টুকরো খবর |
বাড়িতেই ৭২ ঘণ্টা দেহ রাখতে যন্ত্র
নিজস্ব সংবাদদাতা |
মৃত্যুর পর প্রয়োজনে ৭২ ঘণ্টা পর্যন্ত বাড়িতেই রাখা যাবে দেহ। কোনও পচন ধরবে না। বাতানুকুল একটি যন্ত্রে ছয় ফুট দৈর্ঘ্যের দেহও রাখা যাবে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে যন্ত্রটি নিয়ে এল দক্ষিণ কলকাতার একটি দুর্গোৎসব কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ওই যন্ত্রটির উদ্বোধন করা হয়। কমিটির কর্ণধার দেবাশিস কুমার জানান, সৎকারের আগে অনেক সময় মৃতদেহ বাড়িতে রাখার প্রয়োজন হয়। কিন্তু দেহ নষ্ট হয়ে যাওয়ার কারণে তা রাখা যায় না। |
|
সেই যন্ত্র। মঙ্গলবার, শহরে। —নিজস্ব চিত্র |
দেহ রাখার সংরক্ষণ কেন্দ্রে পাঠাতে হয়, যা হয়তো বাড়ি থেকে অনেক দূরে। সে সব কথা ভেবেই এই যন্ত্র আনা হয়েছে। তাঁর দাবি, কলকাতায় এমন যন্ত্র নেই। ৭ ফুট বাই ৪ ফুট বাক্স পুরোটাই কাচে ঘেরা। দেড় টন ওজনের এসি’তে সেটি ঠান্ডা রাখা হবে। যন্ত্রটির গুণমান ঠিক থাকলে ভবিষ্যতে আরও এমন যন্ত্র কলকাতায় আনা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
‘অপহরণের চেষ্টা’ |
এক বছরের শিশুকন্যাকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃতের নাম শেখ গোড়া। অভিযোগ, সোমবার মৌলালি মোড়ে ওই ব্যক্তি ফুটপাথের এক শিশুকে অপহরণের চেষ্টা করে। স্থানীয়েরা তাকে পুলিশে দেয়।
|
ধর্ষণের অভিযোগে ধৃত |
ধর্ষণের অভিযোগের একজনকে গ্রেফতার করা হয়েছে। বেহালা-পর্ণশ্রীর বিশালাক্ষীতলার এক যুবক কাজ পাইয়ে দেওয়ার নাম করে উত্তরবঙ্গের এক তরুণীকে নিজের বাড়িতে এনে ধর্ষণ করেছে বলে অভিযোগ। রাজীব খের নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
|
স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ |
স্ত্রীর বিরুদ্ধে অ্যাসিড ছোড়ার অভিযোগ করলেন এক ব্যক্তি। পুলিশ জানায়, শনিবার রাতে নিউ আলিপুরের বাসিন্দা জয়দীপ বক্সী অভিযোগ করেন, তাঁকে লক্ষ্য করে স্ত্রী অ্যাসিড ছুড়েছেন।
|
পুলিশ প্রহৃত |
কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে মঙ্গলবার রাতে পাটুলি এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পাটুলি এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম কাজি সাজ্জাদ।
|
দুর্ঘটনায় জখম ২ |
দুর্ঘটনায় আহত হলেন দুই তথ্যপ্রযুক্তিকর্মী। মঙ্গলবার, নবদিগন্ত উড়ালপুলে। পুলিশ জানায়, একটি গাড়ি সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি উল্টে যায়। জখম হন আরোহী ও চালক। |
অবৈধ বার, ধৃত |
অনুমতি ছাড়া হুকা বার চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। পুলিশ জানায়, বেনিয়াপুকুরের ওই বারের ট্রেড লাইসেন্স ছিল না।
|
গ্রেফতার বিদেশি |
হাজার হাজার ডলার নিয়ে সিঙ্গাপুর থেকে এসে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক বিদেশি। ওই নেপালি নাগরিক কেন অত ডলার সঙ্গে নিয়েছিলেন, তা নিয়ে তদন্ত চলছে।
|
জীবনাবসান |
প্রয়াত হলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি সেনগুপ্ত। মঙ্গলবার নিজের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ দিন ধরে অ্যালঝাইমার্সে ভুগছিলেন তিনি।
|
লরির ধাক্কায় মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মঙ্গলবার, গাডের্নরিচ থানার কাচ্চি সড়ক মোড়ে। লরি-সহ চালক আটক হয়েছে।
|
জলে ডুবে মৃত্যু |
স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেলেন এক তরুণ। মঙ্গলবার, পাইকপাড়ায়। মৃতের নাম দেবাশিস ঘোষ (১৮)। |
|