টুকরো খবর |
শিক্ষামন্ত্রীর বাড়ি ঘিরল পার্শ্বশিক্ষকরা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ড বন্ধের পর এ বার দাবি আদায়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করল পার্শ্বশিক্ষকরা। আজ বেলা ১১টা থেকে রাঁচির ডোরান্ডায় শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ রামের বাসভবন ঘিরে শুরু হয় শিক্ষকদের অবস্থান বিক্ষোভ। মন্ত্রীর বাড়ি ঘেরাও করে হাজার দশেক শিক্ষকের বিক্ষোভ আন্দোলন চলে বিকেল চারটে পর্যন্ত। এ দিন অবশ্য বিক্ষোভকারীদের সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎ হয়নি। নিরাপত্তার জন্য মন্ত্রীর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দাবি আদায়ে আগামী ৮ অক্টোবর উপ-মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতর বাসভনের সামনে বিক্ষোভে বসার কর্মসূচি ঘোষণা করেছে ঝাড়খণ্ড পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি। আর পাঁচটা শ্রমিক সংগঠনের মতোই দাবি আদায়ে গত ২৭ অগস্ট থেকে হরতাল চালিয়ে যাচ্ছেন রাজ্যের প্রায় ৮৭ হাজার পার্শ্বশিক্ষক। এরই মধ্যে বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে গত ২২ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বন্ধও পালন করেন তারা। তাতেও কোনও কাজ না-হওয়ায়, আজ শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করা হয়। পার্শ্ব শিক্ষক সংগঠনের চলতি ধর্মঘটে ঝাড়খণ্ডের ৩৮ হাজারেও বেশি সরকারি প্রাথমিক স্কুলে অচলাবস্থা তৈরি হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ৪০ লক্ষ কচিকাঁচা পড়ুয়ার পঠনপাঠন। সরকারি সূত্রের খবর, ওই সমস্যা চট করে মেটার লক্ষণও নেই। গত রবিবার শিক্ষামন্ত্রী বৈদ্যনাথ রামের সঙ্গে পার্শ্বশিক্ষক সংগঠনের এক দফা বৈঠক হয়। আলোচনায় জট খোলেনি। তা ছাড়া শিক্ষকদের দাবি-দাওয়া খতিয়ে দেখতে ক’মাস আগে রাজ্য সরকার উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করে। তাদের রিপোর্ট এখনও জমা পড়েনি।
|
দাউদ-ঘনিষ্ঠ জঙ্গি নেতা ধৃত অরুণাচলে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সদ্য গঠিত ইউপিডিএফ জঙ্গি সংগঠনের চেয়ারম্যান সুম্না মুংলাং ধরা পড়েছে। গত কাল আসাম রাইফেল্স অরুণাচল প্রদেশের লোহিত জেলার মিমি বস্তি থেকে তাকে গ্রেফতার করে। এক দিকে পরেশ বরুয়া, অন্য দিকে দাউদ ইব্রাহিমের সঙ্গে সুম্নার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে। শতাধিক ক্যাডার নিয়ে অরুণাচল ও উজানি অসমে তোলাবাজি, অপহরণ, বিস্ফোরণ চালাচ্ছিল সুমনা। গত কাল একে ৪৭, একে ৫৬ রাইফেল, গুলি ও বহু নথি-সহ মধ্য-চল্লিশের এই জঙ্গি নেতাকে গ্রেফতার করা হয়। রাতে সংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে আসাম রাইফেল্স। এ দিকে, গ্রেনেড বিস্ফোরণে নাগাল্যান্ডের ডিমাপুরে এক ব্যক্তি জখম হয়েছে। গত রাতে, ছয় মাইল এলাকার, ন্যাশনাল গ্যাস সার্ভিস সেন্টারের সামনে দুই বাইক আরোহী গ্রেনেডটি ছুড়ে পালায়। বিস্ফোরণে বিকাশ যাদব নামে এক যুবক জখম হন। গ্যাস সেন্টারেরও ক্ষতি হয়। এর আগে ২৪ সেপ্টেম্বরও ডিমাপুরে একই ভাবে গ্রেনেড হামলা হয়েছিল। জখম হয়েছিলেন এক জন। এরই পাশাপাশি, মণিপুরের পশ্চিম ইম্ফলে গত রাতে পুলিশের গুলিতে এক জঙ্গি মারা গিয়েছে।
|
