টুকরো খবর
গাঁধীজয়ন্তী পালন
আসানসোল আদালতে। —নিজস্ব চিত্র।
যথোচিত মর্যাদায় মঙ্গলবার গাঁধী জয়ন্তী পালিত হয়েছে আসানসোল শিল্পাঞ্চলে। এ দিন মহকুমার মূল অনুষ্ঠানটি হয় আসানসোল আদালত চত্বরে গাঁধী মূর্তির পাদদেশে। জাতীর জনকের পূর্ণাবয়ব মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল ব্লক কংগ্রেস অফিসে এ দিন গাঁধীজির প্রতি সম্মান জানিয়ে নানা জনসেবামূলক কাজ হয়। কুলটির গাঁধীর কুষ্ঠপল্লিতে মহিলা কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। এ দিন রানিগঞ্জের জেকে নগরে মহাত্মা গাঁধীর জন্মজয়ন্তীতে আইএনটিইউসি-র উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়। আসানসোলের ডামরায় মহাত্মা গাঁধী ক্লাবের উদ্বোধন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি।

স্কুলে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। লাউদোহার কালীতারা বিজয় ইনস্টিটিউশনের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। গণ্ডগোল হওয়ার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয় এ দিন। সিপিএমের অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বাম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে তৃণমূল বাধা দেয়। তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি।

বাড়ল বোনাস
পুজোর বোনাস বাড়ল জেলার চালকল কর্মীদের। শ্রম দফতর সূত্রে খবর, গত বছর কর্মীদের পুজোর বোনাস ছিল ৫০০ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৭০০ টাকা। দুর্গাপুরের সহকারী শ্রম দফতরের কার্যালয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায় জানান, জেলায় চালকল ৪৭৬টি। কর্মী সংখ্যা প্রায় ২২ হাজার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.