আয়লা-দুর্গত সুন্দরবনে সস্তার চাল আরও ছ’মাস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুন্দরবনের আয়লা-বিধ্বস্ত এলাকায় দু’টাকা কিলোগ্রাম দরে চাল দেওয়ার প্রকল্পটি চালুই হয়েছিল ছ’মাসের জন্য। রাজ্য সরকার তার মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দিয়েছে। চলতি মাসের শেষে সস্তার চাল দেওয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আগামী এপ্রিল পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে বলে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রকাশ মল্লিক সোমবার জানান। চলতি বছরের মে মাসে সুন্দরবনের আয়লা-দুর্গতদের জন্য সস্তা চাল দেওয়ার প্রকল্পটি চালু করা হয়। তখন ঠিক হয়েছিল, ছ’মাসের জন্য এই প্রকল্প চালু রাখা হবে। কিন্তু এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন করে ফেলতে চাইছে রাজ্য সরকার। তার আগে এই প্রকল্প বন্ধ হয়ে গেলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে তৃণমূল নেতাদের একাংশ মনে করছেন। তাঁরা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানান। খাদ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই প্রকল্প চালাতে গিয়ে রাজ্যকে প্রতি মাসে ১১২ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান মন্ত্রী। রাজ্যের কোষাগারের ভাঁড়ে মা ভবানী অবস্থায় এত ভর্তুকি কেন? জ্যোতিপ্রিয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যের কোথাও কোনও মানুষ যেন আনাহারে মারা না-যান, তা নিশ্চিত করতে হবে। রাজ্যের প্রতিটি মানুষের আহারের সংস্থানের জন্য করতেই এই ব্যবস্থা।” |
স্কুলে দুপুরের খাবার অন্য খাতের টাকায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খাবারের জন্য বরাদ্দ ছাড়াও অন্যান্য খাত থেকে টাকা নিয়ে আপাতত মিড-ডে মিল প্রকল্প চালু রাখার পরিকল্পনা করেছে রাজ্যের স্কুলশিক্ষা দফতর। গ্যাস সিলিন্ডারের উপরে ভর্তুকি কমায় মিড-ডে মিল প্রকল্পের ভবিষ্যৎ সঙ্কটে। কলকাতায় সব স্কুলে দুপুরের খাবার গ্যাসে তৈরি হয় বলে এখানেই সমস্যা সব থেকে বেশি। এই প্রকল্পে প্রত্যেক পড়ুয়ার জন্য দিনে যত টাকা বরাদ্দ রয়েছে, তা এমনিতেই কম। তার উপরে জ্বালানির খরচ বাড়ায় প্রকল্প চালানোটাই যে কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে, তা নিয়ে সকলেই একমত। বিষয়টি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছেন স্কুলশিক্ষা দফতরের সচিব। উত্তর এখনও আসেনি। স্কুলশিক্ষা দফতরের এক কর্তা সোমবার বলেন, “অন্যান্য খাতের বরাদ্দ থেকে আপাতত মিড-ডে মিল দেওয়া হবে বলে ঠিক হয়েছে। সেই সঙ্গে নতুন সমস্যা নিয়ে আমরা কেন্দ্রের সঙ্গে আলোচনার চেষ্টাও চালাচ্ছি।” |
সমবায়ে ফের ভোটের দাবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় সমিতিতে পুনর্নির্বাচনের দাবি তুললেন বাম সমর্থিত প্রার্থীরা। সমবায়মন্ত্রী হায়দর আজিজ সফি-সহ রাজ্য প্রশাসনের কাছে সোমবার এই মর্মেই দাবি জানিয়েছেন তাঁরা। বাম শিবিরের অভিযোগ, তাঁদের অনেক প্রার্থী শুধু ভোট দিতে পারেননি তা নয়, তাঁদের উপরে হামলাও হয়েছে। পুলিশের কাছেও সেই অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর বিধাননগরে রাজ্য সমবায় সমিতির পরিচালনমণ্ডলীর নির্বাচন ছিল। তৃণমূল শিবিরের দাবি, ১৩-২ ফলে জয়ী হয়েছে তারাই। কিন্তু বাম শিবিরের পাল্টা বক্তব্য, তাঁদের প্রার্থীরাই ভোট দিতে পারেননি। ফলে সেই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন করতে হবে। সমবায়মন্ত্রী দাবিপত্র জমা নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে বামেদের দাবি। |