টুকরো খবর |
নাইজেরিয়ার হস্টেলে জঙ্গি হানা, হত ৪৬ |
সংবাদসংস্থা • আবুজা |
বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ভয়াবহ জঙ্গি হানার সাক্ষী রইল নাইজেরিয়ার ৫২তম স্বাধীনতা দিবস। গত রাতে দেশের উত্তরাঞ্চলে মুবি শহরের ওই বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চড়াও হয়ে এক দল জঙ্গি বেছে বেছে গুলি করে মেরেছে ৪৬ জন আবাসিক ছাত্রছাত্রীকে। গুরুতর জখম আরও অনেকেই। পুলিশের সন্দেহ, হামলায় জড়িত ‘বোকো হারাম’ জঙ্গি-গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরোদস্তুর সামরিক পোশাক ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল জঙ্গিরা। প্রথমে তারা গোটা হস্টেল দখল করে ফেলে। তবে হত্যাকাণ্ড চালানোর আগে কয়েক জনকে ছেড়েও দেয়। যাঁরা প্রাণে বেঁচেছেন, তাঁরা স্বভাবতই আতঙ্কের ঘোর কাটাতে পারেননি এখনও। শহরে জারি করা হয়েছে কার্ফু। কিন্তু তাতে ভরসা না রেখে হস্টেল ছেড়ে পালাচ্ছে ভীত সন্ত্রস্ত ছাত্রছাত্রীদের দল। নাইজেরিয়ার বিভিন্ন প্রদেশে এর আগে মাঝেমধ্যেই হামলা চালিয়েছে ‘বোকো হারাম’ গোষ্ঠী। এ বারেও হামলার ধরন দেখে তাদেরই সন্দেহ করছে পুলিশ।
|
ইমরানকে নিরাপত্তা দিতে চায় তালিবান |
সংবাদসংস্থা • লন্ডন |
ইমরান খানকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিল পাকিস্তান তালিবান! পাকিস্তানের উত্তপ্ত উপজাতি-অধ্যুষিত এলাকায় শান্তি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। ওই এলাকায় তালিবান ও আল-কায়দা জঙ্গিদের বিরুদ্ধে চালকহীন ড্রোন বিমান থেকে হামলা চালাচ্ছে আমেরিকা। ওই হামলার তীব্র বিরোধী পাকিস্তান। কারণ, তাতে সাধারণ মানুষও নিহত হচ্ছেন বলে দাবি ইসলামাবাদের। পাক সরকারের বক্তব্য, এই হামলার ফলে পাকিস্তানে মার্কিন-বিরোধিতা আরও বাড়ছে। ড্রোন হামলার বিরুদ্ধে প্রচারে নেমেছেন ইমরানও। প্রথমে ইমরানের শান্তি মিছিলে আত্মঘাতী জঙ্গি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তালিবান। কিন্তু, পরে একটি বৈঠকে ইমরানের ড্রোন হামলা বিরোধিতার কথা আলোচনা করেন তালিবান নেতারা। তার পরেই আত্মঘাতী জঙ্গি পাঠানোর সিদ্ধান্ত বাতিল করা হয়। স্থির হয়, প্রয়োজনে ইমরানকে নিরাপত্তা দেবে তালিবান। তাঁর কোনও ক্ষতি করা হবে না।
|
জারদারির কথায় কাশ্মীরের উল্লেখ কেন, ক্ষুব্ধ দিল্লি |
সংবাদসংস্থা • রাষ্ট্রপুঞ্জ |
পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে কাশ্মীর-প্রসঙ্গ তোলায় ক্ষুব্ধ ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। তিনি বলেছেন, “জারদারি যে এটা করতে পারেন, আমি আশা করিনি। বিশেষত রাষ্ট্রপুঞ্জের মতো জায়গায় তিনি যখন কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েছেন, তখন ভারতেরও দায়িত্ব এ ব্যাপারে নিজের ঘোষিত অবস্থানটা জানানো।” পাকিস্তান অবশ্য কৃষ্ণের বক্তব্য মানছে না। তাদের দাবি, জারদারি আগ বাড়িয়ে কাশ্মীর প্রসঙ্গ তোলেননি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বক্তৃতায় কৃষ্ণই বরং বলেছিলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তান বলছে, জারদারি সেই কথারই প্রতিবাদ জানিয়েছেন মাত্র।