ব্রহ্মপুত্রের বন্যা নিয়ন্ত্রণে নয়া সংস্থা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ‘ব্রহ্মপুত্র ভ্যালি রিভার অথরিটি’ তৈরির পরিকল্পনা হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এই পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “অরুণাচলের আপত্তিতে ‘নর্থ ইস্ট ওয়াটার রিসোর্সেস অথরিটি’ গড়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছে কেন্দ্র। ব্রহ্মপুত্র বোর্ডের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই ‘ব্রহ্মপুত্র ভ্যালি রিভার অথরিটি’ বন্যা ও ভূমিক্ষয় নিয়ন্ত্রণে রাজ্যের হাত শক্ত করবে।” তাঁর মতে, “অসমের বন্যা নিয়ন্ত্রণ ও মোকাবিলা করতে হলে বাংলাদেশ, ভুটান, চিন, অরুণাচল-এর সঙ্গে একত্রে একটি যৌথ সংস্থা গঠন করা দরকার। তিনি জানান, “একই ধাঁচে, বরাকের উপত্যকার জন্যও একটি নিগম গড়া হবে।” বন্যাত্রাণে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে গগৈ বলেন, “ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে রাজ্য সরকার।” তিনি জানান, গত ১১ বছরে কেন্দ্রের কাছ থেকে রাজ্য এ বাবদ ১,৭২২ কোটি টাকা সাহায্য পেয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, বন্যার চেয়েও ভূমিক্ষয় রাজ্যের বড় সমস্যা। বন্যা ও ভূমিক্ষয় রোধে জেলা ভিত্তিক অ্যাকশন প্ল্যান গড়া হবে। ইতিমধ্যে জেলাশাসকদের কাছে এলাকাভিত্তিক পরামর্শ চেয়ে পাঠানো হয়েছে। এ দিকে, মেঘালয়ের ফুলবাড়ি, রাজাবালা, তিকরিকিল্লা, সেলসেলা, ভইটামারি, পাহাম, হরিপুর, মোলাকান্দি, হরিবাংলা এলাকার লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। অকাল বন্যায় অবাক প্রশাসন। বিদ্যুৎমন্ত্রী এ টি মণ্ডল ফুলবাড়ি থেকে ত্রাণকার্য পরিচালনা করছেন। তাঁর মতে, “বর্ষার বন্যায় এই এলাকার ৭৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শরতের বন্যায় সেই ক্ষতি ছাপিয়ে গিয়েছে।”
|
ধর্ষণে অভিযুক্ত দশ জওয়ান |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মূক-বধির মহিলাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সশস্ত্র সীমা বলের ১২ জওয়ানকে আজ কোকরাঝাড়ে অভিযোগকারিণীর সামনে হাঁটানো হল। কোকরাঝাড়ের প্রত্যন্ত এলাকা, ১ নম্বর সোনাপুর গ্রামে গত বছর ১০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছিল। কী হয়েছিল ওই দিন? মহিলার অভিযোগ, প্রতিবন্ধী স্বামীর সঙ্গে রাতে ঘুমোচ্ছিলেন তিনি। আচমকাই উর্দি পরিহিত, সশস্ত্র এসএসবি জওয়ানরা দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর ঘরের ভিতরে ও ঘরের বাইরে দফায় দফায় মহিলাকে ধর্ষণ করে তারা। বাধা দেওয়ায় মার খান স্বামীও। পর দিন সকালে গ্রামবাসীরা বাড়ির অদূরে মহিলার সংজ্ঞাহীন, নগ্ন দেহ দেখতে পান। শুরু হয় বিক্ষোভ। এখন অবধি পুলিশ কোনও জওয়ানকে গ্রেফতার করেনি। বড়ো মানবাধিকার সংগঠনগুলির তরফে প্রায় ৩০০ চিঠি জমা পড়ে হাইকোর্টে। এরপর গৌহাটি হাইকোর্ট কোকরাঝাড় পুলিশকে সমন পাঠায়। আজ অভিযুক্ত জওয়ানদের মধ্যে ১০ জনকে চিহ্নিত করেন ওই দম্পতি। ১০ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি রয়েছে।
|
মহিলাদের নিয়ে মন্তব্যে বিতর্কে জয়সওয়াল |
সংবাদসংস্থা • কানপুর ও নয়াদিল্লি |
মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিতর্কে জড়ালেন শ্রীপ্রকাশ জয়সওয়াল। যা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে জাতীয় মহিলা কমিশন। তাদের দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে কয়লামন্ত্রীকে। প্রতিবাদ জানিয়েছে বিজেপিও। পরিস্থিতির চাপে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন শ্রীপ্রকাশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার কানপুরের এক কবি সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন কয়লামন্ত্রী। ঠিক সেই সময়েই খবর আসে ভারত-পাকিস্তান টি২০ ক্রিকেট ম্যাচে ভারতের জয়ের। জনতার উচ্ছ্বাস বাঁধভাঙা হয়ে পড়ে। তাকে নিয়ন্ত্রণ করতেই উদ্যোক্তাদের সম্মেলন বন্ধের পরামর্শ দেন শ্রীপ্রকাশ। একই সঙ্গে ঘোষণা করেন, “আপনারা এই নতুন জয়ের আনন্দ উপভোগ করুন। কারণ, নতুন জয়ের আনন্দই আলাদা।” এর পরই বলেন, “জয় পুরনো হয়ে গেলে তার আর মাহাত্ম্য থাকে না। ঠিক যেমন ভাবে স্ত্রী পুরনো হয়ে গেলে বিয়ের আনন্দটাও গায়েব হয়ে যায়।” আর এই মন্তব্যেই বেজায় চটেছে জাতীয় মহিলা কমিশন। একই সঙ্গে কেন্দ্রে কংগ্রেসের প্রধান বিরোধী বিজেপির তরফে নির্মলা সীতারামন কটাক্ষ করে বলেছেন, “এই মন্তব্য থেকেই কংগ্রেসের মনোভাব বোঝা যায়।”
