলিকপ্টার এনে গন্ডারটিকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে। এ দিকে, কামরূপের জোরাবাট এলাকায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়ে দু’টি ট্রাক-সহ ২৪টি গরু আটক করল গোপালনগর থানার পুলিশ। সোমবার রাতে বনগাঁর পাল্লা এলাকা থেকে গরুগুলি আটক করা হয়। গ্রেফতার হয় দুই পাচারকারী। অন্যদিকে, বেআইনি ভাবে এ দেশে ঢোকার অভিযোগে সোমবার রাতে পুলিশ ১০ জন বাংলাদেশিকে আটক করে থানা এলাকা থেকে।
|
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শুরু হল এক অভিনব সাইকেল অভিযান। বৃষ্টির জল ধরে ব্যবহার, অপ্রচলিত শক্তি, প্লাস্টিক দূষণ ইত্যাদি নিয়ে সচেতনতা প্রসারে দু’টি সাইকেল এবং একটি ট্যাবলো এই অভিযান চালাবে ‘পাহাড় থেকে সাগরে’। কোচবিহার থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রায় ১২০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন ওই অভিযাত্রীরা। ‘ফ্রিড’ নামে এক বেসরকারি সংস্থার উদ্যোগে ওই অভিযানের সূচনা হয় সোমবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশনে।
|
টানা ৬ দিন বন্ধ থাকার পর কাল, বৃহস্পতিবার থেকে স্বাভাবিক হচ্ছে লাটাগুড়ির নেওড়া জঙ্গল সাফারি। ছোট গাড়ি এবং জিপসি-র মালিকদের বিবাদের জেরে সাফারি বন্ধ ছিল।
|
রাতভর গঙ্গায় অভিযান চালিয়ে গরু পাচারকারী সন্দেহে ৪০ জন বাংলাদেশি-সহ ৬৭ জনকে বিএসএফ গ্রেফতার করেছে। শোভাপুর ও নিমতিতা সীমান্ত এলাকার ঘটনা। |