দোষীদের শাস্তির দাবি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
হাসপাতালে নার্সদের সামনে রোগীর আত্মীয়দের নিগ্রহে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাল জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। সোমবার রঘুনাথপুর মহকুমা হাসপাতালের সুপারের কাছে এই দাবি জানানো হয়েছে। শনিবার রঘুনাথপুর হাসপাতালে ভর্তি হওয়া কাশীপুরের আহাত্তোড় গ্রামের বাসিন্দা এক বছরের শিশু বিশ্বজিৎ কৈবর্তের হাতে স্যালাইন দেওয়ার সময়ে নার্সদের গাফিলতিতে তার হাত থেকে রক্তপাত হয়েছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ জানানোর পরেই তার বাবা ও মাকে হাসপাতালের বেসরকারী সংস্থার নিরাপত্তারক্ষীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। হাসপাতাল সুপার সুভাষচন্দ্র ঘাটা বলেন, “রোগীর আত্মীয়দের পাশাপাশি হাসপাতালের কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
|
সমস্যা হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রক্ত সংগ্রহের পর্যাপ্ত কিটব্যাগ না থাকায় সমস্যায় আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার জাতীয় রক্তদান দিবসে পর্যাপ্ত ওই ব্যাগ না থাকায় রক্ত দিতে পারেননি অনেক রক্তদাতা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার জানান, রাজ্য জুড়ে রক্ত সংগ্রহের ব্যাগের সমস্যা রয়েছে। এক কর্মী কলকাতায় ব্যাগ আনতে গিয়েছেন।
|
পিজি-র প্রধান অস্ত্রোপচার বিভাগের একটি ঘরের ‘ফল্স সিলিং’ ভেঙে পড়ল সোমবার। কেউ আহত হননি। সুপার তমালকান্তি ঘোষ বলেন, “সিলিংয়ের কয়েকটি কাঠের ব্লক খুলে গিয়েছে। বুধবার থেকে ওই ঘরে অস্ত্রোপচার হবে।” |