|
মার্কিনদের জন্য বার্তা ডেরেকের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাষ্ট্রপুঞ্জে গিয়ে মার্কিন প্রশাসনকে বার্তা দেওয়ার সুযোগটি কাজে লাগাতে চাইছেন ডেরেক ও ব্রায়েন। রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশনে যোগ দিতে চলতি মাসে ভারত থেকে তিন দফায় বারো জন সাংসদের একটি দল আমেরিকায় যাবে। সেই দলেই রয়েছেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক ডেরেক। মার্কিন মুলুকে বিভিন্ন বাঙালি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত একাধিক অনুষ্ঠানে এফডিআই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য তুলে ধরবেন ডেরেক। খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির বিরোধিতা করলেও তাঁরা যে কট্টর মার্কিন-বিরোধী নন, সেটা বোঝানোই তাঁর লক্ষ্য। তৃণমূল সাংসদের বক্তব্য, “আমরা অন্ধ মার্কিন বিরোধী নই।”
|
সেই ওয়াসেপুরে প্রকাশ্যে যুবক খুন |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
অপরাধীদের দৌরাত্ম্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ধানবাদের ওয়াসেপুর। কাল রাত সাড়ে আটটা নাগাদ প্রকাশ্য রাজপথে, দুষ্কৃতীরা ঘিরে ধরে হত্যা করেছে মোটরবাইক আরোহী ত্রিশোর্ধ্ব এক যুবককে। পুলিশ জানায়, নিহত যুবকের নাম সামসেদ আলম ওরফে সোনু। তিনি ওয়াসেপুরের বাসিন্দা।
|
মৃত্যুর ক্ষতিপূরণ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গাড়ি দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা পাচ্ছেন মা-বাবা। অভিযুক্ত গাড়ির মালিককে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ মেটাতে নির্দেশ স্থানীয় আদালতের।
|
হিমাচলে ভূমিকম্প |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পাঁচ ঘণ্টার ব্যবধানে পরপর দু’বার কম্পন অনুভূত হল হিমাচলপ্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৫ ও ৪.৯। ক্ষয়ক্ষতির খবর নেই।
|
উদ্ধার গ্রেনেড |
সংবাদসংস্থা • শ্রীনগর |
উদ্ধার হল ৩টি গ্রেনেড। কোকারনাগ জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে ওই গ্রেনেডগুলি উদ্ধার করে পুলিশ। পাওয়া গিয়েছে একটি রাইফেলও।
|
বাতিল মিগ-২৭ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
২০১৭’র মধ্যে মিগ-২৭ যুদ্ধ-বিমানগুলি বসিয়ে দিতে চায় ভারতীয় বায়ু সেনা। বারবার যান্ত্রিক ত্রুটি ধরা পরছে ওই বিমানগুলিতে। তাই নেওয়া হল এই সিদ্ধান্ত।
|
সাজা মকুব |
সংবাদসংস্থা • মুম্বই |
৮ বছরের সাজা মকুব হল স্ত্রীকে খুনের দায়ে জড়িত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক ব্যক্তির। কোন পরিস্থিতিতে খুন করেছিলেন তিনি তা বিচার করে নেওয়া হল এই সিদ্ধান্ত।
|
গর্শকভের দেরি |
সংবাদসংস্থা • মস্কো |
২০১৩’র প্রথমেই ভারতীয় নৌ-বাহিনীর হাতে গর্শকভ নামের বিমান বহনকারী যুদ্ধ জাহাজটি তুলে দিচ্ছে রাশিয়া। কিছু যান্ত্রিক ত্রুটি থাকায় এই দেরি হল।
|
মৃত্যু বিমানসেবিকার |
সংবাদসংস্থা • চেন্নাই |
পার্কের রাইড থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগায় মৃত্যু হল ২০ বছরের বিমানসেবিকার। গ্রেফতার হয়েছে রাইডের চালক-সহ আরও এক জন। |
|