|
দুই শিল্পী |
|
ছবি তোলা হবে শুনেই নাক থেকে নেবুলাইজারটা খুলে ফেললেন। তার পর কথা বলে গেলেন অনর্গল। গুন্টার গ্রাস। পঁচাশি বছরের ভগ্নস্বাস্থ্য। কিন্তু সৃষ্টিশীলতায় কোনও বিরাম নেই। বললেন তাঁর কবিতা, তাঁর বিশ্বভাবনা, তাঁর ছবি আঁকার কথা। জার্মানির বেহলেনডর্ফে গ্রাসের বাড়িতে সেই কথোপকথনের সঙ্গী শুভাপ্রসন্ন। দু’জনে মিলে ছবিও আঁকলেন। গ্রাস সিপিয়ায় আর শুভাপ্রসন্ন কালো রঙে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ।
|
উইনফ্রের কৃতিত্ব |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
মহিলাদের মধ্যে পৃথিবীর সর্বাধিক বেতন পান চ্যাট শো সঞ্চালিকা ওপ্রা উইনফ্রে। গত এক বছরে তাঁর আয় ১৬ কোটি ৫০ লক্ষ ডলার। তথ্য ফোর্বস পত্রিকার।
|
নিহত জঙ্গি |
সংবাদসংস্থা • এডেন |
ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হল ৩ আল কায়দা জঙ্গি। গ্রেফতার হয়েছে এক জন। আটক করা হয়েছে বিস্ফোরক বোঝাই ২টি গাড়ি।
|
মঙ্গলের পাথর |
সংবাদসংস্থা • লন্ডন |
মঙ্গল গ্রহের একটা পাথর উল্কা হয়ে এসে পড়েছিল মরক্কোয়। নিলাম হবে ৩.৫ ইঞ্চি লম্বা ৩২৬ গ্রামের সেই পাথর। দাম উঠতে পারে ১ লক্ষ ৬০ হাজার পাউন্ড।
|
অভিযুক্ত ভারতীয় |
সংবাদসংস্থা • মেলবোর্ন |
অস্ট্রেলিয়ার একটি কোর্ট এক মদ্যপ যাত্রীকে ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করল এক ভারতীয় ট্যাক্সি চালককে। অভিযুক্তের নাম সানভির জাস্সার।
|
এলটনের ইচ্ছে |
সংবাদসংস্থা • লন্ডন |
গায়ক এলটন জন ও তার সঙ্গী ডেভিড ফারনিশ দত্তক নিতে চান তাঁদের দ্বিতীয় সন্তান। এ জন্য ৪৮ লক্ষ পাউন্ড খরচ করে একটি বাড়িও কিনেছেন তাঁরা।
|
সব চেয়ে সস্তা |
সংবাদসংস্থা • লন্ডন |
এলাকায় নানা সমাজ বিরোধী কাজ চলায় মাত্র ৭৫০ পাউন্ডে নিজের বাড়ি বিক্রি করতে চাইছেন এক জন। একটি কিনলে একটি বিনামূল্যেও দিতে রাজি তিনি।
|
রাজনৈতিক আশ্রয় |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
আমেরিকার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানি চিত্রগ্রাহক হাসান গোলকানভান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আহমেদিনেজাদের সঙ্গী ছিলেন তিনি।
|
বিবস্ত্র অধ্যাপক |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ক্লাস নিচ্ছিলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। হঠাৎই খুলে ফেলেন সমস্ত পোশাক। তাঁকে আটক করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ।
|
ব্রাত্য বলিউড |
সংবাদসংস্থা • কাঠমান্ডু |
মাওবাদী শাসনের চাপে নেপালের সিনেমা হলে হিন্দি ছবি দেখানো বন্ধ হল সোমবার থেকে। ভারত বিরোধী মত জোরদার করতেই এই সিদ্ধান্ত তাদের।
|
প্রেমিকের ঘুষি |
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
পার্টিতে একজনকে ঘুষি মারার অভিযোগে গ্রেফতার করা হল প্যারিস হিলটনের নতুন প্রেমিককে। আহতের প্রেমিকার সঙ্গে নাকি নাচ্ছিলেন প্যারিস। |
|